ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w12 ৬/১৫ পৃষ্ঠা ১৯
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
  • ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “যাহা যাহা শীঘ্র ঘটিবে,” তা যিহোবা প্রকাশ করেন
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এক রাজনৈতিক অস্থিরতা, যেটা বাইবেলের ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ করে
    অন্যান্য বিষয়
  • বাইবেলের ভবিষ্যদ্‌বাণী থেকে শিখুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • ঈশ্বরের রাজ্য এখন শাসন করছে!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w12 ৬/১৫ পৃষ্ঠা ১৯

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

বাইবেলের ভবিষ্যদ্‌বাণীকৃত অ্যাংলো-আমেরিকা বিশ্বশক্তি কখন সপ্তম বিশ্বশক্তি হয়ে উঠেছিল?

▪ রাজা নবূখদ্‌নিৎসর যে-প্রকাণ্ড ধাতব প্রতিমা দেখেছিলেন, সেটা সবগুলো বিশ্বশক্তিকে চিত্রিত করে না। (দানি. ২:৩১-৪৫) এটা কেবল পাঁচটা বিশ্বশক্তি সম্বন্ধে বর্ণনা করে, যেগুলো দানিয়েলের সময় থেকে শুরু করে এর পরে রাজত্ব করেছে এবং যেগুলো ঈশ্বরের লোকেদের সঙ্গে লক্ষণীয় আচরণ করেছে।

ধাতব প্রতিমা সম্বন্ধে দানিয়েলের বর্ণনা এই ধারণা প্রদান করে যে, অ্যাংলো-আমেরিকা বিশ্বশক্তি রোমকে পরাজিত করবে না বরং রোম থেকেই উদ্ভূত হবে। এই প্রতিমার মধ্যে দানিয়েল দেখতে পান যে, জঙ্ঘা থেকে শুরু করে চরণ ও চরণের অঙ্গুলি পর্যন্ত লৌহ রয়েছে। (চরণ ও চরণের অঙ্গুলিতে লৌহ, মৃত্তিকার সঙ্গে মিশ্রিত।)a এই বর্ণনা ইঙ্গিত দেয় যে, অ্যাংলো-আমেরিকা বিশ্বশক্তি লৌহময় জঙ্ঘা থেকে উদ্ভূত হবে। ইতিহাসও এই বর্ণনার সঠিকতা সম্বন্ধে সাক্ষ্য দেয়। রোমীয় সাম্রাজ্যের একটা প্রাক্তন অংশ ব্রিটেন সপ্তদশ শতাব্দীর শেষের দিকে প্রাধান্য লাভ করতে শুরু করে। পরবর্তী সময়ে, যুক্তরাষ্ট্র এক অদম্য জাতি হয়ে ওঠে। কিন্তু, বাইবেলের ভবিষ্যদ্‌বাণীতে বলা সপ্তম মস্তক তখনও গঠিত হয়নি। কেন? ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র তখনও লক্ষণীয় উপায়ে একসঙ্গে কাজ করা শুরু করেনি। তবে, প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে কাজ করা শুরু করে।

সেই সময়ের মধ্যে, “রাজ্যের সন্তানগণ” বিশেষভাবে যুক্তরাষ্ট্রে সক্রিয় ছিল আর নিউইয়র্কের ব্রুকলিন ছিল তাদের বিশ্বপ্রধান কার্যালয়। (মথি ১৩:৩৬-৪৩) অভিষিক্ত শ্রেণীর সদস্যরা সেই দেশগুলোতে সক্রিয়ভাবে প্রচার করছিল, যেগুলো ব্রিটিশ সাম্রাজ্যের শাসনাধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময়, ব্রিটিশ এবং আমেরিকান শক্তি তাদের রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার মাধ্যমে এক বিশেষ সম্পর্ক গড়ে তোলে। এ ছাড়া, যখন যুদ্ধের কারণে তীব্র জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছিল, তখন তারা ঈশ্বরের সেই “স্ত্রীলোকটীর” বংশের অংশ ছিল এমন ব্যক্তিদের দ্বারা প্রস্তুতকৃত প্রকাশনা নিষিদ্ধ করার মাধ্যমে এবং যারা প্রচার কাজে নেতৃত্ব নিচ্ছিল, তাদেরকে কারাগারে বন্দি করার মাধ্যমে সেই ব্যক্তিদের প্রতি শত্রুতা প্রকাশ করেছিল।—প্রকা. ১২:১৭.

তাহলে, বাইবেলের ভবিষ্যদ্‌বাণীর দৃষ্টিকোণ থেকে, সপ্তম বিশ্বশক্তি সপ্তদশ শতাব্দীর শেষের দিকে প্রতিষ্ঠিত হয়নি, যখন ব্রিটেন প্রথম প্রাধান্য লাভ করতে শুরু করে। এর পরিবর্তে, এটা প্রভুর দিনের শুরুতেই ক্ষমতা লাভ করে।b

[পাদটীকাগুলো]

a লৌহের সঙ্গে মিশ্রিত মৃত্তিকা, লৌহতুল্য অ্যাংলো-আমেরিকা বিশ্বশক্তির অধীনস্থ উপাদানগুলোকে চিত্রিত করে। সময়ের সঙ্গে সঙ্গে সেই মৃত্তিকা আগে এই বিশ্বশক্তি যতটা শক্তি সহকারে কাজ করতে পারত, সেভাবে কাজ করার ক্ষমতাকে কঠিন করে তুলেছে।

b এই ব্যাখ্যা, দানিয়েলের ভবিষ্যদ্‌বাণী (ইংরেজি) বইয়ের ৫৭ পৃষ্ঠার ২৪ অনুচ্ছেদ এবং ৫৬ ও ১৩৯ পৃষ্ঠার তালিকায় আলোচিত তথ্যের সাম্প্রতিকতম ব্যাখ্যা।

[১৯ পৃষ্ঠার চিত্র]

ওয়াচটাওয়ার প্রধান কার্যালয়ের আট জন ভাইকে ১৯১৮ সালের জুন মাসে জেলে পাঠানো হয়

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার