ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g25 নং ১ পৃষ্ঠা ৬-৯
  • বুঝে-শুনে টাকাপয়সা খরচ করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বুঝে-শুনে টাকাপয়সা খরচ করুন
  • ২০২৫ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেন এটা গুরুত্বপূর্ণ?
  • আপনি কী করতে পারেন?
  • কীভাবে কম টাকাপয়সায় জীবনযাপন করা যায়?
    অন্যান্য বিষয়
  • ২ | আপনার জীবিকার উৎস টিকিয়ে রাখুন
    ২০২২ সজাগ হোন!
  • নিজের সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করা যেভাবে তা করা যেতে পারে
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • টাকাপয়সা সঠিকভাবে খরচ করা
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০২৫ সজাগ হোন!
g25 নং ১ পৃষ্ঠা ৬-৯
কোলাজ: ১. বাবা ও মা খাওয়ার টেবিলে বসে খরচপত্রের হিসাব করছেন আর তাদের মেয়ে রান্নাঘরে রয়েছে। ২. একটা ফোনে ক্যালকুলেটর অ্যাপ খোলা রয়েছে আর সেটার নীচে কয়েকটা বিল এবং রসিদ রয়েছে।

আকাশছোঁয়া জিনিসের দাম কীভাবে মোকাবিলা করবেন?

বুঝে-শুনে টাকাপয়সা খরচ করুন

জিনিসপত্রের দাম দিন দিন বেড়ে যাওয়ায় আমরা প্রত্যেকেই সমস্যার মুখোমুখি হচ্ছি। কিন্তু এর মানে এই নয় যে, আপনি নিজেকে অসহায় বলে মনে করবেন। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আপনি অনেক কিছু করতে পারেন।

কেন এটা গুরুত্বপূর্ণ?

আপনি যদি বুঝে-শুনে টাকাপয়সা খরচ না করেন, তা হলে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন আর আপনার দুশ্চিন্তাও বেড়ে যেতে পারে। তবে, আপনার কাছে যদি বেশি টাকাপয়সা না-ও থাকে, তা হলেও আপনি আপনার পরিস্থিতিকে ভালো করার জন্য অনেক কিছু করতে পারেন।

আপনি কী করতে পারেন?

সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করুন। আপনি যদি তা করেন, তা হলে আপনাকে আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে ততটা উদ্‌বিগ্ন হতে হবে না আর হঠাৎ করে যদি বড়ো ধরনের কোনো খরচ চলে আসে, সেটার জন্যও আপনি প্রস্তুত থাকবেন।

আপনার সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করার জন্য একটা বাজেট তৈরি করুন। এই বাজেটে আপনি আপনার প্রত্যেক মাসের আয়-ব্যয়ের হিসাব লিখে রাখুন। এটা আপনাকে সাহায্য করবে, যাতে আপনি অতিরিক্ত খরচ না করে ফেলেন। বাজেট তৈরি করার সময় ভালোভাবে দেখুন, আপনার সত্যিই কোন কোন জিনিসের প্রয়োজন। আপনি যে-পরিকল্পনা করেছেন, সেই অনুযায়ী চলার চেষ্টা করুন। আর জিনিসপত্রের দাম কিংবা আপনার বেতনে যদি কোনো পরিবর্তন হয়, তা হলে সেই অনুযায়ী আপনার বাজেটে রদবদল করুন। যদি আপনি বিবাহিত হন, তা হলে এই ক্ষেত্রে আপনি ও আপনার সাথি একসঙ্গে সিদ্ধান্ত নিন।

এটা করে দেখুন: ক্রেডিট কার্ড অথবা মাসিক কিস্তিতে (ই.এম.আই) কেনার পরিবর্তে যদি সম্ভব হয়, তা হলে পুরো দাম দিয়ে জিনিসপত্র কিনুন। অনেকে এই পরামর্শ কাজে লাগিয়ে তাদের বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে এবং অযথা ধার নেওয়া এড়াতে পেরেছে। এ ছাড়া, সময় সময় আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করুন অর্থাৎ আপনি দেখুন যে, এক মাসে ব্যাঙ্কে আপনি কত টাকা রাখছেন আর কত টাকা খরচ করেছেন। আপনি যখন জানতে পারবেন, আপনার কাছে আসলে কত টাকা রয়েছে, তখন কিছুটা হলেও আপনার দুশ্চিন্তা কম হবে।

আপনার যা আছে, তা দিয়ে সংসার চালানো কঠিন হতে পারে। কিন্তু, আপনি যদি ভালোভাবে পরিকল্পনা করেন, তা হলে সেটা আপনাকে অনেক সাহায্য করবে আর সেইসঙ্গে আপনাকে অযথা দুশ্চিন্তার হাত থেকেও রক্ষা করবে।

‘ব্যয় হিসাব করে দেখ।’—লূক ১৪:২৮.


