ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g১৬ নং ১ পৃষ্ঠা ৩
  • পারিবারিক অশান্তি—কেন ঘটে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পারিবারিক অশান্তি—কেন ঘটে?
  • ২০১৬ সজাগ হোন!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যাকোব ও এষৌ শান্তি স্থাপন করেন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • “শান্তির চেষ্টা করুক ও তাহার অনুধাবন করুক”
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যেভাবে পরিবারে শান্তিস্থাপন করা যায়
    ২০১৬ সজাগ হোন!
  • যে-যমজ ভাইয়েরা বিপরীত স্বভাবের ছিল
    আমার বাইবেলের গল্পের বই
আরও দেখুন
২০১৬ সজাগ হোন!
g১৬ নং ১ পৃষ্ঠা ৩
সন্তানরা আতকত হয়ে তাদের বাবা-মায়ের ঝগড়া শুনছ

প্রচ্ছদ বিষয় | পরিবারে শান্তি বজায় রাখুন

পারিবারিক অশান্তি—কেন ঘটে?

‘আমাদের মধ্যে টাকাপয়সা নিয়ে ঝগড়া লেগেই থাকে। আমি পরিবারের জন্য এত কিছু করি কিন্তু টাকাপয়সার বিষয়ে জন আমাকে কিছুই জানায় না। এই কারণে কখনো কখনো সপ্তাহের-পর-সপ্তাহ ধরে আমরা একে অপরের সঙ্গে কোনো কথাই বলি না।’ ঘানায় বসবাসরত স্টেলাa নামে এক স্ত্রী বিয়ের ১৭ বছর অতিবাহিত করার পর এই মন্তব্য করেন।

স্টেলার স্বামী জন স্বীকার করেন, “কখনো কখনো রাগের মাথায় আমরা একে অপরকে উলটোপালটা কথা বলে ফেলি। প্রায়ই এর কারণ হল, ভুল বোঝাবুঝি এবং একে অপরের সঙ্গে ভালোভাবে কথা না বলা। আমাদের মধ্যে ঝগড়ার আরেকটা কারণ হল, একটুতেই মাথা গরম করে ফেলা।”

ভারতে বসবাসরত সুনীলের কিছু দিন আগে বিয়ে হয়েছে। একদিন তার শ্বশুর তার শাশুড়ির উপর রেগে গিয়ে চ্যাঁচামেচি করতে শুরু করেন। সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে সুনীল বলেন, “এরপর শাশুড়ি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান। আমি যখন আমার শ্বশুরকে জিজ্ঞেস করি, কেন তিনি তাকে বকাবকি করেছেন, তখন তার মনে হয় যে, এই প্রশ্ন করে আমি তার অপমান করছি। তাই তিনি আমাদের সবার উপর চিৎকার করতে শুরু করেন।”

আপনিও হয়তো লক্ষ করেছেন, ভুল সময়ে ভুল কথা বলে ফেলা কীভাবে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে। মুহূর্তের মধ্যে কোমল কথাবার্তা ঝগড়ায় পরিণত হতে পারে। কোনো মানুষই সবসময় একেবারে সঠিক কথা বলতে পারে না, তাই সহজেই অন্যদের কথা ও মনোভাবকে ভুল বোঝা হতে পারে। তা সত্ত্বেও, কিছুটা হলেও শান্তি এবং একতা বজায় রাখা সম্ভব।

যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তখন আপনি কী করতে পারেন? পরিবারের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য আপনি কোন কোন পদক্ষেপ নিতে পারেন? কীভাবে পরিবারের সদস্যরা ঘরে শান্তি বজায় রাখতে পারে? তা জানার জন্য পরবর্তী প্রবন্ধগুলো পড়ুন। (g15-E 12)

a এই প্রবন্ধগুলোতে কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার