আকাশছোঁয়া জিনিসের দাম কীভাবে মোকাবিলা করবেন?
বুঝে-শুনে টাকাপয়সা খরচ করুন
জিনিসপত্রের দাম দিন দিন বেড়ে যাওয়ায় আমরা প্রত্যেকেই সমস্যার মুখোমুখি হচ্ছি। কিন্তু এর মানে এই নয় যে, আপনি নিজেকে অসহায় বলে মনে করবেন। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আপনি অনেক কিছু করতে পারেন।
কেন এটা গুরুত্বপূর্ণ?
আপনি যদি বুঝে-শুনে টাকাপয়সা খরচ না করেন, তা হলে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন আর আপনার দুশ্চিন্তাও বেড়ে যেতে পারে। তবে, আপনার কাছে যদি বেশি টাকাপয়সা না-ও থাকে, তা হলেও আপনি আপনার পরিস্থিতিকে ভালো করার জন্য অনেক কিছু করতে পারেন।
আপনি কী করতে পারেন?
সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করুন। আপনি যদি তা করেন, তা হলে আপনাকে আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে ততটা উদ্বিগ্ন হতে হবে না আর হঠাৎ করে যদি বড়ো ধরনের কোনো খরচ চলে আসে, সেটার জন্যও আপনি প্রস্তুত থাকবেন।
আপনার সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করার জন্য একটা বাজেট তৈরি করুন। এই বাজেটে আপনি আপনার প্রত্যেক মাসের আয়-ব্যয়ের হিসাব লিখে রাখুন। এটা আপনাকে সাহায্য করবে, যাতে আপনি অতিরিক্ত খরচ না করে ফেলেন। বাজেট তৈরি করার সময় ভালোভাবে দেখুন, আপনার সত্যিই কোন কোন জিনিসের প্রয়োজন। আপনি যে-পরিকল্পনা করেছেন, সেই অনুযায়ী চলার চেষ্টা করুন। আর জিনিসপত্রের দাম কিংবা আপনার বেতনে যদি কোনো পরিবর্তন হয়, তা হলে সেই অনুযায়ী আপনার বাজেটে রদবদল করুন। যদি আপনি বিবাহিত হন, তা হলে এই ক্ষেত্রে আপনি ও আপনার সাথি একসঙ্গে সিদ্ধান্ত নিন।
এটা করে দেখুন: ক্রেডিট কার্ড অথবা মাসিক কিস্তিতে (ই.এম.আই) কেনার পরিবর্তে যদি সম্ভব হয়, তা হলে পুরো দাম দিয়ে জিনিসপত্র কিনুন। অনেকে এই পরামর্শ কাজে লাগিয়ে তাদের বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে এবং অযথা ধার নেওয়া এড়াতে পেরেছে। এ ছাড়া, সময় সময় আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করুন অর্থাৎ আপনি দেখুন যে, এক মাসে ব্যাঙ্কে আপনি কত টাকা রাখছেন আর কত টাকা খরচ করেছেন। আপনি যখন জানতে পারবেন, আপনার কাছে আসলে কত টাকা রয়েছে, তখন কিছুটা হলেও আপনার দুশ্চিন্তা কম হবে।
আপনার যা আছে, তা দিয়ে সংসার চালানো কঠিন হতে পারে। কিন্তু, আপনি যদি ভালোভাবে পরিকল্পনা করেন, তা হলে সেটা আপনাকে অনেক সাহায্য করবে আর সেইসঙ্গে আপনাকে অযথা দুশ্চিন্তার হাত থেকেও রক্ষা করবে।
চাকরি বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করুন। চাকরি বজায় রাখার জন্য আপনি কোন কোন পদক্ষেপ নিতে পারেন? এখানে কয়েকটা পদক্ষেপের বিষয়ে বলা হয়েছে, যেগুলো আপনি কাজে লাগাতে পারেন: সময় মতো কাজে যান। মনোযোগ দিয়ে কাজ করুন। সহকর্মীদের সাহায্য করার জন্য এগিয়ে যান এবং কঠোর পরিশ্রম করুন। অন্যদের প্রতি সম্মান দেখান। কাজের জায়গায় নিয়মকানুন মেনে চলুন এবং নিজের দক্ষতা বাড়ান।
অযথা টাকাপয়সা নষ্ট করা এড়িয়ে চলুন। নিজেকে জিজ্ঞেস করুন ‘আমার কি অযথা টাকাপয়সা খরচ করার অভ্যাস রয়েছে?’ যেমন, অনেক লোক তাদের কষ্ট করে উপার্জন করা টাকা মাদকদ্রব্য, জুয়া খেলা, ধূমপান অথবা অতিরিক্ত মদ খাওয়ার পিছনে খরচ করে উড়িয়ে দেয়। এই অভ্যাসগুলো তাদের শরীরকে নষ্ট করে আর একসময় তারা চাকরিও হারিয়ে ফেলে।
টাকাপয়সা সঞ্চয় করুন। ভবিষ্যতে কী হবে, তা আপনি জানেন না। তাই যদি সম্ভব হয়, অল্প অল্প করে টাকাপয়সা জমান। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয় অথবা আপনার চাকরি চলে যায় কিংবা হঠাৎ কোনো বিপদ এসে পড়ে, তখন আপনার এই জমানো টাকা কিছুটা হলেও আপনাকে সাহায্য করবে।