চাকরি বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করুন। চাকরি বজায় রাখার জন্য আপনি কোন কোন পদক্ষেপ নিতে পারেন? এখানে কয়েকটা পদক্ষেপের বিষয়ে বলা হয়েছে, যেগুলো আপনি কাজে লাগাতে পারেন: সময় মতো কাজে যান। মনোযোগ দিয়ে কাজ করুন। সহকর্মীদের সাহায্য করার জন্য এগিয়ে যান এবং কঠোর পরিশ্রম করুন। অন্যদের প্রতি সম্মান দেখান। কাজের জায়গায় নিয়মকানুন মেনে চলুন এবং নিজের দক্ষতা বাড়ান।


অযথা টাকাপয়সা নষ্ট করা এড়িয়ে চলুন। নিজেকে জিজ্ঞেস করুন ‘আমার কি অযথা টাকাপয়সা খরচ করার অভ্যাস রয়েছে?’ যেমন, অনেক লোক তাদের কষ্ট করে উপার্জন করা টাকা মাদকদ্রব্য, জুয়া খেলা, ধূমপান অথবা অতিরিক্ত মদ খাওয়ার পিছনে খরচ করে উড়িয়ে দেয়। এই অভ্যাসগুলো তাদের শরীরকে নষ্ট করে আর একসময় তারা চাকরিও হারিয়ে ফেলে।

“সুখী সেই ব্যক্তি, যে প্রজ্ঞা খুঁজে পায়, . . . প্রজ্ঞা পাওয়া রুপো পাওয়ার চেয়েও বেশি ভালো।”—হিতোপদেশ ৩:১৩, ১৪, NW.


টাকাপয়সা সঞ্চয় করুন। ভবিষ্যতে কী হবে, তা আপনি জানেন না। তাই যদি সম্ভব হয়, অল্প অল্প করে টাকাপয়সা জমান। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয় অথবা আপনার চাকরি চলে যায় কিংবা হঠাৎ কোনো বিপদ এসে পড়ে, তখন আপনার এই জমানো টাকা কিছুটা হলেও আপনাকে সাহায্য করবে।

‘আমরা সবাই বিপদের সময়ের মধ্য দিয়ে যাই আর সবার প্রতিই দুর্ঘটনা ঘটে।’—উপদেশক ৯:১১, NW.

টাকাপয়সা বাঁচানোর কিছু উপায়

পয়সা ভর্তি একটা কাঁচের পাত্র।

যতটা সম্ভব বাড়িতেই রান্না করুন

আপনি যদি প্রায় রেস্টুরেন্টে খেতে যান অথবা বাইরে থেকে খাবার অর্ডার করেন, তা হলে আপনার অনেক টাকা খরচ হতে পারে। এটা ঠিক যে, ঘরে রান্না করার জন্য সময় ও পরিশ্রমের প্রয়োজন। কিন্তু, এতে আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন আর ঘরের রান্না খেয়ে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে।

বুঝে-শুনে বাজার করুন।

  • বাজার করার আগে একটা লিস্ট তৈরি করুন আর সেই অনুযায়ী জিনিসপত্র কিনুন। চিন্তাভাবনা না করে জিনিসপত্র কেনা এড়িয়ে চলুন।

  • যখন জিনিসপত্রের দাম কম থাকে, তখন আপনি কিছু জিনিস বেশি পরিমাণে কিনে রাখতে পারেন। তবে মনে রাখবেন, যে-জিনিসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যেমন শাকসবজি ও ফল, সেগুলো ঠিকঠাক রাখার ব্যবস্থা যেন আপনার থাকে।

  • এমন জিনিসপত্র কিনুন, যেগুলোর দাম তুলনামূলকভাবে কম। তবে সেগুলোর গুণগত মান যেন ভালো হয়।

  • আপনার এলাকায় কি অনলাইন কেনাকাটার ব্যবস্থা আছে? যদি থাকে, তা হলে আপনি সেখান থেকে কেনাকাটা করতে পারেন কারণ অনলাইনে আপনি অনেক অপশন খুঁজে পাবেন। এর ফলে আপনি দোকানে গিয়ে অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা এড়াতে পারবেন এবং কত টাকা খরচ করেছেন, সেটার ভালো হিসাবও রাখতে পারবেন।

  • কোথায় সেল চলছে অথবা বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, সে-দিকে লক্ষ রাখুন। কোনো একটা জিনিস কেনার আগে আলাদা আলাদা জায়গায় এবং আলাদা আলাদা ব্র্যান্ডের দাম যাচাই করে দেখুন। কোনো জিনিস কেনার আগে এটা নিয়েও চিন্তা করুন, সেটার পিছনে কতটা বিদ্যুৎ অথবা জ্বালানি খরচ হবে আর খারাপ হয়ে গেলে সারাতে কত টাকা লাগবে।

নতুন কিছু কেনার আগে আরেক বার চিন্তা করুন।

যে-কোম্পানিগুলো ফোন এবং অন্যান্য প্রোডাক্ট তৈরি করে, তারা নিজেদের লাভের জন্য অনবরত বাজারে নতুন মডেল আনতে থাকে। তাই একটু থেমে নিজেকে জিজ্ঞেস করুন, আমাকে কি এক্ষুনি এই মডেলটা কিনতে হবে, না কি আমার কাছে যেটা আছে, সেটা এখনও কিছু দিন চলবে? আমাকে কি সবসময় লেটেস্ট মডেলটাই কিনতে হবে?

জিনিসপত্র সারিয়ে পুনরায় ব্যবহার করুন।

ফ্রিজ অথবা স্টোভের মতো জিনিসগুলো ভালো অবস্থায় রাখুন এবং খারাপ হয়ে গেলে যদি সম্ভব হয়, তা হলে সারিয়ে নিয়ে পুনরায় ব্যবহার করুন। তবে যদি কিনতেই হয়, তা হলে আপনি হয়তো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কেনার কথা চিন্তা করতে পারেন।

শাকসবজি চাষ করুন।

আপনি কি আপনার বাড়িতে কিছু জায়গা শাকসবজি লাগানোর জন্য আলাদা করে রাখতে পারেন? এর ফলে আপনার খরচ তো কমবেই, পাশাপাশি আপনি সেই শাকসবজি বিক্রিও করতে পারবেন অথবা অন্যদের দিতেও পারবেন।

“পরিশ্রমী ব্যক্তির পরিকল্পনা নিশ্চিতভাবেই সফল হবে।”—হিতোপদেশ ২১:৫, NW.

ক্রেডিট কার্ড।

“নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কতটা বাড়লো বা কমলো, তা আমরা প্রতিদিন লক্ষ রাখি। এ ছাড়া, আমরা সতর্কতার সঙ্গে ক্রেডিট কার্ড ব্যবহার করি।”—মাইল্‌স, ইংল্যান্ড।

একটা নোট বই, একটা পেন আর একগোছা গাড়ির চাবি।

“প্রতি মাসে জিনিসপত্র কেনার আগে সবসময় আমি ও আমার স্ত্রী প্রয়োজনীয় জিনিসপত্রের একটা লিস্ট তৈরি করি।”—জেরেমি, মার্কিন যুক্তরাষ্ট্র।

রোজকার হিসাবের খাতা এবং একটা ক্যালকুলেটর

“আমরা সবসময় লক্ষ রাখি, যে-জিনিসটা আমরা কিনতে চাই, সেটা কেনার সামর্থ্য আমাদের আছে কি না। এ ছাড়া, আমরা কিছু টাকা আলাদা করে রাখি, যাতে প্রয়োজন হলে আমরা সেই টাকাটা খরচ করতে পারি।”—ইয়েল, ইজরায়েল।

একটা রেঞ্জ আর একটা স্ক্রুড্রাইভার

“আমি ও আমার স্ত্রী আমাদের ছেলে-মেয়েদের এটা শিখিয়েছি যে, যদি কোনো জিনিস ভেঙে যায় বা খারাপ হয়ে যায়, যেমন হতে পারে, গাড়ি এবং ঘরের অন্যান্য জিনিসপত্র, তা হলে তারা যেন নতুন না কিনে বরং সেটাকেই সারিয়ে নেয়। এ ছাড়া আমরা দু-জনেই চেষ্টা করি, বাজারে কোনো নতুন মডেল এলে যেন সেটা কেনার পেছনে না ছুটি।”—জেফ্রি, মার্কিন যুক্তরাষ্ট্র।

“আমি কিছু শাকসবজি লাগিয়েছি আর কিছু মুরগিও পুষেছি। এর ফলে আমি আমার খরচ কিছুটা হলেও কমাতে পেরেছি। এ ছাড়া, এই শাকসবজি আমি অন্যদেরও দিতে পারছি।”—হোনো, মিয়ানমার।

একজন মহিলা বাগান থেকে বিভিন্ন ধরনের সবজি তুলছেন।
    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার