খ্রিস্টীয় জীবনযাপন
অভিজ্ঞ খ্রিস্টানদের কাছ থেকে আপনি কী শিখতে পারেন?
আমাদের মণ্ডলীতে এমন ভাই ও বোনেরা রয়েছেন, যারা বহু বছর ধরে যিহোবার সেবা করছেন। তারা এখনও পর্যন্ত যেভাবে যিহোবার উপর নির্ভরতা বজায় রেখেছেন, সেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা তাদের যিহোবার সংগঠনের ইতিহাস সম্বন্ধে জিজ্ঞেস করতে পারি। এ ছাড়া, তাদের আমরা এও জিজ্ঞেস করতে পারি যে, তারা কোন ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিলেন এবং সেই সময় কীভাবে যিহোবা তাদের সাহায্য করেছিলেন। আমরা আমাদের পারিবারিক উপাসনায় এমন একজন প্রিয় বয়স্ক ভাই বা বোনকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানতে পারি এবং তার কাছ থেকে অভিজ্ঞতাগুলো শুনতে পারি।
আপনি যদি একজন অভিজ্ঞ খ্রিস্টান হয়ে থাকেন, তা হলে অল্পবয়সি খ্রিস্টানদের কাছে নির্দ্বিধায় আপনার বিশ্বাস সম্বন্ধে জানান। যাকোব ও যোষেফও নিজেদের অভিজ্ঞতাগুলো তাদের সন্তানদের জানিয়েছিলেন। (আদি ৪৮:২১, ২২; ৫০:২৪, ২৫) পরবর্তী সময়ে, যিহোবা পরিবারের মস্তকদের নির্দেশনা দিয়েছিলেন, যেন তারা তাদের সন্তানদের যিহোবার পরাক্রমী কাজগুলো সম্বন্ধে জানায়। (দ্বিতীয় ৪:৯, ১০; গীত ৭৮:৪-৭) বর্তমানে, বাবা-মা ও মণ্ডলীর অন্যেরা অল্পবয়সিদের বলতে পারেন যে, তারা যিহোবার সংগঠনে কোন কোন অপূর্ব কাজগুলো হতে দেখেছেন।
নিষেধাজ্ঞা সত্ত্বেও একতা বজায় রাখা শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
কীভাবে অস্ট্রিয়ার শাখা অফিস সেই দেশের ভাইদের সাহায্য করেছিল, যেখানে আমাদের কাজের উপর নিষেধাজ্ঞা রয়েছে?
কীভাবে সেই দেশে আমাদের ভাই ও বোনেরা তাদের বিশ্বাস মজবুত করেছিল?
কেন রোমানিয়ার অনেক প্রকাশক যিহোবার সংগঠন থেকে পৃথক হয়েছিল এবং কীভাবে তারা ফিরে এসেছিল?
কীভাবে এই অভিজ্ঞতাগুলো আপনার বিশ্বাসকে মজবুত করে?
মণ্ডলীর অভিজ্ঞ খ্রিস্টানরা সত্যিই মূল্যবান রত্নের মতো!