ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w21 ফেব্রুয়ারি পৃষ্ঠা ২-৭
  • “প্রত্যেক পুরুষের মস্তক খ্রিস্ট”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “প্রত্যেক পুরুষের মস্তক খ্রিস্ট”
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • মস্তকপদ কী?
  • কেন যিহোবা মস্তকপদের ব্যবস্থা করেছেন?
  • কীভাবে একজন পুরুষ পরিবারের এক উত্তম মস্তক হয়ে উঠতে পারেন?
  • পরিবারের একজন মস্তকের যা যা করা উচিত
  • মণ্ডলীতে মস্তকপদের ভূমিকা কী?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • যে স্বামী গভীর সম্মান অর্জন করেন
    আপনার পারিবারিক জীবন সুখী করা
  • খ্রিস্টীয় পরিবারগুলো—যিশুর উদাহরণ অনুসরণ করুন!
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • নারীরা, কেন আপনারা মস্তকপদের প্রতি বশীভূত হবেন?
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
w21 ফেব্রুয়ারি পৃষ্ঠা ২-৭

অধ্যয়ন প্রবন্ধ ৫

“প্রত্যেক পুরুষের মস্তক খ্রিস্ট”

“প্রত্যেক পুরুষের মস্তক খ্রিস্ট।”—১ করি. ১১:৩.

গান সংখ্যা ২ ধন্যবাদ, যিহোবা

সারাংশa

১. একজন পুরুষ হয়তো কোন বিষয়গুলোর দ্বারা প্রভাবিত হয়ে তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে আচরণ করে থাকেন?

আপনার কাছে “মস্তকপদ” শব্দটার অর্থ কী? কোনো কোনো পুরুষ পরম্পরাগত রীতিনীতি, সংস্কৃতি অথবা পারিবারিক পটভূমির দ্বারা প্রভাবিত হয়ে তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে আচরণ করে থাকেন। ইউরোপে বসবাসরত ইয়ানিতা নামে একজন বোন বলেন: “আমি যেখানে বাস করি, সেখানকার লোকেরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, নারীরা পুরুষদের চেয়ে নীচু আর তাই তাদের দাসী হিসেবে দেখা উচিত।” আর যুক্তরাষ্ট্রে বসবাসরত লূক নামে একজন ভাই বলেন: “কোনো কোনো বাবা তাদের ছেলেদের শিক্ষা দেয় যে, নারীদের মতামত জানানোর অধিকার নেই, তাদের কাজ হচ্ছে চুপচাপ মেনে নেওয়া।” কিন্তু, পুরুষেরা তাদের স্ত্রীদের সঙ্গে এভাবে আচরণ করুক বলে যিহোবা চান না। (তুলনা করুন, মার্ক ৭:১৩.) কীভাবে একজন পুরুষ পরিবারের এক উত্তম মস্তক হয়ে উঠতে পারেন?

২. পরিবারের একজন মস্তককে অবশ্যই কী জানতে হবে এবং কেন?

২ পরিবারের এক উত্তম মস্তক হয়ে ওঠার জন্য একজন পুরুষকে অবশ্যই প্রথমে এটা বুঝতে হবে যে, যিহোবা তার কাছ থেকে কী চান। এ ছাড়া, তাকে জানতে হবে, কেন যিহোবা মস্তকপদের ব্যবস্থা করেছেন আর বিশেষভাবে কীভাবে তিনি যিহোবা ও যিশুর দ্বারা স্থাপিত উদাহরণ অনুকরণ করতে পারেন। কেন একজন পুরুষের জন্য এই বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ? কারণ যিহোবা পরিবারের মস্তকদের কিছুটা কর্তৃত্ব দিয়েছেন এবং তিনি চান যেন তারা সেটা উত্তম উপায়ে ব্যবহার করেন।—লূক ১২:৪৮খ.

মস্তকপদ কী?

৩. প্রথম করিন্থীয় ১১:৩ পদে লিপিবদ্ধ কথাগুলো থেকে আমরা মস্তকপদ সম্বন্ধে কী শিখি?

৩ প্রথম করিন্থীয় ১১:৩ পদ পড়ুন। এই পদে বর্ণনা করা হয়েছে যে, যিহোবা তাঁর নিখিলবিশ্বের পরিবারকে কীভাবে সংগঠিত করেছেন। মস্তকপদের সঙ্গে দুটো মূল বিষয় জড়িত রয়েছে। একটা হল কর্তৃত্ব এবং অন্যটা হল নিকাশ দেওয়া। যিহোবা হলেন “মস্তক” বা সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী আর তাঁর সন্তানদের অর্থাৎ স্বর্গদূত ও মানুষ উভয়কেই তাঁর কাছে নিকাশ দিতে হবে। (রোমীয় ১৪:১০; ইফি. ৩:১৪, ১৫) যিহোবা যিশুকে মণ্ডলীর উপর কর্তৃত্ব দিয়েছেন কিন্তু যিশু যেভাবে আমাদের সঙ্গে আচরণ করেন, সেই বিষয়ে তাঁকে যিহোবার কাছে নিকাশ দিতে হবে। (১ করি. ১৫:২৭) এ ছাড়া, যিহোবা একজন স্বামীকে তার স্ত্রী ও সন্তানদের উপর কর্তৃত্ব দিয়েছেন এবং একজন স্বামী তার পরিবারের সঙ্গে যেভাবে আচরণ করেন, সেই বিষয়ে তাকে যিহোবা ও যিশু উভয়ের কাছে নিকাশ দিতে হবে।—১ পিতর ৩:৭.

৪. যিহোবা ও যিশুর কী করার অধিকার রয়েছে?

৪ যিহোবা যেহেতু নিখিলবিশ্বের পরিবারের মস্তক, তাই তাঁর সন্তানদের আচরণ সম্বন্ধে নিয়ম তৈরি করার অধিকার তাঁর রয়েছে আর তিনি সেই নিয়ম কার্যকর করতেও সমর্থ। (যিশা. ৩৩:২২) খ্রিস্টীয় মণ্ডলীর মস্তক হিসেবে যিশুরও নিয়ম তৈরি করার এবং সেই নিয়ম কার্যকর করার অধিকার রয়েছে।—গালা. ৬:২; কল. ১:১৮-২০.

৫. একটা খ্রিস্টান পরিবারের মস্তকের কোন অধিকার রয়েছে আর তার কোন কোন সীমা রয়েছে?

৫ যিহোবা ও যিশুর দ্বারা স্থাপিত আদর্শ অনুসরণ করে একটা খ্রিস্টান পরিবারের মস্তকের তার পরিবারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। (রোমীয় ৭:২; ইফি. ৬:৪) তবে, তার কর্তৃত্বের সীমা রয়েছে। উদাহরণ স্বরূপ, তাকে ঈশ্বরের বাক্যে পাওয়া নীতিগুলোর উপর ভিত্তি করে নিয়ম তৈরি করতে হবে। (হিতো. ৩:৫, ৬) আর পরিবারের একজন মস্তকের সেই ব্যক্তিদের জন্য নিয়ম তৈরি করার অধিকার নেই, যারা তার পরিবারের অংশ নয়। (রোমীয় ১৪:৪) এ ছাড়া, তার ছেলে ও মেয়েরা যখন বড়ো হয় এবং পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকে না, তখনও তারা তার প্রতি সম্মান দেখায়, তবে তারা আর তার মস্তকপদের অধীনে থাকে না।—মথি ১৯:৫.

কেন যিহোবা মস্তকপদের ব্যবস্থা করেছেন?

৬. কেন যিহোবা মস্তকপদের ব্যবস্থা করেছেন?

৬ যিহোবা তাঁর পরিবারের প্রতি প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে মস্তকপদের ব্যবস্থা করেছেন। এটা হল তাঁর কাছ থেকে একটা উপহার। মস্তকপদের ব্যবস্থার কারণে যিহোবার পরিবার শান্তিপূর্ণ উপায়ে এবং সুশৃঙ্খলভাবে কাজ করতে পারে। (১ করি. ১৪:৩৩, ৪০) মস্তকপদের স্পষ্ট ভূমিকা না থাকলে, যিহোবার পরিবার বিশৃঙ্খল ও অসুখী হয়ে যেত। উদাহরণ স্বরূপ, কেউই জানত না, কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং কে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার জন্য নেতৃত্ব নেবে।

৭. ইফিষীয় ৫:২৫, ২৮ পদ অনুযায়ী পুরুষেরা তাদের স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করুক বলে যিহোবা চান?

৭ মস্তকপদ সম্বন্ধে ঈশ্বরের ব্যবস্থা যদি এইরকম উত্তম এক বিষয় হয়ে থাকে, তা হলে কেন বর্তমানে অনেক নারী এমনটা অনুভব করে যে, তাদের স্বামী তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করে এবং তাদের উপর কর্তৃত্ব খাটায়? এর কারণ হল অনেক পুরুষ পরিবারের জন্য যিহোবার মানগুলোকে উপেক্ষা করে এবং স্থানীয় প্রথা অথবা রীতিনীতি অনুসরণ করে। এ ছাড়া, তারা হয়তো কিছু স্বার্থপর আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তাদের স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে। উদাহরণ স্বরূপ, একজন স্বামী হয়তো তার আত্মসম্মান বোধ বাড়ানোর জন্য অথবা অন্যদের কাছে নিজের ‘পুরুষত্বের’ প্রমাণ দেওয়ার জন্য তার স্ত্রীর উপর কর্তৃত্ব খাটায়। তিনি হয়তো চিন্তা করতে পারেন, তিনি তার স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য তাকে জোর করতে পারেন না, তবে তিনি তার মধ্যে ভয় জাগিয়ে তুলতে পারেন। আর তিনি হয়তো তার স্ত্রীকে নিয়ন্ত্রণ করার এক উপায় হিসেবে সেই ভয়কে কাজে লাগাতে পারেন।b এই ধরনের চিন্তাভাবনা ও আচরণ স্পষ্টতই নারীদের তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করে আর এটা যিহোবা যা চান, সেটার একেবারে বিপরীত।—পড়ুন, ইফিষীয় ৫:২৫, ২৮.

কীভাবে একজন পুরুষ পরিবারের এক উত্তম মস্তক হয়ে উঠতে পারেন?

৮. কীভাবে একজন পুরুষ পরিবারের এক উত্তম মস্তক হয়ে উঠতে পারেন?

৮ যিহোবা ও যিশু তাদের মস্তকপদকে যেভাবে ব্যবহার করেন, তা অনুকরণ করার মাধ্যমে একজন পুরুষ পরিবারের এক উত্তম মস্তক হয়ে উঠতে পারেন। যিহোবা ও যিশু যে-গুণগুলো দেখিয়েছেন, সেগুলোর মধ্যে কেবল দুটো গুণ নিয়ে বিবেচনা করুন আর লক্ষ করুন, পরিবারের একজন মস্তক তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে আচরণ করার সময়ে কীভাবে সেই গুণগুলো দেখাতে পারেন।

৯. কীভাবে যিহোবা নম্রতা দেখান?

৯ নম্রতা। যিহোবা হলেন সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি; তারপরও তিনি তাঁর দাসদের মতামত শোনেন। (আদি. ১৮:২৩, ২৪, ৩২) তিনি তাঁর কর্তৃত্বের অধীনে থাকা ব্যক্তিদের মতামত প্রকাশ করার সুযোগ দেন। (১ রাজা. ২২:১৯-২২) যিহোবা হলেন সিদ্ধ কিন্তু তিনি আমাদের কাছ থেকে সিদ্ধতা আশা করেন না। এর পরিবর্তে, তিনি সেই অসিদ্ধ মানুষদের সফল হতে সাহায্য করেন, যারা তাঁর সেবা করে। (গীত. ১১৩:৬, ৭) আসলে বাইবেল বলে যে, যিহোবা হলেন “সহায়” বা “সাহায্যকারী।” (গীত. ২৭:৯; ইব্রীয় ১৩:৬) রাজা দায়ূদ এটা স্বীকার করেছিলেন, একমাত্র যিহোবার নম্রতার কারণেই তিনি সেইসমস্ত বড়ো বড়ো কাজ সম্পন্ন করতে পেরেছিলেন, যেগুলো তাকে দেওয়া হয়েছিল।—গীত. ৫৪:৪.

১০. কীভাবে যিশু নম্রতা দেখিয়েছিলেন?

১০ যিশুর উদাহরণ বিবেচনা করুন। প্রভু ও শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি তাঁর শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। একটা কোন কারণে যিহোবা এই বিবরণ বাইবেলে লিপিবদ্ধ করিয়েছেন? কোনো সন্দেহ নেই, অন্যদের পাশাপাশি পরিবারের মস্তকদের উদ্দেশে এক স্পষ্ট আদর্শ জোগানোর জন্য, যাতে তারা তা অনুসরণ করতে পারে। যিশু নিজে বলেছিলেন: “আমি তোমাদের জন্য এক আদর্শ স্থাপন করলাম, যেন আমি তোমাদের প্রতি যেমনটা করলাম, তোমরাও তেমনটা কর।” (যোহন ১৩:১২-১৭) যদিও তাঁর প্রচুর ক্ষমতা ছিল, কিন্তু তিনি এমনটা আশা করেননি যে, অন্যেরা তাঁর সেবা করবে। এর পরিবর্তে, তিনি অন্যদের সেবা করেছিলেন।—মথি ২০:২৮.

কোলাজ: ১. একজন স্বামী আনন্দের সঙ্গে তার স্ত্রীকে খাবার তৈরি করার কাজে সাহায্য করছেন। ২. সেই স্বামী ও স্ত্রী তাদের পারিবারিক উপাসনা উপভোগ করছেন।

পরিবারের একজন মস্তক ঘরের বিভিন্ন কাজ করার এবং পরিবারকে যিহোবার নিকটবর্তী হওয়ার জন্য সাহায্য করার মাধ্যমে নম্রতা ও ভালোবাসা দেখাতে পারেন (১১, ১৩ অনুচ্ছেদ দেখুন)

১১. যিহোবা ও যিশুর দ্বারা স্থাপিত উদাহরণ থেকে পরিবারের একজন মস্তক নম্রতা সম্বন্ধে কী শিখতে পারেন?

১১ আমাদের জন্য শিক্ষা। পরিবারের একজন মস্তক অনেক উপায়ে নম্রতা দেখাতে পারেন। উদাহরণ স্বরূপ, তিনি তার স্ত্রী ও সন্তানদের কাছ থেকে সিদ্ধতা আশা করেন না। তিনি তার পরিবারের সদস্যদের মতামত শোনেন, এমনকী সেইসময়েও, যখন তারা তার সঙ্গে একমত হয় না। যুক্তরাষ্ট্রে বসবাসরত মার্লি নামে একজন বোন বলেন: “কখনো কখনো আমার স্বামী ও আমার ভিন্ন মতামত থাকে। কিন্তু আমি এটা অনুভব করি যে, তিনি আমাকে মূল্যবান হিসেবে দেখেন এবং আমার প্রতি সম্মান দেখান কারণ তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মতামত জানতে চান এবং সেই মতামত নিয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।” এ ছাড়া, একজন নম্র স্বামী ঘরের বিভিন্ন কাজ করার জন্য ইচ্ছুক মনোভাব দেখান, এমনকী যদিও তার এলাকার লোকেরা সেই কাজগুলোকে নারীদের কাজ হিসেবে দেখে থাকে। এটা একটা কঠিন বিষয় হতে পারে। কেন? রেচেল নামে একজন বোন বলেন, ‘আমি যেখানে বড়ো হয়ে উঠেছি, সেখানে একজন স্বামী যদি তার স্ত্রীকে বাসন ধোয়ার অথবা বাড়ি পরিষ্কার করার জন্য সাহায্য করেন, তা হলে তার প্রতিবেশী ও আত্মীয়েরা তার “পুরুষত্ব” নিয়ে প্রশ্ন তুলবে। তারা মনে করবে, তিনি তার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারেন না।’ আপনি যে-এলাকায় বাস করেন, সেখানকার লোকেরা যদি এভাবে চিন্তা করে, তা হলে মনে রাখবেন, যিশু তাঁর শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন, এমনকী যদিও সেই সময়ে সেই কাজকে একজন দাসের কাজ হিসেবে দেখা হত। পরিবারের এক উত্তম মস্তক অন্যদের এইরকমটা মনে করার জন্য পরিচালিত করতে চান না যে, শুধু তারই ক্ষমতা রয়েছে অথবা তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বরং তিনি চান যেন তার স্ত্রী ও সন্তানেরা সুখী হয়। নম্রতা ছাড়াও পরিবারের এক উত্তম মস্তকের জন্য অন্য কোন গুণ অপরিহার্য?

১২. প্রেম যিহোবা ও যিশুকে কী করতে অনুপ্রাণিত করেছে?

১২ প্রেম। যিহোবা সমস্ত কিছু প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে করেন। (১ যোহন ৪:৭, ৮) তিনি আমাদের তাঁর বাক্য প্রদান করার এবং আমাদের জন্য তাঁর সংগঠনের ব্যবস্থা করার মাধ্যমে দেখিয়েছেন যে, তিনি আমাদের ভালোবাসেন আর তিনি চান যেন আমরা তাঁর বন্ধু হই। তিনি আমাদের এই বিষয়ে আশ্বাস দেওয়ার মাধ্যমে নিরাপদ বোধ করতে সাহায্য করেন যে, তিনি আমাদের ভালোবাসেন। আর আমাদের বস্তুগত প্রয়োজনের বিষয়ে কী বলা যায়? যিহোবা “আমাদের উপভোগের জন্য সমস্ত কিছু প্রচুর পরিমাণে জুগিয়ে থাকেন।” (১ তীম. ৬:১৭) আমরা যখন ভুল করি, তখন তিনি আমাদের সংশোধন করেন, তবে তিনি আমাদের প্রতি ভালোবাসা দেখানো বন্ধ করে দেন না। প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি আমাদের জন্য মুক্তির মূল্যের ব্যবস্থা করেছেন। আর যিশু আমাদের এতটাই ভালোবাসেন যে, তিনি আমাদের জন্য নিজের জীবন দান করেছেন। (যোহন ৩:১৬; ১৫:১৩) কোনো কিছুই যিহোবা ও যিশুকে সেই ব্যক্তিদের প্রতি ভালোবাসা দেখানো থেকে বিরত করতে পারে না, যারা তাঁদের প্রতি অনুগত।—যোহন ১৩:১; রোমীয় ৮:৩৫, ৩৮, ৩৯.

১৩. কেন পরিবারের একজন মস্তকের জন্য তার পরিবারের প্রতি ভালোবাসা দেখানো গুরুত্বপূর্ণ? (এ ছাড়া, “কীভাবে একজন নববিবাহিত পুরুষ তার স্ত্রীর সম্মান অর্জন করতে পারেন?” শিরোনামের বাক্সটা দেখুন।)

১৩ আমাদের জন্য শিক্ষা। পরিবারের একজন মস্তকের সমস্ত কিছু প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে করা উচিত। কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ? প্রেরিত যোহন উত্তর দেন: “যাকে দেখেছে, সেই ভাইকে [অথবা পরিবারকে] যে প্রেম করে না, সে যাঁকে দেখেনি, সেই ঈশ্বরকে প্রেম করতে পারে না।” (১ যোহন ৪:১১, ২০) বিশেষভাবে, একজন পুরুষ, যিনি তার পরিবারকে ভালোবাসেন এবং যিহোবা ও যিশুকে অনুকরণ করতে চান, তিনি তার পরিবারকে যিহোবার সঙ্গে এক উত্তম সম্পর্ক বজায় রাখার এবং নিরাপদ বোধ করার জন্য সাহায্য করবেন এবং তাদের বস্তুগত প্রয়োজনগুলো মেটাবেন। (১ তীম. ৫:৮) তিনি তার সন্তানদের প্রশিক্ষণ দেবেন এবং শাসন করবেন। এ ছাড়া, তিনি ক্রমাগত এমন সিদ্ধান্তগুলো নিতে শিখবেন, যেগুলো যিহোবার জন্য সম্মান এবং তার পরিবারের জন্য উপকার নিয়ে আসে। আসুন, আমরা এই প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করি এবং দেখি যে, কীভাবে পরিবারের একজন মস্তক যিহোবা ও যিশুকে অনুকরণ করতে পারেন।

কীভাবে একজন নববিবাহিত পুরুষ তার স্ত্রীর সম্মান অর্জন করতে পারেন?

  • আপনাকে বুঝতে হবে যে, আপনি এবং আপনার স্ত্রী এখন “একাঙ্গ।” আর অন্য কোনো মানুষ—বাবা-মা, সন্তান, এমনকী প্রাচীনেরাও—আপনাদের সম্পর্কের মাঝে আসতে পারে না।—মথি ১৯:৫.

  • আপনাকে উপলব্ধি করতে হবে যে, আপনি এবং আপনার স্ত্রী, উভয়েরই আপনাদের নতুন ভূমিকার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় লাগবে।—১ পিতর ৩:৭.

  • আপনার মায়ের সঙ্গে আপনার স্ত্রীর তুলনা করবেন না।—গালা. ৬:৪.

  • এমনটা আশা করবেন না যে, আপনার স্ত্রী সেইসমস্ত পরম্পরাগত রীতিনীতি ও মনোভাব অনুসরণ করবেন, যেগুলো বাইবেলের নীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়।—হিতো. ৩:৫, ৬; মার্ক ৭:১৩.

  • বশ্যতা দাবি করবেন না; যিহোবার বাক্যে পাওয়া নির্দেশনার বশীভূত হওয়ার মাধ্যমে আপনার স্ত্রীর জন্য এক উত্তম উদাহরণ স্থাপন করুন।—১ করি. ১১:৩.

  • সম্মান দাবি করবেন না; বরং অর্জন করুন।—ইফি. ৫:২৫; ১ পিতর ৫:৩.

পরিবারের একজন মস্তকের যা যা করা উচিত

১৪. কীভাবে পরিবারের একজন মস্তক তার পরিবারকে যিহোবার নিকটবর্তী হওয়ার জন্য সাহায্য করেন?

১৪ নিজ পরিবারকে যিহোবার নিকটবর্তী হওয়ার জন্য সাহায্য করা। যিশু দেখিয়েছিলেন যে, তিনি তাঁর পিতার মতোই কারণ তিনি তাঁর অনুসারীদের সাহায্য করতে চেয়েছিলেন যেন তাদের বিশ্বাস ক্রমাগত শক্তিশালী থাকে। (মথি ৫:৩, ৬; মার্ক ৬:৩৪) একইভাবে, পরিবারের একজন মস্তকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার পরিবারকে যিহোবার নিকটবর্তী হওয়ার জন্য সাহায্য করা। (দ্বিতীয়. ৬:৬-৯) আর তিনি তার পরিবারের সঙ্গে ঈশ্বরের বাক্য পড়ার এবং এটি নিয়ে ধ্যান করার, সভাগুলোতে যোগ দেওয়ার, সুসমাচার প্রচার করার এবং যিহোবার উত্তম বন্ধু হওয়ার এবং সেই বন্ধুত্ব বজায় রাখার বিষয়ে খেয়াল রাখার মাধ্যমে তা করে থাকেন।

১৫. কীভাবে পরিবারের একজন মস্তক তার পরিবারকে নিরাপদ বোধ করার জন্য সাহায্য করতে পারেন?

১৫ নিজ পরিবারকে নিরাপদ বোধ করার জন্য সাহায্য করা। যিহোবা অন্যদের সামনে যিশুর প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেছিলেন। (মথি ৩:১৭) যিশু প্রায়ই তাঁর কাজ ও কথার মাধ্যমে তাঁর অনুসারীদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন। আর তাঁর অনুসারীরাও তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করেছিল। (যোহন ১৫:৯, ১২, ১৩; ২১:১৬) পরিবারের একজন মস্তক তার স্ত্রী ও সন্তানদের নিজের কাজের মাধ্যমে, যেমন তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে দেখাতে পারেন যে, তিনি তাদের ভালোবাসেন। এ ছাড়া, তিনি যে তাদের ভালোবাসেন এবং তাদের মূল্যবান হিসেবে দেখেন, তা তার কথার মাধ্যমে প্রকাশ করা আর যখন উপযুক্ত হয়, তখন অন্যদের সামনে তাদের প্রশংসা করা উচিত।—হিতো. ৩১:২৮, ২৯.

একজন ভাই একটা গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করছেন।

যিহোবাকে খুশি করার জন্য পরিবারের একজন মস্তককে অবশ্যই তার পরিবারের বস্তুগত প্রয়োজনগুলো মেটাতে হবে (১৬ অনুচ্ছেদ দেখুন)

১৬. পরিবারের একজন মস্তককে অবশ্যই আর কী করতে হবে এবং কীভাবে তিনি এক সঠিক ভারসাম্য বজায় রাখতে পারেন?

১৬ নিজ পরিবারের বস্তুগত প্রয়োজনগুলো মেটানো। যিহোবা ইজরায়েলীয়দের মৌলিক চাহিদাগুলোর জুগিয়েছিলেন, এমনকী সেইসময়ও, যখন তারা অবাধ্যতার কারণে শাস্তি ভোগ করছিল। (দ্বিতীয়. ২:৭; ২৯:৫) আর তিনি বর্তমানেও আমাদের মৌলিক চাহিদাগুলো জুগিয়ে থাকেন। (মথি ৬:৩১-৩৩; ৭:১১) একইভাবে যিশুও সেই ব্যক্তিদের জন্য খাবার জুগিয়েছিলেন, যারা তাঁকে অনুসরণ করেছিল। (মথি ১৪:১৭-২০) এ ছাড়া, তিনি অনেক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেছিলেন। (মথি ৪:২৪) যিহোবাকে খুশি করার জন্য পরিবারের একজন মস্তককে অবশ্যই তার পরিবারের বস্তুগত প্রয়োজনগুলো মেটাতে হবে। তবে, তাকে এক সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে। পরিবারের ভরণ-পোষণ জোগাতে গিয়ে তিনি যেন জাগতিক কাজে এতটাই ব্যস্ত হয়ে না পড়েন যে, এর ফলে তিনি তার পরিবারকে যিহোবার নিকটবর্তী হওয়ার এবং তাদের নিরাপদ বোধ করার জন্য সঠিকভাবে সাহায্য করতে ব্যর্থ হন।

১৭. আমাদের প্রশিক্ষণ দেওয়ার এবং শাসন করার বিষয়ে যিহোবা ও যিশু কোন উদাহরণ স্থাপন করেছেন?

১৭ প্রশিক্ষণ দিন। যিহোবা আমাদের প্রশিক্ষণ দেন এবং শাসন করেন কারণ তিনি আমাদের সাহায্য করতে চান। (ইব্রীয় ১২:৭-৯) তাঁর পিতার মতো যিশুও তাঁর কর্তৃত্বের অধীনে থাকা ব্যক্তিদের প্রেমের সঙ্গে প্রশিক্ষণ দেন। (যোহন ১৫:১৪, ১৫) যদিও তিনি দৃঢ়ভাবে পরামর্শ দেন, তবে তিনি সদয়। (মথি ২০:২৪-২৮) তিনি জানেন, আমরা অসিদ্ধ এবং প্রায়ই ভুল করি।—মথি ২৬:৪১.

১৮. পরিবারের এক উত্তম মস্তক কোন বিষয়টা স্মরণে রাখেন?

১৮ পরিবারের একজন মস্তক, যিনি যিহোবা ও যিশুকে অনুকরণ করেন, এই বিষয়টা স্মরণে রাখেন যে, তার পরিবারের সদস্যেরা সিদ্ধ নয়। তিনি তার স্ত্রী অথবা সন্তানদের প্রতি “রাগ প্রকাশ” করেন না। (কল. ৩:১৯) এর পরিবর্তে, তিনি গালাতীয় ৬:১ পদে লিপিবদ্ধ নীতি কাজে লাগান এবং এই বিষয়টা স্মরণে রেখে তাদের “মৃদুভাবে” সংশোধন করার চেষ্টা করেন যে, তিনি নিজেও অসিদ্ধ। যিশুর মতো তিনি এটা উপলব্ধি করেন যে, শিক্ষা দেওয়ার সর্বোত্তম উপায় হল উদাহরণ স্থাপন করা।—১ পিতর ২:২১.

১৯-২০. যখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা আসে, তখন পরিবারের একজন মস্তক কীভাবে যিহোবা ও যিশুকে অনুকরণ করতে পারেন?

১৯ নিঃস্বার্থভাবে সিদ্ধান্ত নিন। যিহোবা এমন সিদ্ধান্তগুলো নেন, যেগুলো অন্যদের জন্য উপকারজনক। উদাহরণ স্বরূপ, তিনি যে জীবন সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছেন, তা নিজের উপকারের জন্য নয় বরং বেঁচে থাকার আনন্দ আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য নিয়েছেন। আমাদের পাপ ঢেকে দেওয়ার জন্য তাঁর পুত্রকে প্রদান করার বিষয়ে কেউ তাঁকে জোর করেনি। তিনি আমাদের উপকারের জন্য ইচ্ছুক মনে এই বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যিশুও এমন সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, যেগুলো মূলত অন্যদের জন্য উপকারজনক। (রোমীয় ১৫:৩) উদাহরণ স্বরূপ, একদল জনতাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বিশ্রাম নেওয়ার বিষয়টা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।—মার্ক ৬:৩১-৩৪.

২০ পরিবারের এক উত্তম মস্তক এটা জানেন যে, তাকে সবচেয়ে কঠিন যে-বিষয়গুলো করতে হয়, সেগুলোর মধ্যে একটা হল তার পরিবারের জন্য বিজ্ঞ সিদ্ধান্ত নেওয়া আর তিনি এই দায়িত্বকে গুরুত্বের সঙ্গে নিয়ে থাকেন। তিনি নিজের খেয়ালখুশি মতো অথবা আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলার চেষ্টা করেন। এর পরিবর্তে, কীভাবে উত্তম সিদ্ধান্ত নিতে হয়, সেই ব্যাপারে তিনি যিহোবাকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ দেন।c (হিতো. ২:৬, ৭) এভাবে পরিবারের এক উত্তম মস্তক নিজের নয় বরং অন্যদের উপকারের বিষয়ে চিন্তা করবেন।—ফিলি. ২:৪.

২১. পরবর্তী প্রবন্ধে কী নিয়ে আলোচনা করা হবে?

২১ যিহোবা পরিবারের মস্তকদের এক কঠিন কার্যভার দিয়েছেন এবং তারা যেভাবে সেই কার্যভার পালন করে, সেটার জন্য তাদের নিকাশ দিতে হবে। কিন্তু, একজন স্বামী যদি যিহোবা ও যিশুর দ্বারা স্থাপিত উদাহরণ অনুসরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন, তা হলে তিনি পরিবারের এক উত্তম মস্তক হয়ে উঠবেন। আর তার স্ত্রী যদি নিজের ভূমিকা পালন করেন, তা হলে তাদের বিবাহিত জীবন সুখের হবে। মস্তকপদকে একজন স্ত্রীর কীভাবে দেখা উচিত এবং তিনি কোন কোন কঠিন সমস্যার মুখোমুখি হন? পরবর্তী প্রবন্ধে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে।

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • মস্তকপদ কী?

  • কীভাবে পরিবারের একজন মস্তক দেখাতে পারেন যে, তিনি একজন নম্র ব্যক্তি?

  • পরিবারের একজন মস্তকের তার পরিবারকে কোন কোন সাহায্য প্রদান করা উচিত এবং তার পরিবারের জন্য কী জোগানো উচিত?

গান সংখ্যা ১৪ সবই নতুন করা হয়েছে

a একজন পুরুষ যখন বিয়ে করেন, তখন তিনি এক নতুন পরিবারের মস্তক হয়ে ওঠেন। এই প্রবন্ধে আমরা আলোচনা করব, মস্তকপদ কী, কেন যিহোবা মস্তকপদের ব্যবস্থা করেছেন এবং যিহোবা ও যিশুর দ্বারা স্থাপিত উদাহরণ থেকে পুরুষেরা কী শিখতে পারে। পরবর্তী প্রবন্ধে আমরা বিবেচনা করব, যিশু এবং বাইবেলের অন্যান্য উদাহরণ থেকে একজন স্বামী এবং একজন স্ত্রী কী শিখতে পারেন। আর শেষ প্রবন্ধে আমরা পরীক্ষা করে দেখব, মণ্ডলীতে ভাইদের কীভাবে মস্তকপদ ব্যবহার করা উচিত।

b একজন পুরুষের পক্ষে তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা, এমনকী তাকে শারীরিকভাবে নির্যাতন করা গ্রহণযোগ্য, এইরকম ধারণা কখনো কখনো সিনেমা, খেলাধুলা আর এমনকী কমিক বইয়ে তুলে ধরা হয়। তাই, জনপ্রিয় সংস্কৃতি হয়তো এই ধারণায় ইন্ধন জোগায় যে, একজন পুরুষ তার স্ত্রীর উপর কর্তৃত্ব খাটাতে পারেন।

c কীভাবে উত্তম সিদ্ধান্ত নেওয়া যায়, সেই বিষয়ে আরও তথ্যের জন্য ২০১১ সালের ১৫ এপ্রিল প্রহরীদুর্গ পত্রিকার ১৩-১৭ পৃষ্ঠায় প্রকাশিত “ঈশ্বরের সম্মান নিয়ে আসে এমন সিদ্ধান্ত নিন” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার