ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w10 ১০/১৫ পৃষ্ঠা ২৫-২৮
  • অল্পবয়সিদেরকে যিহোবার সংগঠনের সঙ্গে পরিচিত হয়ে উঠতে সাহায্য করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অল্পবয়সিদেরকে যিহোবার সংগঠনের সঙ্গে পরিচিত হয়ে উঠতে সাহায্য করুন
  • ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • স্থানীয় মণ্ডলী
  • বিশ্বব্যাপী সংগঠন
  • প্রত্যেক সন্তানকে তথ্য জানান
  • আপনাদের আনন্দ করার কারণ রয়েছে
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আধ্যাত্মিক দিক দিয়ে শক্তিশালী পরিবার গড়ে তোলা
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাবা-মায়েরা, আপনাদের সন্তানদের যিহোবাকে ভালোবাসতে শেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • বাবা-মায়েরা—আপনাদের সন্তানদের যিহোবাকে ভালোবাসার জন্য প্রশিক্ষণ দিন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
আরও দেখুন
২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w10 ১০/১৫ পৃষ্ঠা ২৫-২৮

অল্পবয়সিদেরকে যিহোবার সংগঠনের সঙ্গে পরিচিত হয়ে উঠতে সাহায্য করুন

সন্তানরা শিখতে চায়। সেই প্রশ্নগুলোর কথা কল্পনা করুন, যেগুলো হয়তো মিশরে থাকাকালীন ইস্রায়েলীয় সন্তানরা প্রথম নিস্তারপর্বের রাতে করেছিল: ‘কেন মেষশাবক মারতে হবে?’ ‘কেন বাবা দরজায় রক্ত লাগাচ্ছে?’ ‘আমরা কোথায় যাচ্ছি?’ যিহোবা যে এই ধরনের প্রশ্ন শুনে খুশি হতেন, তা তিনি ইস্রায়েলীয় বাবাদেরকে যে-আদেশ দিয়েছিলেন, তা থেকে স্পষ্ট হয়। ভবিষ্যতে নিস্তারপর্ব উদ্‌যাপনের বিষয়ে যিহোবা তাদের বলেছিলেন: “তোমাদের সন্তানগণ যখন তোমাদিগকে বলিবে, তোমাদের এই সেবার তাৎপর্য্য কি? তোমরা কহিবে, ইহা সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্বীয় যজ্ঞ, মিস্রীয়দিগকে আঘাত করিবার সময়ে তিনি মিসরে ইস্রায়েল-সন্তানদের গৃহ সকল ছাড়িয়া অগ্রে গিয়াছিলেন, আমাদের গৃহ রক্ষা করিয়াছিলেন।” (যাত্রা. ১২:২৪-২৭) পরবর্তী সময়ে, যিহোবা ইস্রায়েলীয় বাবা-মাদেরকে তাদের সন্তানদের সেই “বিধি ও শাসন” সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছিলেন, যেগুলো সম্বন্ধে যিহোবা আজ্ঞা দিয়েছিলেন।—দ্বিতীয়. ৬:২০-২৫.

স্পষ্টতই, যিহোবা চেয়েছিলেন যেন সন্তানরা সত্য উপাসনার সঙ্গে সম্পর্কযুক্ত তাদের প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর পেতে পারে—এমন উত্তর, যেগুলো তাদেরকে যিহোবাকে তাদের ঈশ্বর এবং উদ্ধারকর্তা হিসেবে ভালোবাসতে অনুপ্রাণিত করবে। বর্তমানে দিনেও, যিহোবা আমাদের অল্পবয়সিদের জন্য একই বিষয় চান। একটা যে-উপায়ে বাবা-মায়েরা তাদের সন্তানদের মনে ঈশ্বর ও তাঁর লোকেদের প্রতি আন্তরিক প্রেম গেঁথে দিতে পারে, তা হল তাদেরকে যিহোবার সংগঠনের সঙ্গে পরিচিত হয়ে উঠতে এবং কীভাবে তারা এই সংগঠনের ব্যবস্থা থেকে উপকৃত হতে পারে, তা বুঝতে সাহায্য করার মাধ্যমে। তাই আসুন, আমরা এমন কিছু উপায় বিবেচনা করি, যেগুলোর মাধ্যমে অল্পবয়সিদের ঈশ্বরের সংগঠন সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানতে সাহায্য করা যেতে পারে।

স্থানীয় মণ্ডলী

অল্পবয়সিদের সেই মণ্ডলী সম্বন্ধে জানতে হবে, যে-মণ্ডলীর সঙ্গে আপনার পরিবার মেলামেশা করে থাকে। তা করার জন্য বাবা-মা হিসেবে আপনারা আপনাদের সন্তানদেরকে সমস্ত খ্রিস্টীয় সভায় নিয়ে যেতে চাইবেন। এভাবে, আপনারা সেই আদর্শ অনুসরণ করেন, যা যিহোবা ইস্রায়েলীয়দের জন্য স্থাপন করেছিলেন, যাদেরকে তিনি এই আজ্ঞা দিয়েছিলেন: “তুমি লোকদিগকে, পুরুষ, স্ত্রী, বালক-বালিকা . . . সকলকে একত্রিত করিবে, যেন তাহারা শুনিয়া শিক্ষা পায়, ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে, এবং এই ব্যবস্থার সমস্ত কথা যত্নপূর্ব্বক পালন করে; আর তাহাদের যে সন্তানগণ এই সকল জানে না, তাহারা যেন শুনে, এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে শিখে।”—দ্বিতীয়. ৩১:১২, ১৩.

একেবারে শিশুকাল থেকেই সন্তানদের যিহোবার বাক্য সম্বন্ধে শেখানো শুরু করা যেতে পারে। প্রেরিত পৌল তীমথিয় সম্বন্ধে বলেছিলেন: “তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ।” (২ তীম. ৩:১৫) কিংডম হলের সভাগুলোতে, এমনকী একেবারে ছোটো সন্তানরাও উপস্থাপিত তথ্য বুঝতে এবং রাজ্যের গানগুলোর সঙ্গে পরিচিত হয়ে উঠতে শুরু করে। সেখানে তারা বাইবেল ও বাইবেলভিত্তিক সাহিত্যাদি ব্যবহার ও সেগুলোকে সম্মান করতে শেখে। অধিকন্তু, আমাদের সভাগুলোতে তারা এমন একটা গুণের উপস্থিতি অনুভব করতে পারে, যা খ্রিস্টের সত্য অনুসারীদের শনাক্ত করে আর তা হল প্রকৃত প্রেম। যিশু বলেছিলেন: “এক নূতন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম কর; আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম কর। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহাতেই সকলে জানিবে যে, তোমরা আমার শিষ্য।” (যোহন ১৩:৩৪, ৩৫) কিংডম হলে যে-উষ্ণ প্রেম ও প্রকৃত নিরাপত্তা স্পষ্ট দেখা যায়, তা সন্তানদের কাছে হৃদয়গ্রাহী হয়ে উঠবে এবং খ্রিস্টীয় সভাগুলোতে যোগদান করা তাদের জীবনের এক স্থায়ী অংশ করে তোলার ব্যাপারে তাদেরকে সাহায্য করবে।

আপনারা যখন নিয়মিতভাবে কিংডম হলে আগে আগে উপস্থিত হন এবং সভা শেষে কিছুটা সময় থাকেন, তখন আপনাদের সন্তানরা বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ পাবে। তাদেরকে কেবল অন্যান্য ছোটো ছেলে-মেয়েদের সঙ্গে মেলামেশা করতে দেওয়ার পরিবর্তে, সমস্ত বয়সের ভাইবোনদের সঙ্গে পরিচয় করিয়ে দিন না কেন? আপনাদের সন্তানরা যদি বয়স্ক ব্যক্তিদের সম্বন্ধে আরও ভালোভাবে জানে, তাহলে তারা অভিজ্ঞতা ও প্রজ্ঞার এক আনন্দপূর্ণ ভাণ্ডার খুঁজে পাবে। ঠিক যেমন প্রাচীনকালের “ঈশ্বরীয় দর্শনে বুদ্ধিমান” সখরিয় যিহূদার রাজা অল্পবয়সি উষিয়ের ওপর উত্তম প্রভাব ফেলেছিলেন, তেমনই আজকে যারা অনেক বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে যিহোবাকে সেবা করেছে, তারাও অল্পবয়সিদের ওপর উত্তম প্রভাব ফেলতে পারে। (২ বংশা. ২৬:১, ৪, ৫) এ ছাড়া, কিংডম হলে থাকাকালীন আপনারা আপনাদের সন্তানদের কাছে লাইব্রেরি, তথ্য বোর্ড এবং অন্যান্য দিক সম্বন্ধে ব্যাখ্যা করতে পারেন।

বিশ্বব্যাপী সংগঠন

সন্তানদের বুঝতে হবে যে, স্থানীয় মণ্ডলী ১,০০,০০০-রও বেশি মণ্ডলী নিয়ে গঠিত বিশ্বব্যাপী সংগঠনের একটা অংশ। এই সংগঠনের বিভিন্ন বৈশিষ্ট্য, এটা কীভাবে কাজ করে আর এর কাজকে সমর্থন করার জন্য সন্তানদের কোন ভূমিকা রয়েছে, তা ব্যাখ্যা করুন। তাদেরকে বুঝতে সাহায্য করুন যে, কেন আপনারা সীমা সম্মেলন, জেলা সম্মেলন এবং সীমা অধ্যক্ষের পরিদর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।—২৮ পৃষ্ঠায় “পারিবারিক উপাসনার সময় বিবেচ্য বিষয়গুলো,” শিরোনামের বাক্সটা দেখুন।

আপনাদের যখন সুযোগ থাকে, তখন ভ্রমণ অধ্যক্ষ, মিশনারি, বেথেল পরিবারের সদস্য এবং অন্যান্য পূর্ণসময়ের পরিচারকদেরকে আপনাদের বাড়িতে খাবারের জন্য আমন্ত্রণ জানান। এইরকমটা মনে করবেন না যে, অল্পবয়সি ছেলে-মেয়েদের জন্য তাদের সময় নেই। পূর্ণসময়ের এই পরিচারকরা যিশুকে অনুকরণ করার আপ্রাণ চেষ্টা করছে, যিনি সবসময় ছোটো ছেলে-মেয়েদের সাদরে গ্রহণ করে নিতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন। (মার্ক ১০:১৩-১৬) যিহোবার এই দাসদের কাছ থেকে অভিজ্ঞতা শুনে এবং পবিত্র সেবায় তাদের আনন্দ লক্ষ করে আপনাদের সন্তানরাও হয়তো পূর্ণসময়ের পরিচর্যাকে তাদের লক্ষ্য করে তুলবে।

আপনার সন্তানদেরকে যিহোবার সংগঠনের সঙ্গে আরও পরিচিত হয়ে ওঠার জন্য সাহায্য করতে একটা পরিবার হিসেবে আপনারা আর কী করতে পারেন? এখানে কিছু পরামর্শ তুলে ধরা হল: যিহোবার সাক্ষিরা—ঈশ্বরের রাজ্যের ঘোষণাকারী (ইংরেজি) নামক বইয়ের বিষয়বস্তু বিবেচনা করাকে এক পারিবারিক প্রকল্প করে তুলুন। যিহোবার দাসেরা যে-ভক্তি, নম্রতা এবং আনুগত্য প্রদর্শন করেছে, সেটার ওপর জোর দিন। সারা পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য কীভাবে যিহোবা তাদেরকে ব্যবহার করেছেন, তা দেখান। অতীত ও বর্তমানের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো শেখানোর জন্য যিহোবার সংগঠনের দ্বারা নির্মিত ভিডিওগুলো ব্যবহার করুন। আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আপনার দেশের অথবা হতে পারে অন্য দেশের শাখা অফিস এবং বেথেল হোম পরিদর্শন করুন। বিশ্বস্ত দাস শ্রেণীর নির্দেশাধীনে যিহোবার সংগঠনের পার্থিব অংশ যেভাবে আধ্যাত্মিক খাদ্য সরবরাহ করার এবং বিশ্বব্যাপী ভাইদেরকে নির্দেশনা জোগানোর বিষয়টা সংগঠিত করে, যেমনটা সা.কা. প্রথম শতাব্দীতে করা হয়েছিল, তা আপনার সন্তানদেরকে প্রভাবিত করবে।—মথি ২৪:৪৫-৪৭; প্রেরিত ১৫:২২-৩১.

প্রত্যেক সন্তানকে তথ্য জানান

আপনাদের সন্তানদের শিক্ষা দেওয়ার সময়, যিশু যেভাবে তাঁর প্রেরিতদের শিক্ষা দিয়েছিলেন, তা মনে রাখুন। একবার তিনি তাদেরকে বলেছিলেন: “তোমাদিগকে বলিবার আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সে সকল সহ্য করিতে পার না।” (যোহন ১৬:১২) যিশু তাঁর শিষ্যদের অনেক তথ্য জানিয়ে বিহ্বল করে দেননি। বরং, তিনি ধীরে ধীরে তাদেরকে গুরুত্বপূর্ণ সত্যগুলো শিক্ষা দিয়েছিলেন, যাতে তারা সেগুলো সঠিকভাবে বুঝতে পারে। একইভাবে, আপনার সন্তানদেরকেও বিহ্বল করে দেবেন না। যিহোবার সংগঠন সম্বন্ধে নিয়মিতভাবে কিন্তু ধীরে ধীরে শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনি ক্রমাগত তাদের আগ্রহ জাগিয়ে তুলতে পারবেন এবং খ্রিস্টীয় মণ্ডলী সম্বন্ধে জানাকে এক উপভোগ্য অভিজ্ঞতা করে তুলবেন। আপনাদের সন্তানদের চাহিদা পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা ইতিমধ্যে যা জানে, তা পুনরাবৃত্তি করতে ও সেই সম্বন্ধে আরও তথ্য জানাতে পারে।

খ্রিস্টীয় মণ্ডলী হচ্ছে আধ্যাত্মিক শক্তির এক গুরুত্বপূর্ণ উৎস এবং যে-অল্পবয়সিরা উদ্যোগের সঙ্গে এর সঙ্গে সম্পর্কযুক্ত কাজগুলোতে অংশ নেয়, তারা শয়তানের জগতের প্রভাবকে প্রতিহত করার জন্য আরও বেশি সুসজ্জিত হয়। (রোমীয় ১২:২) আমরা নিশ্চিত যে, আপনারা আপনাদের সন্তানদেরকে যিহোবার সংগঠনের সঙ্গে পরিচিত হয়ে উঠতে সাহায্য করায় অনেক আনন্দ খুঁজে পাবেন। তাঁর আশীর্বাদে তারা যেন সংগঠনের এবং আমরা যে-প্রেমময় ঈশ্বরের সেবা করি, তাঁর প্রতি অনুগত থাকে।

[২৮ পৃষ্ঠার বাক্স/চিত্র]

পারিবারিক উপাসনার সময় বিবেচ্য বিষয়গুলো

এখানে সাংগঠনিক বিষয়গুলোর সঙ্গে সম্পর্কযুক্ত কিছু বিষয় রয়েছে, যেগুলো পারিবারিক উপাসনার সন্ধ্যায় আপনি বিবেচনা করতে পারেন।

▪ স্থানীয় মণ্ডলীর ইতিহাস সম্বন্ধে পুনরালোচনা করুন। কখন এবং কীভাবে এটা স্থাপিত হয়েছিল? মণ্ডলী কোন কোন কিংডম হল ব্যবহার করেছিল? এই আলোচনার জন্য, মণ্ডলীর একজন দীর্ঘসময়ের সদস্যকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানান না কেন, যেন তিনি আপনার সন্তানদের প্রশ্নের উত্তর দিতে পারেন?

▪ মণ্ডলীর বিভিন্ন সভার ও বড়ো বড়ো সমাবেশের উদ্দেশ্য এবং সেগুলো থেকে সন্তানরা কীভাবে উপকৃত হতে পারে, তা ব্যাখ্যা করুন।

▪ যিহোবার সংগঠনের দ্বারা স্থাপিত বিভিন্ন স্কুলের উদ্দেশ্য বিবেচনা করুন। সেই অভিজ্ঞতাগুলো বলুন, যেগুলো এই স্কুলের গ্র্যাজুয়েটরা যে-উত্তম ফলাফল লাভ করেছে, তা তুলে ধরে।

▪ অল্পবয়সিদেরকে সুসমাচারের নিয়মিত প্রকাশক হওয়ার গুরুত্ব বুঝতে সাহায্য করুন। দেখান যে, কীভাবে তারা যিহোবার সাক্ষিদের বর্ষপুস্তক-এ (ইংরেজি) প্রকাশিত বিশ্বব্যাপী রিপোর্টে অবদান রাখতে পারে।

▪ যিহোবার সংগঠনে যুবক-যুবতীদের জন্য বিভিন্ন ধরনের পূর্ণসময়ের যে-সেবা রয়েছে, তা বিবেচনা করুন। ২০০৭ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩-৬ পৃষ্ঠা তথ্যের এক উত্তম উৎস।

▪ অল্পবয়সিদের বুঝতে সাহায্য করুন যে, কেন মণ্ডলীতে নির্দিষ্ট কিছু পদ্ধতি অনুসরণ করা হয়। ব্যাখ্যা করুন যে, কেন তাদের যিহোবার সংগঠনে এমনকী ছোটোখাটো বিষয়গুলোতেও স্বাধীনচেতাভাবে কাজ করা উচিত নয়। তাদেরকে দেখান যে, কীভাবে তারা প্রাচীনদের নির্দেশনাগুলো অনুসরণ করার মাধ্যমে মণ্ডলীতে সুশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অবদান রাখতে পারে।

[চিত্র]

আপনার সন্তানরা দীর্ঘসময়ের দাসদের সঙ্গে বন্ধুত্ব করার মাধ্যমে উপকৃত হবে

[২৬ পৃষ্ঠার চিত্রগুলো]

প্রাচীন ইস্রায়েলের বাবা-মাদের মতো বর্তমানের বাবা-মায়েরাও সেই সময় সন্তোষজনক উত্তর দেওয়ার প্রচেষ্টা করে, যখন তাদেরকে যিহোবার সংগঠন সম্বন্ধে প্রশ্ন করা হয়

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার