ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ইয়োব ৬-১০
বিশ্বস্ত ইয়োব তার মনের কষ্ট প্রকাশ করেন
ইয়োব নিঃস্ব, শোকার্ত এবং মারাত্মক অসুস্থ হওয়া সত্ত্বেও বিশ্বস্ততা বজায় রাখেন। তাই, শয়তান ইয়োবের বিশ্বস্ততা নষ্ট করার জন্য তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করে। তার তিন জন ‘মিত্র’ বা তথাকথিত বন্ধু তাকে দেখতে আসেন। প্রথমে তারা লোক-দেখানো সমবেদনা দেখান। এরপর, তারা ইয়োবের সঙ্গে সাত দিন ধরে নীরবে বসে থাকেন, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো একটা কথাও বলেন না। সাত দিন পর তারা ইয়োবকে দোষারোপ করে কথা বলেন এবং রূঢ়ভাবে তাকে অভিযোগ করেন।
প্রচণ্ড চাপের মুখেও ইয়োব যিহোবার প্রতি তার বিশ্বস্ততা বজায় রাখেন
চরম শোকের কারণে ইয়োব ভুল দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন। তিনি ভুলভাবে এই উপসংহারে আসেন, যিহোবার কাছে তার বিশ্বস্ততার কোনো মূল্য নেই
নিরুৎসাহিত হয়ে পড়ার কারণে ইয়োব তার কষ্টভোগের অন্যান্য সম্ভাব্য কারণ সম্বন্ধে বিবেচনা করেননি
শোকার্ত থাকা সত্ত্বেও ইয়োব তার দোষারোপকারীদের কাছে যিহোবার প্রেম সম্বন্ধে বলেন