খ্রিস্টীয় জীবনযাপন
খ্রিস্টের মতো নম্র ও বিনয়ী মনোভাব দেখান
যদিও যিশু সর্বকালের সর্বমহান পুরুষ ছিলেন, কিন্তু তিনি যিহোবাকে গৌরবান্বিত করার মাধ্যমে নম্র ও বিনয়ী মনোভাব দেখিয়েছিলেন। (যোহন ৭:১৬-১৮) অন্যদিকে, যে-দুষ্ট স্বর্গদূত শয়তান হিসেবে পরিচিত হয়ে উঠেছিল, সে ছিল একজন দিয়াবল, যেটার অর্থ “অপবাদক।” (যোহন ৮:৪৪) শয়তানের মনোভাব ফরীশীদের দ্বারা প্রকাশিত হয়েছে, যারা অহংকারের কারণে, মশীহের প্রতি বিশ্বাস দেখিয়েছিল এমন যেকোনো ব্যক্তিকে নীচু চোখে দেখত। (যোহন ৭:৪৫-৪৯) আমরা যখন মণ্ডলীতে বিশেষ সুযোগ বা দায়িত্ব পাই, তখন আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?
“আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ”—ঈর্ষা এবং বড়াই করা এড়িয়ে চলুন, ভাগ ১ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই বিষয়টা আলোচনা করুন:
কীভাবে আ্যলেক্স অহংকারী মনোভাব দেখিয়েছিলেন?
“আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ”—ঈর্ষা এবং বড়াই করা এড়িয়ে চলুন, ভাগ ২ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই বিষয়টা আলোচনা করুন:
কীভাবে আ্যলেক্স নম্র মনোভাব দেখিয়েছিলেন?
আ্যলেক্স কীভাবে বিল ও কার্লকে উৎসাহিত করেছিলেন?
“আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ”—গর্ব এবং অনুপযুক্ত আচরণ এড়িয়ে চলুন, ভাগ ১ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই বিষয়টা আলোচনা করুন:
কীভাবে ভাই হ্যারিস বিনয়ী মনোভাব দেখাতে ব্যর্থ হয়েছিলেন?
“আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ”—গর্ব এবং অনুপযুক্ত আচরণ এড়িয়ে চলুন, ভাগ ২ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই বিষয়টা আলোচনা করুন:
কীভাবে ভাই হ্যারিস বিনয়ী মনোভাব দেখিয়েছিলেন?
ভাই হ্যারিসের উদাহরণ থেকে লিলি কী শিখতে পেরেছিলেন?