ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিরমিয় ৫-৭
তারা ঈশ্বরের ইচ্ছা পালন করা বন্ধ করে দিয়েছিল
যিরমিয় সাহসের সঙ্গে ইস্রায়েলীয়দের পাপ ও কপটতা প্রকাশ করে দিয়েছিলেন
ইস্রায়েলীয়রা মন্দিরকে এক রক্ষাকবচ বলে মনে করেছিল, যেটা তাদের সুরক্ষা করবে
যিহোবা জানিয়ে দিয়েছিলেন, রীতিগতভাবে করা বিভিন্ন উৎসর্গ মন্দ আচরণের ক্ষতিপূরণ করে না
বিবেচনা করুন: কীভাবে আমি নিশ্চিত করতে পারি যে, আমি নিয়মরক্ষার খাতিরে নয় বরং যিহোবার ইচ্ছার সঙ্গে মিল রেখে তাঁর উপাসনা করি?
যিরমিয় যিহোবার গৃহের দ্বারে দাঁড়িয়ে আছেন