ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯২ ১/১ পৃষ্ঠা ১৩-১৭
  • যিহোবার স্বর্গীয় রথের সাথে তাল রেখে চলুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার স্বর্গীয় রথের সাথে তাল রেখে চলুন
  • ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অর্পিত কর্মভার গ্রহণ ও পূর্ণ করা
  • ঈশ্বরের বাক্য হৃদয়ে নেওয়া
  • উদাসিনতার কারণে বিচলিত না হওয়া
  • তাল রাখার জন্য আনুপ্রানিত
  • তাল বজায় রেখে চলুন
  • যিহোবার স্বর্গীয় রথ এগিয়ে চলিতেছে
    ১৯৯১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার সাহায্যে আমরা ভালোভাবে প্রচার করতে পারি!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • যিহিষ্কেল বইয়ের প্রথম বিভাগের প্রধান বিষয়গুলো
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহিষ্কেল বইয়ের দ্বিতীয় বিভাগের প্রধান বিষয়গুলো
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯২ ১/১ পৃষ্ঠা ১৩-১৭

যিহোবার স্বর্গীয় রথের সাথে তাল রেখে চলুন

“তুমি তাহাদের কাছে আমার বাক্য সকল বলিও তাহারা শুনুক বা না শুনুক।”—যিহিষ্কেল ২:৭.

১, ২. কি রাজকীয় বাহন যিহিষ্কেল দেখতে পান, এবং তাকে কি বলা হয়?

যিহোবার স্বর্গীয় রথ এখন তার সেবকদের সামনে দাঁড়িয়ে। তাদের বিশ্বাসের চোখ দিয়ে, তারা তাদের সর্ব্বভৌম কর্ত্তার এই রাজকীয় বাহন দেখতে পান। ইহা সত্যই গৌরবময়, ভক্তিসঞ্চারক, রাজোচিত।

২ এই একই রাজকীয় রথ ২,৬০০ বৎসর পূর্ব্বে ঈশ্বরের ভাববাদী যিহিষ্কেলের কাছে উপস্থিত হয়। এই রাজ-আসনধারী রথ—ঈশ্বরের স্বর্গীয় সংগঠন যা হল আত্মিক প্রাণীদের দ্বারা গঠিত—যিহোবা এই নাটকীয় আজ্ঞা যিহিষ্কেলকে দেন: “সেই সন্তানগণ দৃঢ়মুখ ও কঠিনচিত্ত—আমি তাহাদের নিকটে তোমাকে প্রেরণ করিতেছি; তুমি তাহাদিগকে বলিও, ‘প্রভু যিহোবা এই কথা কহেন।’ আর তাহারা শুনুক বা না শুনুক—তাহারা ত বিদ্রোহীকুল—তথাপি জানিতে পাইবে, তাহাদের মধ্যে একজন ভাববাদী উপস্থিত হইল।”—যিহিষ্কেল ২:৪, ৫ (NW).

৩. যিহিষ্কেলের বর্ত্তমান দিনের প্রতিরূপ কারা?

৩ যিহিষ্কেল দৃঢ়তার সাথে তাকে দত্ত কর্মভার সম্পন্ন করেন, ঐশিক হাতে একক অস্ত্র রূপে কাজ করেন। একই ভাবে, ঈশ্বরের অধীনে আজ একটিই সংগঠন অস্ত্র রূপে কাজ করছে। সেই যিহিষ্কেল শ্রেণী, মনোনীত অবশিষ্টাংশ, তারা এই শেষ সাক্ষ্য দেবার কাজে সর্বাগ্রে রয়েছে, তাদের সাথে “বিরাট জনতা” যারা “অপর মেষের” অংশ তারা তাদের সমর্থন করে যাচ্ছে। (প্রকাশিত বাক্য ৭:৯, ১০; যোহন ১০:১৬) একত্রে তারা “এক পাল,” যাদের তাদের উত্তম মেষপালক, যীশু খ্রীষ্ট, পরিচালনা করছেন সর্ব্বভৌম রথচালক, যিহোবা ঈশ্বরের অধীনে।

৪, ৫. যিহোবার দৃব্যত সংগঠন কিভাবে অস্তিত্বে আসে, এবং যিশাইয় ৬০:২২এর সাথে মিল রেখে তা কি অভিজ্ঞতা করেছে?

