ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • sn গান ১৩
  • ধন্যবাদের এক প্রার্থনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ধন্যবাদের এক প্রার্থনা
  • যিহোবার উদ্দেশে গান গাও
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কৃতজ্ঞতার প্রার্থনা
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
  • যিহোবা তাঁর শাসন শুরু করেন
    যিহোবার উদ্দেশে গান গাও
  • যিহোবা তাঁর শাসন শুরু করেন
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
  • মহান যিহোবা
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
আরও দেখুন
যিহোবার উদ্দেশে গান গাও
sn গান ১৩

গান ১৩

ধন্যবাদের এক প্রার্থনা

(গীতসংহিতা ৯৫:২)

১. স-দয় যি-হো-বা, ক-রি প্র-শং-সা,

হে স্বা-মীন, তো-মায়, জা-নাই সব ক-থা,

হে প্রার্‌-থ-না শ্র-বণ-কা-রী ঈ-শ্বর,

দি-ও মো-দের তো-মার কো-মল আ-দর।

ক-রি প্র-তি-দিন য-খন অ-নেক ভুল,

ক্ষ-মা চাই মো-রা হ-য়ে যে আ-কুল।

ক-রে-ছ ক্রয় মো-দের পু-ত্রের রক্‌-তে,

শি-ক্ষা যে-ন তো-মার পা-রি নি-তে।

২. সু-খী সেই জন, যা-রে তু-মি ডা-কো,

নির্‌-দেশ, আ-লো দি-য়ে কা-ছে রা-খো।

তো-মার বা-ক্য যে পথ দে-খায় মো-দের,

হ-তে চাই প্র-জা তো-মার-ই গৃ-হের।

তো-মার হস্‌-তের বল জা-গায় মো-দের ভয়,

চ-লার প-থে মো-দের ক-রে নির্‌-ভয়।

মুক্‌-তির ঈ-শ্বর, তো-মার রা-জ্যের হোক জয়,

কর-ব তা প্র-চার, হ-বে যে নিশ্‌-চয়।

৩. দাও দৃষ্‌-টি তো-মার, আ-নো মো-দের সুখ,

স-বাই তো-মার উ-পা-স-না ক-রুক।

আন-বে তো-মার রা-জ্য মঙ্‌-গল প্র-চুর,

কর-বে রোগ, মৃ-ত্যু ও দুঃ-খ যে দূর।

যি-শু কর-বেন নির্‌-মূল দুষ্‌-ট-তা সব,

সৃষ্‌-টি আ-নন্‌দে কর-বে উচ্‌-চ-রব।

গাই উচ্‌-চ-স্বরে যি-হো-বার কীর্‌-তন,

“ধ-ন্য-বাদ ক-রি তো-মায় হে রা-জন!”

(আরও দেখুন, গীত. ৬৫:২, ৪, ১১; ফিলি. ৪:⁠৬.)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার