গান ১২৩
আমরা যিহোবার ও তাঁর সংগঠনের বশীভূত থাকি
১. আম-রা লোক যি-হো-বার স-কল-কে জা-নাই,
তাঁর অ-পূ-র্ব রা-জ্য আস-বে সব জায়-গায়।
মান-তে হ-বে আজ-কে ঈ-শ্ব-রের নি-র্দেশ।
কর-লে তা এক-সা-থে দেখ-ব ক-ষ্টের শেষ।
(কোরাস)
তাঁর ব-শী-ভূ-ত আর অ-নু-গ-ত
থাক-ব যে আ-জী-বন।
ঈ-শ্ব-রের প্র-জ্ঞায় আর তাঁর সু-র-ক্ষায়
খু-শি থা-কি স-র্ব-ক্ষণ।
২. তাঁর প-বি-ত্র শ-ক্তি আর বি-শ্ব-স্ত দাস
দি-য়ে-ছেন যি-হো-বা বা-ড়া-তে বি-শ্বাস।
আম-রা যে-ন দৃ-ঢ় থা-কি সব-স-ময়,
বা-র্তা প্র-চার কর-তে পাই না যে-ন ভয়।
(কোরাস)
তাঁর ব-শী-ভূ-ত আর অ-নু-গ-ত
থাক-ব যে আ-জী-বন।
ঈ-শ্ব-রের প্র-জ্ঞায় আর তাঁর সু-র-ক্ষায়
খু-শি থা-কি স-র্ব-ক্ষণ।
(আরও দেখুন লূক ১২:৪২; ইব্রীয় ১৩:৭, ১৭.)