কে আসলে ই দুনিয়ার উফরে শাসন করইন?
আফনে কিতা মনে করইন . . .
আল্লায়?
মানুষে?
না অইন্য কেউ?
পবিত্র ইঞ্জিল শরিফে লেখা আছে
“আমরা জানি আমরা আল্লার, আর সমস্ত জগৎ শয়তানের ক্ষমতার নীচে ফড়ে আছে।”—১ যোহন ৫:১৯, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন।
নবী ঈসায় শয়তানের কাজ ধ্বংস করবার লাগি জগতে আইছলা।—১ যোহন ৩:৮.
আফনার লাগি ই সত্য জানার অর্থ অইলো
ই দুনিয়াতে কেনে দুঃখকষ্ট ঘটে, তার কারণ জানা।—প্রকাশিত বাক্য ১২:১২.
বিশ্বাস আছে যে জগতের অবস্থা আরও ভালার দিকে ফরিবর্তন অইবো। —১ যোহন ২:১৭.
পবিত্র কিতাবের কথা আমরা বিশ্বাস করতাম ফারমুনি?
অবশ্য করতাম ফারমু, এর তিনটা কারণ আছে:
শয়তানের শাসনের শেষ একবারে নিশ্চিত। যিহোবা আল্লায় নিশ্চিত করিলিছইন যে শয়তানের শাসনরে একবারে ধ্বংস করিলিবা। আল্লায় আরও ওয়াদা করছইন যে শয়তানের ক্ষমতা শেষ করবা আর হে ই দুনিয়াতে যা ক্ষতি ঘটাইছে তা আবার ঠিক করবা।—ইব্রীয় ২:১৪.
যিহোবা আল্লায় নবী ঈসারে ই দুনিয়ার উফরে শাসন করবার লাগি রাজা বানাইছইন। ই জগতের বর্তমান নিষ্ঠুর আর খারাফ শাসনকর্তা শয়তান থাকি নবী ঈসা একবারে আলাদা। নবী ঈসার রাজত্বর বিষয়ে আল্লায় অউ ওয়াদা করছইন যে “অসহায় ও অভাবীদের তাইন দয়া করবা . . . অত্যাচার ও আকরমণের আত থাকি তাইন তারার ফ্রাণ রক্ষা করবা।”—গীতসংহিতা ৭২:১৩, ১৪.
আল্লার কথা সত্য। পবিত্র ইঞ্জিল শরিফে স্পষ্ট লেখা আছে “যে আল্লায় কুনু মিছা মাতইন না।” (তীত ১:২, পবিত্র ইঞ্জিল শরিফ, ছিলটি তরজমা) যুদি আল্লায় কুনু ওয়াদা করইন তে এর মানি অইলো অউটা ফুর্ণ অইগিছে! (যিশা. ৫৫:১০, ১১) পবিত্র কিতাবে লেখা আছে যে দুনিয়ার শাসনকর্তা শয়তানের আত থাকি অকন ক্ষমতা কাড়িয়া নেওয়া অইবো।—যোহন ১২:৩১.
চিন্তা করার মতো বিষয়
ই দুনিয়ার শাসনকর্তা শয়তানরে দূর করার ফরে আমরার জগৎ কিরকম অইবো?
পবিত্র কিতাবের মাজে উত্তর ফাওয়া যায় গীতসংহিতা ৩৭:১১ আর প্রকাশিত বাক্য ২১:৪ ফদ দেখউক্কা।