আপনি কি সেই সময়ের অপেক্ষা করেন যখন . . .
◻ আপনার গৃহে আপনি নিরাপদ মনে করবেন—দিনের যে কোন সময়ই হোক না কেন?
◻ কোন তালা, গরাদ, বিপদসংকেত, দরজায় চোখ লাগিয়ে দেখবার ব্যবস্থা, দেওয়াল, পাহারাদার, রক্ষী কুকুর, ও অন্যান্য সুরক্ষামূলক পন্থার প্রয়োজন হবে না?
◻ আপনি সম্পূর্ণ নিরাপত্তার সাথে একলা রাস্তায় চলতে পারবেন, এমনকি রাত্রেও?
◻ ক্ষতিকারক মাদকদ্রব্য ও তার সঙ্গে জড়িত সমস্যা অতীতের বিষয় হবে?
◻ সমস্ত যুদ্ধ থেমে যাবে ও অস্ত্রসস্ত্র তৈরী অথবা জমা করা হবে না?
◻ আপনাকে আর দূষিত খাদ্যদ্রব্য, বাতাস, ও জল সম্বন্ধে চিন্তা করতে হবে না?
◻ সন্ত্রাসবাদ, জামিনের পরিবর্তে লোকেদের বন্দী রাখা, ও বিস্ফোরকের ভয় সম্পূর্ণরূপে দূর হবে?
◻ পৃথিবীর প্রাকৃতিক সম্পদ সুরক্ষিত, অক্ষুন্ন, ও সকলের হীতের জন্য ব্যবহৃত হবে?
◻ মানুষ আর লোভ অথবা হিংসার দ্বারা চালিত হবে না?
◻ শিশুরা নিষ্পাপ থাকবে এবং অন্যদের ও তাদের সম্পত্তির প্রতি সম্মান দেখাবে?
◻ নারীদের অত্যাচার বা প্রতারণা করা হবে না?
◻ বিধিব্যবস্থা ন্যায়সঙ্গত হবে ও সকলের মঙ্গলের জন্য তা নিয়োগ করা হবে?
◻ সরকার সিদ্ধান্ত নেবে প্রকৃত প্রয়োজনের ওপর ভিত্তি করে, রাজনীতির ওপর নয়?
◻ স্বাধীনতা ও সাম্যবাদ শুধুমাত্র প্রচার করা হবে না কিন্তু প্রয়োগ করা হবে?
◻ দারিদ্রের অস্তিত্ত্ব আর থাকবে না, কিন্তু প্রত্যেকে সুস্বাস্থ্যসম্পন্ন হবে, সচ্ছ্বন্দ্যে ও সুখে থাকবে?
◻ শিশুদের যথার্থরূপে দেখাশোনা করা হবে, কখনও তাদের প্রতি দুর্ব্যবহার করা বা তাদের পরিত্যাগ করা হবে না?
◻ ব্যাধি ও মৃত্যুকে জয় করা হবে, ও কোন মারাত্মক মহামারী থাকবে না?
◻ যার সঙ্গে আপনার দেখা হবে তারা সকলে দয়ালু, সাহায্যকারী ও বিশ্বাসযোগ্য হবে?
◻ প্রত্যেকের জীবন মূল্যবান হবে, ও সকলে স্থায়ী শান্তি উপভোগ করবে?
◻ ধর্ম আর একটি ধ্বংসাত্মক শক্তি থাকবে না, ধর্মান্ধতা, হিংসা ও যুদ্ধের কারণ হবে না?
◻ প্রত্যেকের উপভোগ্য থাকার জায়গা থাকবে, ও গৃহের অভাব অতীতের বিষয় হবে?
যদি আপনি উপরোক্ত একটি বিষয়ের প্রতিও হ্যাঁ বলেন, তাহলে পরের প্রবন্ধগুলি পড়তে আপনি আগ্রহবোধ করতে পারেন। (w90 10/1)