৪ যিহোবার পরিচালনার অধীনে, এই বিশ্বব্যাপী সংগঠন এক ক্ষুদ্র আরম্ভ থেকে এক জোরাল ঘোষণাকারী সংস্থায় পরিণত হয়েছে যা ঘোষণা করে “ঈশ্বরকে ভয় কর, ও তাঁহাকে গৌরব প্রদান কর, কেননা তাঁহার বিচার-সময় উপস্থিত।” (প্রকাশিত বাক্য ১৪:৭) যেমন যিহিষ্কেল নিজেকে মনোনীত করেননি একজন ভাববাদীরূপে, সেইভাবে ঈশ্বরের দৃব্যত সংগঠন নিজেকে তৈয়ারী বা সৃষ্টি করেনি। ইহা মানুষের কোন ইচ্ছা বা চেষ্টা হেতু হয়নি। সেই ঐশ্বরিক রথচালক এই সংগঠনকে অস্তিত্বে নিয়ে এসেছেন। ঈশ্বরের আত্মার দ্বারা ও তার পবিত্র দূতদের দ্বারা ইহা সর্মথিত, যিহোবার লোকেরা এমন নাটকীয় বৃদ্ধি উপলব্ধি করেছে ‘যে ছোট, সে বলবান্‌ জাতি হইয়া উঠেছে।’—যিশাইয় ৬০:২২.

৫ প্রায় ৪,০০০,০০০এর উপরে যিহোবার সাক্ষীরা ২১২টি দেশে রাজ্যের প্রচার কাজ করছে। তারা একতাবদ্ধ হয়েছে প্রায় ৬৩,০০০এর উপরে মণ্ডলীতে যেগুলি ভাগ করা হয়েছে সারকিট ও ডিসট্রিক্টে। বৃহৎ আকারে শাখা অফিস ও ছাপাখানাগুলি কাজ করছে গভার্নিং বডির পরিচালনায় যেগুলি প্রধান শাখা অফিসের শাখা। তারা যেন এক ব্যক্তি, সকলে এগিয়ে চলেছে, সুসমাচার প্রচার করছে, তাদের শিক্ষা দিচ্ছে যারা শুনবে, এবং উপাসনার জায়গাগুলি তৈয়ারি করছে। হাঁ, যিহোবার দৃব্যত সংগঠন সেই স্বর্গীয় রথের সাথে তাল রেখে চলেছে।

৬. যিহোবার দৃব্যত সংগঠনের সাথে তাল রাখার অর্থ কি?

৬ আপনি যদি একজন যিহোবার সাক্ষী হন তবে কি আপনি ঈশ্বরের দৃব্যত সংগঠনের সাথে তাল রেখে চলেছেন? ইহা করার অর্থ কেবল যে সভায় যোগ দেওয়া ও প্রচারে সময় ব্যয় করা তাহা নয়। মুখ্যত, তাল রাখার অর্থ হচ্ছে উন্নতি করা ও আত্মিকভাবে গড়ে ওঠা। এর অর্থ হচ্ছে নিশ্চিত দৃষ্টিকোণ রাখা, সঠিক বিষয়গুলিকে প্রথম স্থান দেওয়া, ও বর্তমান দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত থাকা। আমরা যদি যিহোবার স্বর্গীয় রথের সাথে তাল রেখে চলি, তবে আমাদের জীবনকে সেই সংবাদের সাথে সামঞ্জস্যে রেখে চালাব।

৭. যিহিষ্কেলের আচরণ ঈশ্বরের ভাববাদীরূপে বিবেচনা করা কেন দরকার?

