আমাদের পরিচর্যাকে বৃদ্ধি করা
১ প্রেরিত পৌল খ্রিস্টানদের ঈশ্বরের পথে চলতে এবং ‘অধিক উপচিয়া পড়িতে’ পরামর্শ দিয়েছিলেন। (১ থিষল. ৪:১) আমাদের জন্য এর অর্থ কী বোঝায়? একটা বিষয় হল যে, আধ্যাত্মিক কাজকর্মকে আরও বৃদ্ধি করার জন্য আমাদের ক্রমাগতভাবে বিভিন্ন উপায় খোঁজা ও ‘আমাদের পরিচর্য্যা সম্পন্ন করিবার’ জন্য সবসময় যথাসাধ্য চেষ্টা করা উচিত।—২ তীম. ৪:৫.
২ উদ্দেশ্য: আমাদের পরিচর্যাকে বৃদ্ধি করা আমাদের সৃষ্টিকর্তাকে আরও পূর্ণরূপে সেবা করার ইচ্ছা থেকে উদ্ভূত হয়। আমরা আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে চাই ও আমাদের পরিচর্যাকে উন্নত করার জন্য বিভিন্ন উপায় খোঁজার চেষ্টা করি। যথার্থ উদ্দেশ্যসহ এক উত্তম তালিকা আমাদেরকে ঈশতান্ত্রিক লক্ষ্যগুলোতে পৌঁছাতে সাহায্য করবে।—গীত. ১:১, ২; ফিলি. ৪:৬; ইব্রীয় ১০:২৪, ২৫.
৩ আমাদের পরিচর্যা বাড়াতে কাজ করার জন্য, আমাদের দান করার ও আত্মত্যাগের মনোভাব গড়ে তোলা দরকার। যিশুর উত্তম উদাহরণ নিয়ে প্রার্থনাপূর্বক ধ্যান করার দ্বারা এই ধরনের এক মনোভাব গড়ে তোলা যেতে পারে। (মথি ২০:২৮) যিশু তাঁর সমগ্র পরিচর্যায় অন্যদেরকে সেবা করার মাধ্যমে প্রচুর আনন্দ লাভ করেছিলেন। (প্রেরিত ২০:৩৫) লোকেদের প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখিয়ে এবং আমাদের পরিচর্যাকে বৃদ্ধি করার প্রতি সতর্ক থেকে আমরা যিশুকে অনুকরণ করতে পারি।—যিশা. ৬:৮.
৪ বাবামায়ের ভূমিকা: ছোটবেলা থেকেই সন্তানদের মধ্যে অন্যদের সেবা করার ও আমাদের পরিচর্যাকে বৃদ্ধি করার এক ইচ্ছা গেঁথে দেওয়া যেতে পারে। পরিবারের সদস্যদের অধ্যবসায় এবং পরিচর্যা বৃদ্ধি করার ক্ষেত্রে তাদের সক্রিয় অংশগ্রহণ ছোটরা লক্ষ করবে। একজন ভাই তার দাদুর সঙ্গে ঈশতান্ত্রিক প্রকল্পগুলোতে একসঙ্গে কাজ করার ফলে বালক থাকতেই আরও বেশি কাজ করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। তার দাদুর অধ্যবসায় ও আনন্দ দেখা তাকে তার ভাইবোনদেরকে সেবা করার জন্য সুযোগগুলো খুঁজে নিতে অনুপ্রাণিত করেছিল। এখন তিনি একজন পরিচারক দাস।
৫ আরও ভাইদের প্রয়োজন: “যদি কেহ অধ্যক্ষপদের আকাঙ্ক্ষী হন, তবে তিনি উত্তম কার্য্য বাঞ্ছা করেন।” (১ তীম. ৩:১) এই কথাগুলো ভাইদেরকে যিহোবার সংগঠনে পরিচর্যার অতিরিক্ত সুযোগগুলোর জন্য যোগ্য হতে আরও বেশি করার চেষ্টা করতে উৎসাহিত করে। তা করার জন্য বিশেষ দক্ষতা অথবা অসাধারণ সহজাত ক্ষমতাগুলোর দরকার নেই। একজন ভাই, যিনি আরও বেশি করার চেষ্টা করছেন তিনি প্রথমে রাজ্যের বিষয়ে চেষ্টা করবেন ও পরিচর্যায় উদ্যোগের সঙ্গে অংশ নেবেন। (মথি ৬:৩৩; ২ তীম. ৪:৫) তিনি অন্যদের জন্য এক উত্তম উদাহরণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন।
৬ বিশ্বব্যাপী: যিহোবা একত্রীকরণের কাজকে ত্বরান্বিত করছেন। (যিশা. ৬০:২২) যারা যিশুর উদাহরণ অনুসরণ করছে, তাদের সকলের জন্য পরিচর্যায় আরও পূর্ণরূপে কাজ করা খুবই জরুরি। ২০০৬ সালের পরিচর্যা বছরের বিশ্বব্যাপী রিপোর্ট দেখায় যে, ২,৪৮,৩২৭ জন বাপ্তাইজিত হয়েছে। এটা প্রতিদিন গড়ে ৬৮০ জন নতুন ব্যক্তিকে প্রতিনিধিত্ব করে! আমাদের পরিচর্যায় আরও পূর্ণরূপে কাজ করার জন্য আমরা সকলে যেন ক্রমাগত সুযোগগুলো খুঁজে চলি।