আপনার রাজ্যের পরিচর্যার ধন বাড়িয়ে তুলুন
১ যীশু রাজ্যের আশাকে অতিমূল্যবান ধনের সঙ্গে তুলনা করেছিলেন। (মথি ১৩:৪৪-৪৬) আমরা কি যীশুর দৃষ্টান্তে সেই ব্যক্তিদের মত, যারা তাদের সর্বস্ব বিক্রি করে তার থেকে বেশি মূল্যবান কিছু কিনতে চাইছিল? যদি তাই হয়, তাহলে আমরা ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থান দেব যদিও তা কষ্টকর হয় অথবা আত্ম-ত্যাগ করতে হয়।—মথি ৬:১৯-২২.
২ যেহেতু রাজ্যের পরিচর্যা হল ধন, তাই আমাদের ইচ্ছা হওয়া উচিত তা বাড়িয়ে তোলা। আমাদের ব্যক্তিগত জীবনধারা কী দেখায়? আমরা কি আমাদের রাজ্যের কাজ বাড়িয়ে তুলছি? আমরা তা করতে পারি যদি আমরা পরিচর্যার বিভিন্ন দিকগুলিতে যেমন ঘরে ঘরে সাক্ষ্যদান, পুনর্সাক্ষাৎ, বাইবেল অধ্যয়ন পরিচালনা আর রীতিবহির্ভূত সাক্ষ্যদানে অংশ গ্রহণ করি।
৩ ‘আমি কী করে আমার অংশ বাড়িয়ে তুলতে পারি?’ নতুন পরিচর্যা বছরের শুরুতে এটি ভাল হবে যদি আমরা কী করে আমাদের পরিচর্যা কাজ আরও বাড়িয়ে তুলতে পারি তা দেখতে আমাদের ব্যক্তিগত পরিচর্যা পুনরীক্ষণ করি ও নিজেকে জিজ্ঞাসা করি: ‘আমি কি আমার কাজকর্ম গুছিয়ে নিয়েছি যাতে মাঝে মাঝে অথবা নিয়মিতরূপে সহায়ক অগ্রগামীর কাজ করতে পারি? কিছু পরিবর্তন করার ফলে আমি নিয়মিত অগ্রগামী হতে পারি কি?’ নতুন নিয়মিত অগ্রগামী যারা সেপ্টেম্বর ১ থেকে যোগদান করবে তারা হয়ত পরের অগ্রগামী পরিচর্যা স্কুলে উপস্থিত থাকতে পারবে।
৪ কিছু প্রকাশক বেশি রীতিবহির্ভূত সাক্ষ্যদান করার লক্ষ্য রেখেছে। বেশির ভাগ ক্ষেত্রে এটি উত্তম ফল নিয়ে আসে। আবার অনেকে হয়ত মনে করতে পারে যে কার্যকারী পুনর্সাক্ষাৎ করা অথবা নতুন বাইবেল অধ্যয়ন শুরু করার বিষয়ে উন্নতি করতে হতে পারে।
৫ যদি আমরা মনে করি যে আমাদের পরিচর্যা কোন না কোন ক্ষেত্রে কম আছে তাহলে তা বাড়াবার কী প্রচেষ্টা আমরা করছি? যারা সফলতার সাথে মহত্তর লক্ষ্যে পৌঁছাতে পেরেছে তারা উপদেশ দেয় যে, যা কিছু হোক না কেন রাজ্যের বিষয়কে প্রথমে রাখা উচিত। (মথি ৬:৩৩) যিহোবার উপর সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখা উচিত। (২ করি. ৪:৭) আন্তরিক ও অনবরত প্রার্থনার দ্বারা তাঁর সাহায্য চান। (লূক ১১:৮, ৯) আমরা নিশ্চিত হতে পারি যে যিহোবা তাঁর পরিচর্যায় অংশ বাড়াবার আমাদের আন্তরিক প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন।—১ যোহন ৫:১৪.
৬ অন্য ভাই-বোনেদের সাথে কথা বলুন যারা সফলতার সাথে তাদের পরিচর্যা বাড়িয়ে তুলেছে। তাদের জিজ্ঞাসা করুন তারা কী করে নিরুৎসাহ না হয়ে বাধাসকল অতিক্রম করেছে। তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হয়ত আপনাকে নিশ্চিত করবে যে, পরিচর্যা আরও বাড়ানো সম্ভব।
৭ যখন আপনি প্রহরীদুর্গ অথবা আমাদের রাজ্যের পরিচর্য-তে ক্ষেত্র পরিচর্যার বিষয়ে প্রবন্ধগুলি পড়েন, প্রার্থনাপূর্বক চিন্তা করুন কী করে আপনি প্রস্তাবগুলি আপনার পরিচর্যায় ব্যবহার করতে পারেন। একই জিনিস করুন যখন আপনি মণ্ডলীর সভাগুলিতে কিংবা অধিবেশনে উপস্থিত থাকেন। এই প্রবন্ধের যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তা গত বছরের সীমা অধিবেশনের কার্যক্রমের উপর ভিত্তি করে। এটি হল ধারাবাহিক কিছু প্রবন্ধের মধ্যে প্রথম যা আমাদের সাহায্য করবে একই ধারায় চলতে ও কার্যক্রমে যে উৎসাহ দেওয়া হয়েছিল তা কিভাবে কাজে লাগানো যেতে পারে তা দেখতে।
৮ যীশু তাঁর পরিচর্যাকে গুরুত্বপূর্ণ হিসাবে নিয়েছিলেন এবং সেটি তাঁর প্রধান চিন্তার বিষয় ছিল। তিনি বলেছিলেন: “আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন, যেন তাঁহার ইচ্ছা পালন করি।” (যোহন ৪:৩৪) আমাদের কি সেই একই মনোভাব আছে? যদি তাই হয়, আমরা তাহলে নিশ্চয়ই আমাদের পরিচর্যা বাড়িয়ে তোলার জন্য আর অন্যদের সাথে ধনভাণ্ডার থেকে “ভাল দ্রব্য” ভাগ করে নেওয়ার পথ খুঁজে নেব।—মথি ১২:৩৫; লূক ৬:৪৫.