পাঠ ১৪
কেন ঈশ্বরের একটা সংগঠন রয়েছে?
১. কেন ঈশ্বর প্রাচীন ইস্রায়েলকে সংগঠিত করেছিলেন?
ঈশ্বর কুলপতি অব্রাহামের বংশধরদের একটা জাতি হিসেবে সংগঠিত করেছিলেন এবং তাদেরকে বিভিন্ন আইন দিয়েছিলেন। তিনি সেই জাতিকে ‘ইস্রায়েল’ নামে আখ্যায়িত করেছিলেন এবং সত্য উপাসনা ও তাঁর বাক্যের সমর্থক করে তুলেছিলেন। (গীতসংহিতা ১৪৭:১৯, ২০) তাই, সমস্ত জাতির লোক ইস্রায়েলের কাছ থেকে উপকার পেতে পারত।—পড়ুন, আদিপুস্তক ২২:১৮.
ঈশ্বর ইস্রায়েলীয়দেরকে তাঁর সাক্ষি হওয়ার জন্য বেছে নিয়েছিলেন। তাদের প্রাচীন ইতিহাস দেখায় যে, ঈশ্বরের আইনগুলো পালন করার মাধ্যমে কীভাবে লোকেরা উপকার লাভ করতে পারে। (দ্বিতীয় বিবরণ ৪:৬) এভাবে, ইস্রায়েলীয়দের মাধ্যমে অন্যেরা সত্য ঈশ্বরকে জানতে পারত।—পড়ুন, যিশাইয় ৪৩:১০, ১২.
২. কেন সত্য খ্রিস্টানরা সংগঠিত?
একসময়, ইস্রায়েলীয়রা ঈশ্বরের অনুগ্রহ হারিয়েছিল এবং যিহোবা সেই জাতির পরিবর্তে খ্রিস্টীয় মণ্ডলী স্থাপন করেছিলেন। (মথি ২১:৪৩; ২৩:৩৭, ৩৮) এখন, ইস্রায়েলীয়দের পরিবর্তে সত্য খ্রিস্টানরা যিহোবার সাক্ষি হিসেবে সেবা করছে।—পড়ুন, প্রেরিত ১৫:১৪, ১৭.
যিশু তাঁর অনুসারীদেরকে সমস্ত জাতির লোকেদের কাছে প্রচার করার এবং তাদেরকে শিষ্য করার জন্য সংগঠিত করেছিলেন। (মথি ১০:৭, ১১; ২৪:১৪; ২৮:১৯, ২০) এই কাজ এখন অর্থাৎ বর্তমান বিধিব্যবস্থার শেষের দিকে চূড়ান্ত অবস্থায় পৌঁছাচ্ছে। ইতিহাসে এই প্রথম, যিহোবা সমস্ত জাতি থেকে লক্ষ লক্ষ লোককে সত্য উপাসনায় একতাবদ্ধ করেছেন। (প্রকাশিত বাক্য ৭:৯, ১০) সত্য খ্রিস্টানরা পরস্পরকে উৎসাহিত এবং সাহায্য করার জন্য সংগঠিত। বিশ্বব্যাপী তাদের সভাগুলোতে তারা বাইবেল থেকে প্রাপ্ত নির্দেশনার একই কার্যক্রম উপভোগ করে থাকে।—পড়ুন, ইব্রীয় ১০:২৪, ২৫.
৩. আধুনিক দিনে যিহোবার সাক্ষিদের সংগঠন কীভাবে শুরু হয়েছিল?
১৮৭০-এর দশকে বাইবেল ছাত্রদের একটা ছোট্ট দল দীর্ঘদিন ধরে লুক্কায়িত বাইবেলের সত্য পুনরায় আবিষ্কার করতে শুরু করেছিল। যেহেতু তারা জানতে পেরেছিল যে, যিশু প্রচার করার জন্য খ্রিস্টীয় মণ্ডলী গঠন করেছিলেন, তাই তারাও আন্তর্জাতিকভাবে রাজ্যের প্রচার কাজের অভিযান শুরু করেছিল। ১৯৩১ সালে তারা যিহোবার সাক্ষি নাম ধারণ করেছিল।—পড়ুন, প্রেরিত ১:৮; ২:১, ৪; ৫:৪২.
৪. কীভাবে যিহোবার সাক্ষিরা সংগঠিত হয়েছে?
প্রথম শতাব্দীতে, অনেক জায়গার খ্রিস্টীয় মণ্ডলী সেই কেন্দ্রীয় পরিচালকগোষ্ঠীর কাছ থেকে উপকার লাভ করেছিল, যে-পরিচালকগোষ্ঠী যিশুকে মণ্ডলীর মস্তক হিসেবে স্বীকার করেছিল। (প্রেরিত ১৬:৪, ৫) একইভাবে, বর্তমানেও সারা পৃথিবীর যিহোবার সাক্ষিরা অভিজ্ঞ প্রাচীনদের নিয়ে গঠিত এক পরিচালকগোষ্ঠীর কাছ থেকে উপকার লাভ করে থাকে। এই পরিচালকগোষ্ঠী যিহোবার সাক্ষিদের শাখা অফিসগুলোর দেখাশোনা করে, যে-অফিসগুলোতে ৬০০টারও বেশি ভাষায় বাইবেল অধ্যয়ন সহায়ক অনুবাদের, ছাপানোর এবং বিতরণের কাজ করা হয়। আর এভাবে পরিচালকগোষ্ঠী সারা পৃথিবীতে অবস্থিত ১,০০,০০০রও বেশি মণ্ডলীর জন্য শাস্ত্র থেকে উৎসাহ এবং নির্দেশনা জোগাতে পারে। প্রতিটা মণ্ডলীতে যোগ্য পুরুষরা প্রাচীন অথবা অধ্যক্ষ হিসেবে সেবা করে। এই পুরুষরা প্রেমের সঙ্গে ঈশ্বরের পালের যত্ন নিয়ে থাকে।—পড়ুন, ১ পিতর ৫:২, ৩.
যিহোবার সাক্ষিরা সুসমাচার প্রচার এবং শিষ্য তৈরি করার কাজে সংগঠিত। প্রেরিতদের মতো, আমরাও ঘরে ঘরে প্রচার করি। (প্রেরিত ২০:২০) এ ছাড়া, যারা সত্যকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে, তাদেরকে বাইবেল অধ্যয়ন করার জন্যও আমরা আমন্ত্রণ জানাই। কিন্তু, যিহোবার সাক্ষিরা কেবল একটা সংগঠনই নয়। আমরা এমন একটা পরিবার, যাদের এক প্রেমময় পিতা রয়েছে। আমরা এমন ভাই ও বোন, যারা পরস্পরের যত্ন নিয়ে থাকি। (২ থিষলনীকীয় ১:৩) যেহেতু যিহোবার লোকেরা ঈশ্বরকে খুশি করার এবং অন্যদের সাহায্য করার জন্য সংগঠিত, তাই তারা পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার গড়ে তোলে।—পড়ুন, গীতসংহিতা ৩৩:১২; প্রেরিত ২০:৩৫.