Xuanyu Han/Moment via Getty Images
সজাগ হোন! পত্রিকার এই সংখ্যায়
পৃথিবী বিপদের মধ্যে রয়েছে।
এই পৃথিবী কি রক্ষা পাবে, না কি আমরা আর সেইসঙ্গে এই পৃথিবীর সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে? এখানে দেওয়া প্রবন্ধগুলো পড়ুন আর এই পৃথিবীতে কী ঘটছে আর সেইসঙ্গে পৃথিবী যে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে, তা বিশ্বাস করার কিছু কারণ সম্বন্ধে জানুন।
ভবিষ্যতে এগুলোর কী হবে:
বিশুদ্ধ জল?
সমুদ্র?
বনভূমি?
বাতাস?