৭ তাল রাখার ব্যাপারে, বর্তমান দিনের যিহোবার সেবকেরা যিহিষ্কেলের উদাহরণ থেকে শিখতে পারে। যদিও যিহোবার মাধ্যমে তাকে বিশেষভাবে মনোনীত করা হয়েছিল ভাববাদী রূপে, তবুও যিহিষ্কেলের অনুভূতি, উদ্বেগ, ও চাহিদা ছিল। উদাহরণস্বরূপ, একজন যুবক বিবাহিত ব্যক্তি হিসাবে তাকে তার স্ত্রী হারানোর শোক সহ্য করতে হয়। তবু, সে যিহোবার ভাববাদীরূপে তার যে দায়িত্ব তা তার দৃষ্টি থেকে দূরে যেতে দেয়নি। যিহিষ্কেল নিজেকে অন্য ক্ষেত্রে কিভাবে পরিচালনা করেন তা বিবেচনা করে, আমরা নিজেদের দৃঢ় করতে পারি যে কি ভাবে আমাদের তাল যিহোবার দৃব্যত সংগঠনের সাথে রাখতে পারি। তা আমাদের সাহায্য করবে যিহোবার অদৃব্য সংগঠনের সাথে তাল রাখার জন্য।

অর্পিত কর্মভার গ্রহণ ও পূর্ণ করা

৮. তাকে যে কাজ দেওয়া হয়েছিল যিহিষ্কেল সেই ব্যাপারে কি উদাহরণ রাখেন?

৮ যিহিষ্কেল তার কর্মভার গ্রহণ ও তা পূর্ণ করার ব্যাপারে উত্তম উদাহরণ রাখেন। যাহাহোক, বাধ্যতা এবং সাহসের প্রয়োজন ছিল এই কাজ করার জন্য, কারণ আমরা পাড়ি: “হে মনুষ্য-সন্তান, তুমি তাহাদের হইতে ভীত হইও না, তাহাদের বাক্য হইতেও ভীত হইও না; ব্যাকুল ও কন্টক তোমার নিকটে আছে বটে, এবং তুমি বৃশ্চিকের মধ্যে বাস করিতেছ, তথাপি তাহাদের বাক্যে ভয় করিওনা, ও তাহাদের মুখ দেখিয়া উদ্বিগ্‌ন হইও না, তাহারা ত বিদ্রোহীকুল। তুমি তাহাদের কাছে আমার বাক্য সকল বলিও, তাহারা শুনুক বা না শুনুক; তাহারা ত অত্যন্ত বিদ্রোহী। হে মনুষ্যসন্তান আমি তোমাকে যাহা বলি, তুমি শুন; তুমি সেই বিদ্রোহী কুলের ন্যায় বিদ্রোহী হইও না।”—যিহিষ্কেল ২:৬-৮.

৯. কেবল কি করার মাধ্যমে যিহিষ্কেল রক্তের দায় থেকে মুক্ত থাকতে পারত?

৯ যিহিষ্কেল ভীত বা কোন অজুহাত দেখাননি, যাকে তার কাজ করার জন্য বার বার খোঁচা দিতে হয়েছে। সে কেবল রক্তের দোষ থেকে তখনই মুক্ত থাকবে যদি সে খোলাখুলিভাবে এবং স্বেচ্ছায় যিহোবার বাক্যের বিষয় বলে। যিহিষ্কেলকে বলা হয়: “কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে সে যদি আপন দুষ্টতা ও কুপথ হইতে না ফিরে, তবে সে নিজ অপরাধে মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে।”—যিহিষ্কেল ৩:১৯.

১০. যিহিষ্কেল শ্রেণী কি করে ঠিক সেই ভাববাদীর মত প্রমাণিত হয়েছে?

১০ যেমন যিহিষ্কেলের ক্ষেত্রে, তেমনভাবে যিহিষ্কেল শ্রেণী তাদের ঈশ্বর-দত্ত কর্মভার গ্রহণ ও তাহা পূর্ণ করছে। যদি আমরা যিহোবার সাক্ষী হই, আমাদের মনে রাখতে হবে যে আমাদের ও অন্যদের জীবন নির্ভর করছে আমাদের বাধ্যতার উপরে। (১ তীমথিয় ৪:১৫, ১৬) প্রত্যেক সাক্ষীকে যিহোবার সংগঠনের সাথে তাল রেখে চলতে হবে। ঈশ্বর আমাদের তাঁর রথের সাথে বেঁধে নিয়ে টানবেন না। অজুহাত ও যে হৃদয় বিভক্ত তাহা রথের চালককে হেয় করে। তাই যিহোবার দৃব্যত সংগঠন আমাদের উপদেশ দেয় যেন আমরা ঐশিক আগ্রহগুলিকে আমাদের জীবনে কেন্দ্রবিন্দু করি। ক্রমাগতভাবে এই উপদেশগুলির প্রতি সাড়া দিয়ে আমরা ঈশ্বরের সংগঠনের সাথে তাল রেখে চলি ও তা আমাদের ঐশিক সেবাকে যান্ত্রীক, বা তালিকা অনুযায়ী কাজ করার উপরে তোলে। অবব্যই, যিহোবার লোকেরা সম্প্রদায় হিসাবে এই অসাধারণ ভক্তি দেখায়। আমাদের ব্যক্তিগত রূপে তাল বজায় রাখতে হবে।

ঈশ্বরের বাক্য হৃদয়ে নেওয়া

১১. ঈশ্বরের বাক্য সম্বন্ধে যিহিষ্কেল কি উদাহরণ স্থাপন করেন?

১১ যিহিষ্কেল উত্তম উদাহরণ স্থাপন করেন ঈশ্বরের বাক্য হৃদয়ে গ্রহণ করে। আজ্ঞা অনুসারে, সেঈশ্বর-দত্ত যে জড়ান পুস্তক, তাহা ভক্ষন করে। “আর তাহা আমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিল,” যিহিষ্কেল বলেন। যদিও সেই জড়ান পুস্তকখানিতে “বিলাপ, খেদোক্তি ও সন্তাপের” কথায় পরিপূর্ণ ছিল, ইহা যিহিষ্কেলের জন্য মিষ্ট কারণ তিনি যিহোবাকে প্রতিনিধিত্ব করার সুযোগ উপলব্ধি করেন। সেই ভাববাদীর কাছে ঈশ্বর-দত্ত কাজ সম্পন্ন করা এক মিষ্ট অনুভূতিদায়ক ছিল। ঈশ্বর তাকে বলেন: “হে মনুষ্যসন্তান, আমি তোমাকে যাহা যাহা বলি, সেই সমস্ত বাক্য তুমি অন্তঃকরণে গ্রহণ কর, কর্ণ দিয়া শুন।” (যিহিষ্কেল ২:৯–৩:৩, ১০) ওই দর্শনগুলি যিহিষ্কেলকে অবিহিত করে ঈশ্বর তাকে কিসে অংশ নিতে দেবেন এবং তার সাথে যিহোবার যে সম্পর্ক তা সুদৃঢ় হয়।

১২. যিহিষ্কেল তার দুই দশকের উপর যে ভাববাদীর কাজ করেন তাতে কি করেন?

১২ যিহিষ্কেলকে বিভিন্ন উদ্দেশ্যে ও শ্রোতাদের জন্য সংবাদ এবং দর্শন দেওয়া হয়। তাকে এইগুলি শুনতে হবে মনোযোগ সহকারে এবং তারপর সেগুলিকে বলতে ও করে দেখাতে হবে যেমন বলা হয়েছে ঠিক সেইভাবে। নতুন তথ্য ও প্রনালী তার কাছে ব্যক্ত করা হয় ধীরে ধীরে তার ২২ বৎসরের ভাববাদীরূপে সেবার সময়কালে। অনেক সময় যিহিষ্কেল বিশেষ কোন কথার সংবাদ বলেন অন্য সময়, তিনি ভঙ্গিমায় দেখান, যেমন তিনি ইটের সামনে ঘুমান যা চিত্রিত করে যিরূশালেমকে। (যিহিষ্কেল ৪:১-৮) তার ব্যক্তিগত জীবনের নমুনাগুলি, যেমন তার স্ত্রীর মৃত্যুর প্রতি প্রতিক্রিয়া, একটি সংবাদ বহন করে। (যিহিষ্কেল ২৪:১৫-১৯) তাকে সব সময় বর্তমানে থাকতে হত, সব সময় সঠিক সংবাদ সঠিক কাজ সঠিক সময় করতে হত। যিহিষ্কেল খুব নিকট এবং উন্নতিসাধক এক সম্বন্ধে যিহোবার সাথে যুক্ত ছিলেন।

১৩. আমরা যিহোবার সাথে কি করে নিকট সম্পর্ক গড়তে পারি?

১৩ ঠিক সেইভাবে, যিহোবার সাথে এক নিকট সম্বন্ধ গড়তে তার সহকর্মকারী হিসাবে, আমাদের ঈশ্বরের বাক্যকে হৃদয়ে গ্রহণ করতে হবে। (১ করিন্থীয় ৩:৯) ঈশ্বরের দৃব্যত সংগঠনের সাথে তাল রাখার অর্থ হচ্ছে যে আমরা যে আত্মিক খাদ্য দেওয়া হচ্ছে সঠিক সময় তার সাথে তাল রাখি। (মথি ২৪:৪৫-৪৭) “বিশুদ্ধ ওষ্ঠ” ক্রমাগত ভাবে বৃদ্ধি পাচ্ছে। (সফনিয় ৩:৯) কেবলমাত্র যদি আমরা সময়ের-সাথে-তাল রাখি তাহলে আমরা বাধ্যতার সাথে সেই রথ চালকের পরিচালনায় সাড়া দিতে পারব।

১৪, ১৫. কি তালিকা অনুধাবন করা প্রয়োজন যাতে ঈশ্বরের সংগঠনের সাথে তাল রেখে চলা যায়?

১৪ এই দিকে পরিচালিত হবার জন্য, আমাদের নিয়মিত প্রার্থনার তালিকা প্রয়োজন, ব্যক্তিগত অধ্যয়ন, এবং পবিত্র যে সুসমাচার প্রচার কার্য্যে অংশ নেওয়া প্রয়োজন। (রোমীয় ১৫:১৬) স্মরণে থাকতে পারে যিহিষ্কেলের সেই জড়ান পুস্তক ভক্ষন করেন যার মধ্যে ঈশ্বরের সংবাদ ছিল। যিহিষ্কেল সেই জড়ান পুস্তকের সবটাই খান, কিছুটা নয়। তিনি বেছে সেই অংশগুলি নেননি যেগুলি তার পছন্দ ছিল ব্যক্তিগত ভাবে। একইভাবে, আমাদের ব্যক্তিগত অধ্যয়নে যখন আমরা বাইবেল ও অন্যান্য খ্রীষ্টীয় সাহিত্যাদি পড়ি তখন যেন নিয়ন্ত্রন রাখি আত্মিক খাদ্যের ধারাবাহিকতার উপরে, যা আত্মিক খাদ্য সেই মেজে দেওয়া হয়েছে তার সব গ্রহণ করি, যার মধ্যে গভীর সত্যগুলিও যুক্ত।

১৫ আমরা কি প্রার্থনাপূর্ব্বক কঠিন খাদ্যগুলি বোঝার চেষ্টা করি? তাল রাখার অর্থ হচ্ছে যে আমাদের জ্ঞান যেন প্রাথমিক পর্য্যায়ের উপরে যায়, কারণ আমরা পড়ি: “কেননা যে দুগ্ধপোষ্য, সে ত ধার্ম্মিকতার বাক্যে অভ্যস্ত নয়; কারণ সে শিশু। কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধবয়স্কদেরই জন্য, যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সদসৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে।” (ইব্রীয় ৫:১৩, ১৪) হাঁ, আত্মিক দিক দিয়ে প্রগতি করা ঈশ্বরের সংগঠনের সাথে তাল রাখার এক অঙ্গস্বরূপ।

উদাসিনতার কারণে বিচলিত না হওয়া

১৬, ১৭. যিহিষ্কেল উদাসিনতা, ঠাট্টা, ও সাড়া পাওয়ার অভাবের প্রতি কিরূপে লোকাবিলা করেন?

১৬ যিহিষ্কেল উত্তম উদাহরণ স্থাপন করেন বাধ্য হয়ে ও নিজেকে উদাসিনতা ও ঠাট্টার দ্বারা বিচলিত হতে না দিয়ে। একইভাবে, আমরা যখন বিশুদ্ধ ওষ্ঠের বিকাশের যে তাল তার সাথে তাল রাখি, আমরা যে চালনা সেই রথের চালকের কাছ থেকে আসছে তার সাথে সামঞ্জস্য রাখি। তাই আমরা প্রস্তুত থাকি তাঁর আজ্ঞাগুলির প্রতি সাড়া দেবার জন্য, শক্তি প্রাপ্ত হই বিচলিত না হতে তাদের উদাসিনতা ও ঠাট্টার দ্বারা যাদের কাছে আমরা যিহোবার বিচার আজ্ঞা সকল প্রচার করি। যেমন যিহিষ্কেলের সাথে, ঈশ্বর আমাদের সতর্ক করেন যে কিছু লোক সক্রিয়ভাবে আমাদের বিপক্ষতা করবে, কারণ তারা শক্তগ্রীব ও কঠিন হৃদয় যুক্ত। অন্যরা শুনবে না কারণ তারা যিহোবার কথা শুনতে চায়না। (যিহিষ্কেল ৩:৭-৯) অন্যরা যারা কপট, যেমন যিহিষ্কেল ৩৩:৩১, ৩২ বলে: “আর প্রজালোক যেমন আইসে, তেমনি তাহারা তোমার কাছে আইসে, আমার প্রজা বলিয়া তোমার সম্মুখে বসে, ও তোমার বাক্য সকল শুনে, কিন্তু তাহা পালন করে না; কেননা মুখে তাহারা বিলক্ষন প্রেম দেখায়, কিন্তু তাহাদের চিত্ত তাহাদের লোভের দিকে নিয়ে যায়। আর দেখ, তাহাদের নিকটে তুমি মধুর স্বরবিশিষ্ট নিপুণ বাদ্যকরের সুচারু সঙ্গীতস্বরূপ; তাহারা তোমার বাক্য শুনে, কিন্তু পালন করে না।”

১৭ এর ফল কি হবে? ৩৩ পদ যোগ দেয়: “ইহার সিদ্ধি যখন আসিবে—দেখ, আসিতেছে—তখন তাহারা জানিবে যে, তাহাদের মধ্যে এক জন ভাববাদী রহিয়াছে।” এই কথাগুলি প্রকাশ করে যে যিহিষ্কেল সাড়া পাওয়ার অভাব প্রযুক্ত হাল ছেড়ে দেয়নি। অন্যদের উদাসিনতা তাকে উদাসীন করে দেয়নি। লোকে শুনুক বা না শুনুক, সে ঈশ্বরের বাধ্য হয় ও তাকে দত্ত কাজ পূর্ণ করে।

১৮. কি প্রশ্ন আপনি নিজেকে জিজ্ঞাসা করতে পারেন?

১৮ যিহোবার দৃব্যত সংগঠন এখন সেই ঘোষণা যে সকলে যেন ঈশ্বরকে ভয় করে ও মহিমা দেয় তা আরও জোরদার করছে। আপনি সহ্য করার ক্ষমতা কি প্রদর্শন করেন যখন আপনাকে উপহাস করা হয় রাজ্যের সাক্ষ্য দৃঢ়তার সাথে দেওয়ার কারণে, এবং আপনার জীবন-ধারায় নৈতিক মান বজায় রাখার জন্য? আপনি কি দৃঢ়ভাবে দাঁড়ান যখন আপনাকে লক্ষ্যবস্তু করা হয় রক্ত গ্রহণ করবেন না বলে, জাতীয় চিহ্নকে উপাসনা না করার দরুণ, এবং জাগতিক ছুটি উদ্যাপন না করার জন্য?—মথি ৫:১১, ১২; ১ পিতর ৪:৪, ৫.

১৯. পরিচালনার ক্ষেত্রে আমরা কি করব, যদি যিহোবার স্বর্গীয় রথের সাথে তাল রাখতে চাই?

১৯ এই পথ খুব সহজ নয়, কিন্তু যে শেষ পর্য্যন্ত বিশ্বস্ত থাকবে সে রক্ষা পাবে। (মথি ২৪:১৩) যিহোবার সাহায্যে, আমরা জগতের লোকদের তাদের মত আমাদের করতে দেব না এবং আমাদের যিহোবার যে ঐশিক রথ তার তাল থেকে সরিয়ে নিতে দেব না। (যিহিষ্কেল ২:৮; রোমীয় ১২:২১) যদি আমরা সেই দূতেদের দ্বারা পরিচালিত সংগঠনরূপ রথের সাথে তাল রাখতে চাই, তাহলে আমরা ঈশ্বরের দৃব্যত যে মণ্ডলী তার সব পরিচালনা সত্বর মেনে নেব। যিহোবা আমাদের বিশ্বাসের উপর যে আঘাতগুলি আসে তার জন্য যা প্রয়োজন তা দিয়ে থাকেন, যাতে আমরা জীবনের বাক্যের উপর দৃঢ়মুষ্টি রাখতে পারি, এবং আমাদের চোখকে আত্মিক যে বাস্তবতা আছে তার উপর কেন্দ্রিভূত করতে পারি যা রাজকীয় স্বর্গীয় রথের চালকের উপর নিবদ্ধ।

তাল রাখার জন্য আনুপ্রানিত

২০. কি বিষয়গুলি যিহিষ্কেল লিখে রেখেছেন যা আমাদের পরিচালিত করবে তাল বজায় রাখতে?

২০ যিহিষ্কেলের দর্শন আমাদের তাল রাখতে অনুপ্রানিত করে। সে কেবল ইস্রায়েলের উপর ঈশ্বরের বিচার ঘোষণা করেনি কিন্তু পুনঃস্থাপনের ভবিষ্যত্বাণীও করে। যিহিষ্কেল তার দিকে ইঙ্গিত করে যার বৈধ অধিকার আছে যিহোবার সিংহাসনে বসে রাজত্ব করার নিরুপিত সময়ে। (যিহিষ্কেল ২১:২৭) সেই রাজকীয় দাস, “দায়ূদ” ঈশ্বরের লোকদের পুনঃএকত্র করবে ও মেষপালকের কাজ করবে। (যিহিষ্কেল ৩৪:২৩, ২৪) তাদের উপরে গোগ ও মাগোগ আক্রমণ করবে, কিন্তু ঈশ্বর তাদের রক্ষা করবেন, এবং তার বিপক্ষকারীরা জানতে বাধ্য হবে ‘যিহোবাকে’ যখন তারা ধ্বংসে যাবে। (যিহিষ্কেল ৩৮:৮-১২; ৩৯:৪, ৭) তারপর ঈশ্বরের দাসেরা অন্তহীন জীবন উপভোগ করবে এমন এক বিশুদ্ধ উপাসনায় যার সাথে যুক্ত আত্মিক মন্দির। তার প্রাঙ্গন থেকে যে জীবন জলধারা বয়ে আসবে তা হবে আরোগ্য পাওয়ার ও পুষ্টির উৎস, ও এক দেশ তাদের আশীর্বাদের অংশ হবে।—যিহিষ্কেল ৪০:২; ৪৭:৯, ১২, ২১.

২১. কেন যিহোবার বর্ত্তমান দিনের সাক্ষীদের ভূমিকা যিহিষ্কেলের থেকে মহৎ?

২১ কি রোমাঞ্চিত না যিহিষ্কেল হয়েছিলেন এই ভাববানীগুলি লিপিবদ্ধ করার দ্বারা! তবুও, যিহোবার বর্ত্তমান দিনের সেবকদের অংশ আরও বেশী মহৎ। আমরা সেই সময় বাস করছি যখন সেই ভাববাণীর অনেক কিছু পূর্ণ হচ্ছে। বাস্তব পক্ষে, আমরা এর কিছু পূর্ণতায় সক্রিয় অংশ নিচ্ছি। যে ভাবে আমরা জীবন ধারণ করি, তার দ্বারা আমরা ব্যক্তিগত রূপে কি বিশ্বাস দেখাই যে যীশু এখন রাজত্ব করছেন যার সেই অধিকার আছে? আমরা কি ব্যক্তিগতভাবে নিশ্চিত যে যিহোবা নিজেকে গৌরবান্বিত করবেন এবং তাদেরকে রক্ষা করবেন নতুন পরিস্থিতিতে যারা তার সংগঠনের সাথে তাল রেখে চলেছে? (২ পিতর ৩:১৩) এইরূপ বিশ্বাস, যার সাথে যুক্ত হবে কাজ ও বিশ্বাস, প্রদর্শন করে সত্যই আমরা যিহোবার স্বর্গীয় রথের সাথে তাল রেখে চলেছি।

তাল বজায় রেখে চলুন

২২. কি করা যেতে পারে যাতে আমরা চিত্তবিক্ষেপ রোধ করতে পারি যাতে আত্মিক দৃষ্টি পরিষ্কার রাখতে পারি?

২২ আমরা ‘লাঙ্গলে হাত দিয়ে,’ যেন পেছনে ফিরে না তাকাই স্পৃহার সাথে সেই জিনিসগুলির প্রতি যা এই জগত আমাদের দিতে চায়। (লূক ৯:৬২; ১৭:৩২; তীত ২:১১-১৩) তাই এই জগতে ধনসম্পদ সঞ্চয় করার অভিপ্রায় যেন আমরা দমন করি, চোখকে সরল রাখি, যার কেন্দ্রবিন্দু হবে রাজ্য। (মথি ৬:১৯-২২, ৩৩) আমাদের জীবনকে সরল করে, আমাদের তুচ্ছ ভারগুলিকে ত্যাগ করে, তা আমাদের সাহায্য করবে যিহোবার সংগঠনের সাথে তাল মিলিয়ে চলতে। (ইব্রীয় ১২:১-৩) চিত্তবিক্ষেপ আমাদের দৃষ্টিকে ক্ষীন করতে পারে সেই স্বর্গীয় রথ ও তার চালককে দেখার ব্যপারে। কিন্তু তাঁর সাহায্যে, আমরা আত্মিক দিক দিয়ে পরিষ্কার দৃষ্টিকোন রাখতে পারি, যেমন যিহিষ্কেল রেখেছিলেন।

২৩. বিশ্বস্ত সাক্ষীদের কি করা দরকার নতুনদের জন্য?

২৩ যিহোবার সাক্ষী হিসাবে আমাদের দয়িত্বের মধ্যে আছে নতুনদের সাহায্য করা ঈশ্বরের স্বর্গীয় রথের সাথে তাল রাখতে। ১৯৯০ সালে প্রায় ১০,০০০,০০০ যীশু খ্রীষ্টের স্মরনার্থক ভোজে যোগ দেয়। যদিও এই ব্যক্তিরা কিছু খ্রীষ্টীয় সভায় যোগ দেয়, তাদের বুঝতে হবে কেন যিহোবার দৃব্যত যে সংগঠন তার সাথে আগান প্রয়োজন। বিশ্বস্ত সাক্ষী হিসাবে, আমরা তাদের যে আত্মা প্রদর্শন করি ও উৎসাহ দিই তার মাধ্যমে সাহায্য করতে পারি।

২৪. এই চূড়ান্ত সময় আমাদের কি করা দরকার?

২৪ আমরা চূড়ান্ত সময় বাস করছি। বিশ্বাসের চোখে, আমরা দেখেছি যে স্বর্গীয় রথ আমাদের সামনে রয়েছে। যিনি আইনসঙ্গত চালক রথের তিনি তাঁর দৃব্যত সংগঠনকে দায়িত্ত্ব দিয়েছেন যেন সব জাতির কাছে প্রচার করা হয়, যাতে শেষে, সকলে জানতে পারে যিহোবা কে। (যিহিষ্কেল ৩৯:৭) এই যে সুযোগ দেওয়া হয়েছে যাতে তাঁর নামের সর্ব্বভৌমত্ব ও গৌরবের জন্য আমরা অংশ নিই, আসুন আমরা তা করি যিহোবার স্বর্গীয় রথের সাথে তাল রেখে। (w91 3⁄15)

আপনি কি ভাবে উত্তর দেবেন?

◻ যিহিষ্কেল কি উদাহরণ স্থাপন করেন তাকে দত্ত কাজ সম্বন্ধে?

◻ ঈশ্বরের সংগঠনের সাথে তাল রেখে চলার অর্থ কি?

◻ যিহিষ্কেল যিহোবার বাক্যকে কিভাবে দেখেন?

◻ আমরা উদাসিনতার মোকাবিলা করতে কি করে যিহিষ্কেলের উদাহরণ অনুকরণ করতে পারি?

◻ কি যিহোবার সেবকদের পরিচালিত করবে স্বর্গীয় রথের সাথে তাল রেখে চলতে?

[Pictures on page 14]

যিহোবার স্বর্গীয় রথের সাথে তাল রাখার জন্য কিসের প্রয়োজন?

[Pictures on page 15]

যিহিষ্কেল তার ঈশ্বর-দত্ত সুযোগ উপলব্ধি করেছিলেন। আপনি কি করেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার