ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/৯৯ পৃষ্ঠা ৮
  • আপনার পরিচর্যাকে বাড়ানোর উপায়গুলো

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার পরিচর্যাকে বাড়ানোর উপায়গুলো
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার রাজ্যের পরিচর্যার ধন বাড়িয়ে তুলুন
    ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি আরেকটু বেশি করতে চান?
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি আপনার পরিচর্যা পূর্ণরূপে সম্পন্ন করছেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • নিয়মিত অগ্রগামী পরিচর্যার জন্য আরও ভাইয়েদের প্রয়োজন আছে
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/৯৯ পৃষ্ঠা ৮

আপনার পরিচর্যাকে বাড়ানোর উপায়গুলো

১ প্রায় চল্লিশ বছরেরও বেশি আগে, ১৯৫৫ সালের ১৫ই জানুয়ারির প্রহরীদুর্গ (ইংরেজি)-এ একটা প্রবন্ধ ছাপা হয়েছিল যার নাম ছিল “আপনি কি সত্যিই আপনার সাধ্যমতো করছেন?” এই প্রবন্ধ খুব ভালভাবে বলেছিল যে যিহোবার লোকেরা কীভাবে পরিচর্যায় নিজের থেকে আরও বেশি করার চেষ্টা করতে পারেন যাতে করে তারা তাদের রাজ্যের কাজকে আরও বাড়াতে পারেন। সেই সদুপদেশ আজকে আমাদের জন্যও খাটে, কারণ আমরাও আমাদের পরিচর্যায় আরও বেশি ভাল করার জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করে চলি।

২ পরিচর্যায় আমরা সবাই যতটুকু করি তা আমাদের এই সর্বমহান আজ্ঞার দ্বারা অনুপ্রাণিত হয়ে করা উচিত যেটা বলে: “তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে।” (মার্ক ১২:৩০) তাঁর রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে সুযোগগুলোই পাই না কেন সেগুলোকে পুরোপুরি কাজে লাগিয়ে আমরা যিহোবার প্রতি আমাদের সম্পূর্ণ ভালবাসা দেখাই। আপনার পরিচর্যাকে বাড়ানোর জন্য এই উপায়গুলোর বিষয়ে ভেবে দেখুন।

৩ আপনার দায়িত্বটুকু পালন করুন: উৎসর্গীকৃত ভাইরা পরিচালক দাস ও পরে প্রাচীন হওয়ার জন্য চেষ্টা করতে পারেন। ১৯৯০ সালের প্রহরীদুর্গ (ইংরেজি) ১লা সেপ্টেম্বর সংখ্যার “আপনি কি প্রয়াস করে চলেছেন?” আর “আপনি কি সেবা করার যোগ্য?” প্রবন্ধ দুটো অনেক ভাইদেরকে মণ্ডলীর দায়িত্বগুলো পালন করার জন্য নিজেকে তৈরি করতে উৎসাহিত করেছিল। এই দায়িত্বগুলোর জন্য কীভাবে প্রয়াস করা যায় ও যোগ্য হয়ে ওঠা যায় সে বিষয়ে পরামর্শ পাওয়ার জন্য আপনার মণ্ডলীর প্রাচীনদের সঙ্গে কথা বলুন।

৪ অবিবাহিত প্রাচীন ও পরিচালক দাসেদের মিনিস্টিরিয়াল ট্রেনিং স্কুলে আবেদন করার জন্য গুরুত্বের সঙ্গে চিন্তা করতে উৎসাহিত করা হচ্ছে। এই স্কুল সম্বন্ধে ভালভাবে জানার জন্য ১৯৮৬-১৯৯৫, ১৯৯৬ আর ১৯৯৭ সালের ওয়াচ টাওয়ার পাবলিকেসন ইনডেক্স-এ “মিনিস্টিরিয়াল ট্রেনিং স্কুল” এর নিচে দেওয়া প্রাসঙ্গিক বিষয়গুলো দেখুন। আপনার সামনে যে ‘কার্য্যসাধক বৃহৎ এক দ্বার’ খোলা রয়েছে, তা কি আপনি দেখতে পান? (১ করি. ১৬:৯ক) এই দ্বার দিয়ে প্রবেশ করেছেন এমন অনেক ভাইয়েরা আগে কখনও ভাবতেও পারেননি যে পরিচর্যায় তারা কোন্‌ কোন্‌ সুযোগগুলো পাবেন। আজকে তারা বেথেলে অথবা বিশেষ অগ্রগামী, মিশনারি কিংবা সীমা অধ্যক্ষ হিসাবে ক্ষেত্রে কাজ করছেন।

৫ পূর্ণ-সময়ের পরিচর্যার জন্য প্রয়াস করুন: উচ্চ বিদ্যালয় থেকে পাশ করা যুবক-যুবতীরা, গৃহিণীরা ও চাকরি থকে অবসর নিয়েছেন এমন যে কেউ অগ্রগামীর কাজ করার কথা গুরুত্বের সঙ্গে ভাবতে পারেন। ১৯৯৮ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টটা আরেকবার পড়ুন আর সেই অগ্রগামীদের সঙ্গে কথা বলুন যাদের পরিস্থিতি আপনার পরিস্থিতির মতোই ছিল। হতে পারে আপনিও তাদের মতোই অগ্রগামীর কাজ করে আপনার পরিচর্যাকে বাড়ানোর জন্য প্রেরণা পাবেন। (১ করি. ১১:১) আপনি কি নিয়মিত অগ্রগামীর কাজ করার জন্য মাসে ৭০ ঘন্টা প্রচারে ব্যয় করতে পারবেন?

৬ সারা পৃথিবীতে এখন ১৭,০০০রেরও বেশি ভাই ও বোনেরা শাখা অফিসগুলোতে এবং বেথেলে সেবা করছেন। ১৯৯৫ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় বলা হয়েছে যে এই কাজে আবেদন করার জন্য কী দরকার। তাই আরেকবার সেই ইনসার্টটা পড়ে দেখুন না কেন যে আপনি বেথেল পরিচর্যার এই অতুলনীয় আশীর্বাদ পাওয়ার যোগ্য কিনা?

৭ যেখানে বেশি প্রয়োজন সেখানে সেবা করুন: আপনি কি এমন এলাকায় থাকেন যেখানে বার বার কাজ করা হয়েছে বা যেখানে অনেক ভাইবোনেরা আছেন? আপনি কি কখনও যেখানে বেশি প্রয়োজন রয়েছে সেরকম জায়গায় গিয়ে সেবা করে আপনার পরিচর্যাকে বাড়ানোর কথা ভেবে দেখেছেন? হয়ত কাছাকাছি কোন গ্রামে গিয়ে আপনি সেবা করতে পারেন যেখানে আরও কর্মীদের প্রয়োজন। (মথি ৯:৩৭, ৩৮) আগে থেকে চিন্তাভাবনা না করে এটা করা ঠিক হবে না। প্রার্থনাপূর্বক চিন্তা করুন। (লূক ১৪:২৮-৩০) আপনার পরিস্থিতি নিয়ে প্রাচীনদের ও সীমা অধ্যক্ষের সঙ্গে আলোচনা করুন। তারা আপনাকে ঠিক করে বলবেন যে এই মুহূর্তে আপনার সেখানে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে নাকি পরে কোন সময়ে সেখানে যাওয়ার জন্য এখন আপনি নিজেকে তৈরি করতে পারেন। আপনি কোথায় যেতে পারেন সে বিষয়ে কোন পরামর্শের জন্য যদি আপনি সোসাইটিকে লিখতে চান, তাহলে অবশ্যই আপনার চিঠির সঙ্গে আপনার মণ্ডলীর সার্ভিস কমিটির সাক্ষর করা একটা চিঠি পাঠান।

৮ আপনার পরিচর্যার মানকে বাড়িয়ে তুলুন: প্রচারের মানকে বাড়িয়ে আমরা সবাই হয়ত আমাদের পরিচর্যায় আরও বেশি করে অংশ নিতে পারি। প্রচার কাজের সমস্ত দিকগুলো কি আপনি করেন, যেমন ঘরে ঘরে প্রচার, যেখানেই লোকেদের পাওয়া যাক না কেন তাদের কাছে সাক্ষ্য দেওয়া, সেই সঙ্গে পুনর্সাক্ষাৎ করা ও বাইবেল অধ্যয়ন? যদি আপনি কোন বাইবেল অধ্যয়ন চালাচ্ছেন, আপনি কি আপনার শেখানোর মানকে বাড়াতে পারেন? পরামর্শের জন্য ১৯৯৬ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টটা আরেকবার পড়ে নিলে ভাল যার বিষয়বস্তু আপনি আপনার ছাত্রকে উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারেন।

৯ আমাদের পরিচর্যা ও তার মানকে বাড়ানোর অনেক উপায় সম্বন্ধে আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত (ইংরাজি) বইয়ের ৯ অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ঈশ্বরের পরিচর্যায় যতখানি করা আমাদের পক্ষে সম্ভব তা করার জন্য আমাদের সকলের সত্যিই ইচ্ছা থাকা দরকার। আপনার আধ্যাত্মিক লক্ষ্যগুলোর বিষয়ে গম্ভীরভাবে একটু ভেবে দেখুন না কেন? ১ তীমথিয় ৪:১৫ পদ যেমন আমাদের পরামর্শ দেয় সেইমতো করুন: “এ সকল বিষয়ে চিন্তা কর, এ সকলে স্থিতি কর, যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয়।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার