ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w11 ১/১ পৃষ্ঠা ২১
  • তিনি লোকেদের মধ্যে ভালো কিছু খোঁজেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তিনি লোকেদের মধ্যে ভালো কিছু খোঁজেন
  • ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘উত্তম দেশে’ এক বছর
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “আঃ! তাঁহার কেমন মঙ্গলভাব!”
    যিহোবার নিকটবর্তী হোন
  • যিহোবা—মঙ্গলভাবের সর্বোৎকৃষ্ট উদাহরণ
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মঙ্গলভাব​—⁠কীভাবে আপনি তা গড়ে তুলতে পারেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
আরও দেখুন
২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w11 ১/১ পৃষ্ঠা ২১

ঈশ্বরের নিকটবর্তী হোন

তিনি লোকেদের মধ্যে ভালো কিছু খোঁজেন

১ রাজাবলি ১৪:১৩

“সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন, ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন।” (১ বংশাবলি ২৮:৯) অনুপ্রাণিত এই কথাগুলো বুঝিয়েছিল যে, আমাদের সম্বন্ধে যিহোবার গভীর আগ্রহের প্রতি আমরা যেন কৃতজ্ঞতায় পূর্ণ হই। এমনকী যদিও আমরা সিদ্ধ নই, তবুও যিহোবা আমাদের হৃদয়ে ভালো কিছু খোঁজেন। ১ রাজাবলি ১৪:১৩ পদে অবিয়ের উদ্দেশে বলা তাঁর কথাগুলোতে এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

অবিয় এক দুষ্ট পরিবারের মধ্যে থাকতেন। তার বাবা যারবিয়াম এক ধর্মভ্রষ্ট রাজবংশের প্রধান ছিলেন।a “লোকে যেমন ঝাঁটি দিয়া . . . মল দূর করে, তদ্রুপ” যিহোবা যারবিয়ামের কুলকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। (১ রাজাবলি ১৪:১০) কিন্তু ঈশ্বর আদেশ দিয়েছিলেন যে, যারবিয়ামের কুলের শুধুমাত্র একজন সদস্য অবিয়কে—যে গুরুতরভাবে অসুস্থ ছিলেন—যেন সম্মানজনকভাবে কবর দেওয়া হয়।b কেন? ঈশ্বর ব্যাখ্যা করেছিলেন: “যারবিয়ামের কুলের মধ্যে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি তাহারই কিঞ্চিৎ সদ্ভাব পাওয়া গিয়াছে।” (১ রাজাবলি ১৪:১, ১২, ১৩) এই কথাগুলো অবিয় সম্বন্ধে আমাদের কী জানায়?

অবিয় যে ঈশ্বরের একজন বিশ্বস্ত উপাসক ছিলেন, বাইবেল তা বলে না। তবুও, তার মধ্যে কিছুটা সদ্‌ভাব বা ভালো গুণ ছিল। এই ভালো গুণ ছিল “সদাপ্রভুর প্রতি” আর খুব সম্ভবত তা তাঁর উপাসনার সঙ্গে জড়িত ছিল। রব্বি লেখকরা ইঙ্গিত দেয় যে, অবিয় যিরূশালেম মন্দিরের উদ্দেশে তীর্থযাত্রা করেছিলেন অথবা ইস্রায়েলীয়দের যিরূশালেমে যাওয়া থেকে বাধা দিতে তার বাবা যে-রক্ষীদের রেখেছিলেন, তাদেরকে সরিয়ে দিয়েছিলেন।

যদিও আমরা সঠিকভাবে জানি না যে, তিনি কোন ধরনের ভালো গুণ দেখিয়েছিলেন কিন্তু অবিয়ের সেই ভালো গুণ লক্ষ্যণীয় ছিল। প্রথমত, তা ছিল অকৃত্রিম। এই ভালো গুণ ছিল ‘তাহার’ মধ্যে অর্থাৎ তার হৃদয়ে। দ্বিতীয়ত, এটা ছিল ব্যতিক্রমী। এমনকী “যারবিয়ামের কুলে” থাকা সত্ত্বেও, অবিয় এই ভালো গুণ প্রদর্শন করেছিলেন। একজন পণ্ডিত ব্যক্তি বলেন: “খারাপ জায়গা ও পরিবারগুলোতে থাকার সময় যে-লোকেরা তাদের ভালো গুণ দেখিয়ে থাকে, তা তাদের জন্য খুবই প্রশংসনীয় বিষয়।” আরেকজন পণ্ডিত ব্যক্তি বলেন যে, “ঠিক যেমন রাতের আকাশে নক্ষত্রগুলো সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় এবং পাতা ঝরা গাছগুলোর মধ্যে চিরহরিৎ বৃক্ষগুলোকে সবচেয়ে সুন্দর দেখায়,” তেমনই অবিয়ের ভালো গুণ “লক্ষ্যণীয়” ছিল।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ১ রাজাবলি ১৪:১৩ পদের কথাগুলো, যিহোবা সম্বন্ধে এবং তিনি আমাদের মধ্যে যা খোঁজেন, সেই সম্বন্ধে আমাদেরকে ভালো কিছু শিক্ষা দেয়। স্মরণ করুন যে, অবিয়ের মধ্যে কিছুটা ভালো গুণ ‘পাওয়া গিয়াছিল।’ মনে করা হয় যে, যতক্ষণ পর্যন্ত না তিনি অবিয়ের মধ্যে লেশমাত্র ভালো গুণ খুঁজে পেয়েছিলেন, ততক্ষণ পর্যন্ত যিহোবা তার হৃদয় অনুসন্ধান করেছিলেন। একজন পণ্ডিত ব্যক্তি যেমন বলেন, তার পরিবারের সঙ্গে তুলনা করলে, অবিয় “নুড়ি পাথরের স্তূপের মধ্যে” একমাত্র মুক্তোর মতো ছিলেন। এক দুষ্ট পরিবারের এই একজন সদস্যের প্রতি কিছুটা করুণা দেখানোর দ্বারা যিহোবা এই ভালো গুণকে মূল্যবান বলে গণ্য করেছিলেন এবং এটাকে পুরস্কৃত করেছিলেন।

এটা জানা কি আশ্বাসদায়ক নয় যে, আমাদের অসিদ্ধতাগুলো সত্ত্বেও যিহোবা আমাদের মধ্যে ভালো কিছু খোঁজেন এবং সেগুলোকে মূল্যবান বলে গণ্য করেন? (গীতসংহিতা ১৩০:৩) এটা জানা আমাদেরকে যিহোবার, যে-ঈশ্বর এমনকী লেশমাত্র ভালো গুণের খোঁজে আমাদের হৃদয় অনুসন্ধান করেন, তাঁর আরও নিকটবর্তী হতে পরিচালিত করা উচিত। (w১০-E ০৭/০১)

[পাদটীকাগুলো]

a লোকেদেরকে যিরূশালেম মন্দিরে যিহোবার উপাসনা করতে যাওয়া থেকে বিরত করার জন্য, যারবিয়াম ইস্রায়েলের উত্তরের দশ বংশের রাজ্যে, প্রতিমাপূজারূপ বাছুর উপাসনা প্রতিষ্ঠা করেছিলেন।

b বাইবেলের সময়ে, সম্মানজনকভাবে কবর দিতে প্রত্যাখ্যান করাকে ঐশিক অসন্তোষের প্রমাণ হিসেবে দেখা হতো।—যিরমিয় ২৫:৩২, ৩৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার