গান ২৮
যিহোবার বন্ধুত্ব লাভ করা
১. ব-ন্ধু যি-হো-বার কে?
কে স-ঙ্গে তাঁর চ-লে?
কে হ-বে যো-গ্য? অ-নু-গ-ত?
থাক-বে কে তাঁর দ-লে?
যে প-ড়ে বা-ক্য তাঁর,
বি-শ্বাস ক-রে বার বার,
রয় অ-নু-গ-ত স-ঠিক কা-জে,
স-ত্য ধ-রে রা-খে।
২. ব-ন্ধু যি-হো-বার কে?
তাঁর সাম-নে কে দাঁ-ড়ায়?
যি-হো-বার মন কে খু-শি ক-রে?
তাঁর ম-হান নাম জা-নায়?
নাম-কে যে দেয় স-ম্মান,
বা-ক্য মে-নে চ-লে,
বি-শ্ব-স্ত সে, যে সৎ হৃ-দ-য়ে
স-ত্যি ক-থা ব-লে।
৩. অ-র্পণ ক-রি সব ভার,
হৃ-দয় ক-রি উ-জাড়।
কা-ছে টা-নো আর প্রে-মে বাঁ-ধো।
য-ত্ন বু-ঝি তো-মার।
ব-ন্ধু চাই তো-মা-কেই,
দৃ-ঢ় ব-ন্ধন হোক এই।
এর চাই-তে ভা-লো কী আ-ছে আর?
ব-ন্ধু-ত্ব যি-হো-বার!
(আরও দেখুন গীত. ১৩৯:১; ১ পিতর ৫:৬, ৭.)