ইয়োব প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের প্রতি অটল প্রেম দেখাচ্ছেন
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
আপনি কি ইয়োবের মতো এক সুনাম অর্জন করেছেন?
ইয়োব লোকদের চোখে এক সুনাম অর্জন করেছিলেন (ইয়োব ২৯:৭-১১)
ইয়োব প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের প্রতি অটল প্রেম দেখানোর ক্ষেত্রে সুপরিচিত ছিলেন (ইয়োব ২৯:১২, ১৩; প্রহরীদুর্গ ০২ ৫/১৫ ২২ অনু. ১৯; প্রচ্ছদে দেওয়া ছবিটা দেখুন)
ইয়োব ধার্মিক কাজ করতেন এবং কারো প্রতি অবিচার করতেন না (ইয়োব ২৯:১৪; অন্তর্দৃষ্টি-১ ৬৫৫ অনু. ১০, ইংরেজি)
এক সুনাম থাকা ধনসম্পত্তির চেয়ে অনেক বেশি মূল্যবান। (প্রহরীদুর্গ ০৯ ২/১ ১৫ অনু. ৩-৪, ইংরেজি) এটা অর্জন করতে সময় লাগে। আমরা তখনই সুনাম অর্জন করি, যখন আমরা ভালো কাজ করে চলি।
নিজেকে জিজ্ঞেস করুন, ‘অন্যদের চোখে আমার কি এক সুনাম রয়েছে? তারা আমার কোন গুণগুলো দেখতে পায়?’