ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিরমিয় ১-৪
“তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি”
ছাপানো সংস্করণ
যিরমিয়কে যখন একজন ভাববাদী হিসেবে নিযুক্ত করা হয়েছিল, তখন তার বয়স হয়তো প্রায় ২৫ বছর। যিরমিয় নিজেকে এই দায়িত্ব পালনের অযোগ্য বলে মনে করেছিলেন, কিন্তু যিহোবা তাকে সবসময় সমর্থন করবেন বলে আশ্বস্ত করেছিলেন।
৬৪৭
যিরমিয় একজন ভাববাদী হিসেবে নিযুক্ত হয়েছিলেন
৬০৭
যিরূশালেম ধ্বংস হয়েছিল
৫৮০
লেখা সম্পন্ন হয়েছিল
সালগুলো খ্রিস্টপূর্ব