ঈশ্বরের বাক্যের গুপ্তধন | আদিপুস্তক ৩৮-৩৯
যিহোবা কখনোই যোষেফকে ত্যাগ করেননি
৩৯:১, ১২-১৪, ২০-২৩
যোষেফ যখন বিভিন্ন পরীক্ষা ভোগ করেছিলেন, তখন ‘তিনি যে কিছু করিতেন’ যিহোবা ‘তাঁহার হস্তে তাহা সফল করিতেন’ এবং তাকে “কারারক্ষকের দৃষ্টিতে অনুগ্রহপাত্র” করে তুলেছিলেন। (আদি ৩৯:২, ৩, ২১-২৩) এই বিবরণ থেকে আমরা কোন শিক্ষা লাভ করতে পারি?
আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষা আসার অর্থ এই নয় যে, আমরা যিহোবার অনুগ্রহ হারিয়ে ফেলেছি।—গীত ৩৪:১৯
যিহোবা আমাদের জন্য যে যে ভালো কাজ করেছেন, সেগুলো নিয়ে চিন্তা করতে হবে এবং সেগুলোর জন্য আমাদের কৃতজ্ঞ হতে হবে।—ফিলি ৪:৬, ৭
যিহোবার সাহায্য লাভ করার জন্য আমাদের তাঁর উপর নির্ভর করতে হবে।—গীত ৫৫:২২