গান ৩৩
তোমার বোঝা ফেলে দাও
১. যে-ন তো-মায় ভা-লো-বা-সি,
এ-টাই আ-মার প্রা-র্থ-না।
পি-তা আ-মার মন যে অ-স্থির,
দাও আ-মায় তাই সা-ন্ত্ব-না।
(কোরাস)
ফে-লে দাও সব তো-মার বো-ঝা
পু-রো-পু-রি যি-হো-বার উ-পর।
তি-নি তো-মার ব-ন্ধু হ-য়ে
থাক-বেন পা-শে ব-রা-বর।
২. থাক-লে ডা-না পায়-রার ম-তো
বি-পদ থে-কে পা-লা-তাম।
শ-ত্রু আ-মার থা-কুক য-ত,
যাঃ-য়ের আ-শ্রয় ঠিক পে-তাম।
(কোরাস)
ফে-লে দাও সব তো-মার বো-ঝা
পু-রো-পু-রি যি-হো-বার উ-পর।
তি-নি তো-মার ব-ন্ধু হ-য়ে
থাক-বেন পা-শে ব-রা-বর।
৩. দি-লে সা-ন্ত্ব-না যি-হো-বা
পা-বে আ-মার মন শা-ন্তি।
তি-নি তু-লে নে-বেন বো-ঝা
হ-বে দূর যে সব ক্লা-ন্তি।
(কোরাস)
ফে-লে দাও সব তো-মার বো-ঝা
পু-রো-পু-রি যি-হো-বার উ-পর।
তি-নি তো-মার ব-ন্ধু হ-য়ে
থাক-বেন পা-শে ব-রা-বর।
(আরও দেখুন গীত. ২২:৫; ৩১:১-২৪.)