ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ৬/১ পৃষ্ঠা ৫-৭
  • ধৈর্যপূর্বক অপেক্ষা করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ধৈর্যপূর্বক অপেক্ষা করুন
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • স্পষ্টভাবে চিন্তা করুন
  • ঈশ্বর দীর্ঘসূত্রী নন
  • কথার চেয়ে কাজ বেশি প্রভাবশালী
  • পূর্ব জ্ঞান
  • “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
  • যিহোবার দিনের আকাঙ্ক্ষা করুন
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আসুন আমাদের মহামূল্যবান বিশ্বাসকে ধরে রাখি!
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তিনি প্রভুর কাছ থেকে ক্ষমা সম্বন্ধে শিক্ষা লাভ করেছিলেন
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
  • তিনি প্রভুর কাছ থেকে ক্ষমা করা সম্বন্ধে শিক্ষা লাভ করেছিলেন
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ৬/১ পৃষ্ঠা ৫-৭

ধৈর্যপূর্বক অপেক্ষা করুন

যখন নেকড়ে আসেনি সেইসময় রাখাল ছেলে বারবার “নেকড়ে নেকড়ে!” বলে চিৎকার করেছিল আর তাই পরবর্তী সময়ে সাহায্যের জন্য তার চিৎকার নিষ্ফল প্রমাণিত হয়েছিল। অনুরূপভাবে আজকে, অনেকে যিহোবার দিনের আসন্নতাকে অবজ্ঞা করেন, কারণ তারা অসংখ্য সতর্কবাণী শুনেছেন যেগুলি মিথ্যা সংকেত হিসাবে প্রমাণিত হয়েছে। প্রকৃত তথ্যটি হল যে অনেকে কোন্‌ সতর্কবাণীটি সত্য ও কোন্‌টির প্রতি মনোযোগী হতে হবে তা নির্ণয় করতে ব্যর্থ হন আর এর ফলে ঈশ্বরের প্রধান শত্রু শয়তান, সেই মিথ্যা ‘দীপ্তিময় দূত’ লাভবান হয়ে থাকে।—২ করিন্থীয় ১১:১৪.

আত্মসন্তুষ্টির মনোভাব এমনকি যারা বেশ কিছু সময়ের জন্য যিহোবাকে সেবা করেছেন তাদের জন্যও বিপদজনক হবে। কেন? প্রথম শতাব্দীতে প্রেরিত পিতরের দেওয়া এই সতর্কবাণীটি বিবেচনা করুন।

স্পষ্টভাবে চিন্তা করুন

পিতরের দ্বিতীয় অনুপ্রাণিত পত্রটি প্রাথমিক খ্রীষ্টানদের জন্য একটি অনুস্মারক ছিল আর একইভাবে তা আমাদের জন্যও। “প্রিয়তমেরা,” তিনি লেখেন, “আমি এই দ্বিতীয় পত্র তোমাদিগকে লিখিতেছি। উভয় পত্রে তোমাদিগকে স্মরণ করাইয়া দিয়া তোমাদের সরল চিত্তকে জাগ্রত করিতেছি।” (২ পিতর ৩:১) পিতরের এই উদ্বিগ্নতার কারণ কী? পিতর ওই উপহাসকদের উপস্থিতির বিষয়টি তুলে ধরেন, যাদের উপহাস যে সময়ে ঈশ্বরের দাসেরা বাস করেন, সেই সময়ের প্রতি প্রয়োজনীয় তৎপরতার মনোভাবকে ধ্বংস করার চেষ্টা করে। বিদ্রূপকারীদের দ্বারা প্রতারিত হওয়ার বিষয়ে সাবধান হওয়ার এখনই সময়। তাই পিতর তার পাঠকদের ‘পবিত্র ভাববাদিগণ কর্ত্তৃক পূর্ব্বকথিত বাক্য সকল, . . . স্মরণ করার’ জন্য পরামর্শ দেন। (২ পিতর ৩:২; প্রেরিত ৩:২২, ২৩) ভাববাদীগণ কী বলেছিলেন?

ঈশ্বরের বিশ্বস্ত দাসেরা, ঐশিক বিচারগুলি কিভাবে দুষ্টতার শেষ এনেছিল সেই বিষয়ে প্রায়ই মনোযোগ আকর্ষণ করিয়েছিলেন। পিতর তার পাঠকদের নোহের দিনের জলপ্লাবন সম্বন্ধে স্মরণ করিয়ে দেন, ঈশ্বর যেটিকে দুষ্টতায় পরিপূর্ণ পৃথিবীর উপর হস্তক্ষেপ করার জন্য একটি মাধ্যম হিসাবে ব্যবহার করেছিলেন। সেই প্রবল জলপ্লাবন তখনকার জগৎকে মূলত বিলুপ্ত করেছিল। কিন্তু ঈশ্বর, নোহ ও তার পরিবার এবং “মাংসবিশিষ্ট সমস্ত” জীবন্ত প্রাণীর প্রতিনিধিদের একটি জাহাজে সংরক্ষণ করেছিলেন। সর্বজনীন রূপকথা বাইবেলের বিবরণের সত্যতার সাক্ষ্য দেয়।a—আদিপুস্তক ৬:১৯; ২ পিতর ৩:৫, ৬.

পিতর এই ঐশিক হস্তক্ষেপকে এমন একটি বিষয় বলেন, যেটির বিষয় কিছু লোকেরা ‘ভুলিয়া যায়।’ আর অন্যান্যেরা তাদের সময়কার উপহাসকদের দ্বারা আত্মসন্তুষ্টিতে নিমজ্জিত হয়ে গিয়েছিলেন। তবুও, যিহোবা ইতিমধ্যেই যা সম্পন্ন করেছেন, আমাদের তা কখনও উপেক্ষা করা উচিত নয়। পিতর আমাদের বলেন: “আবার সেই বাক্যের গুণে এই বর্ত্তমান কালের আকাশমণ্ডল ও পৃথিবী অগ্নির নিমিত্ত সঞ্চিত রহিয়াছে, ভক্তিহীন মনুষ্যদের বিচার ও বিনাশের দিন পর্য্যন্ত রক্ষিত হইতেছে।” (২ পিতর ৩:৭) হ্যাঁ, ঐশিক হস্তক্ষেপ আবারও ঘটবে।

ঈশ্বর দীর্ঘসূত্রী নন

ইতিমধ্যেই অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে। মানবজাতির সমস্যাগুলি সমাধান করতে ঈশ্বর কেন এত সময় অপেক্ষা করেছেন? এবার পিতর আরেকটি বিষয়ের উপর মনোযোগ কেন্দ্রীভূত করান। তিনি বলেন: “প্রিয়তমেরা, তোমরা এই এক কথা ভুলিও না যে, প্রভুর [“যিহোবার,” “NW”] কাছে এক দিন সহস্র বৎসরের সমান, এবং সহস্র বৎসর এক দিনের সমান।” (২ পিতর ৩:৮) সময়ের প্রতি যিহোবার দৃষ্টিভঙ্গি আমাদের চেয়ে ভিন্নতর। অনন্তকালীন ঈশ্বরের কাছে, আদমের সৃষ্টি থেকে এখন পর্যন্ত সময় এমনকি এক সপ্তাহও দীর্ঘ নয়। কিন্তু সময় সম্বন্ধে আমাদের যে দৃষ্টিভঙ্গিই থাকুক না কেন, প্রতি সহস্র বছর ও প্রত্যেক দিন যা অতিবাহিত হয়ে যায়, তা ক্রমান্বয়ে আমাদের যিহোবার উদ্দেশ্য সম্পাদনের দিকে নিয়ে যায়।

“প্রতীক্ষার প্রহর কখনও শেষ হয় না” প্রবাদটি ইঙ্গিত করে যে সাধারণত কোন ঘটনার জন্য অপেক্ষা করা, আপাতদৃষ্টিতে এর পরিপূর্ণতাকে বিলম্বিত করে। তবুও, পিতর “ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে” পরামর্শ দেন। (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (২ পিতর ৩:১২) আমরা কিভাবে এক মানসিক মনোভাব গড়ে তুলতে পারি যা আমাদের আসন্ন ঐশিক হস্তক্ষেপের প্রতি সতর্ক রাখবে?

কথার চেয়ে কাজ বেশি প্রভাবশালী

পিতর কাজ ও পদক্ষেপ গ্রহণের উপর মনোযোগ কেন্দ্রীভূত করান। তিনি “পবিত্র আচার ব্যবহার” এবং একই সাথে “ঈশ্বরীয় ভক্তির কাজগুলি”-র বিষয়ে উল্লেখ করেন। (২ পিতর ৩:১১, NW) এইগুলি কী জড়িত করে?

ঈশ্বরের প্রকৃত দাসেরা এমনভাবে কাজ করেন যা তাঁকে সন্তুষ্ট করে। এইধরনের সত্য উপাসকের বিশ্বাস তার আচরণে প্রতিফলিত হয়। এটি তাকে যারা নিছক ঈশ্বর ও তাঁর প্রতিজ্ঞায় বিশ্বাস করা সম্বন্ধে বলেন, তাদের থেকে পৃথক করে। আপনি হয়ত লক্ষ্য করেছেন যে যিহোবার সাক্ষীদের জনসাধারণ্যে পরিচর্যা তাদেরকে স্বতন্ত্র করে তোলে। তারা বাইবেলে লিপিবদ্ধ ঈশ্বরের প্রতিজ্ঞাগুলির প্রতি মনোযোগ আনার জন্য আপনার গৃহে সাক্ষাৎ করে থাকেন। কিন্তু সেইসঙ্গে তারা যেখানেই লোকেদের সাক্ষাৎ পান না কেন, তাদের আশা ও বিশ্বাসের সাক্ষ্য দিয়ে থাকেন।

যে সাক্ষী অপরের কাছে তার বিশ্বাসের ঘোষণায় নিজেকে ব্যস্ত রাখেন, তার নিজের বিশ্বাসও সঙ্গে সঙ্গে পুনরুজ্জীবিত ও শক্তিশালী হয়। ব্যক্ত করা বিষয়বস্তুকে মনের আরও গভীরে গেঁথে দেয় আর একইসঙ্গে অন্তঃস্থ আনন্দ ও পরিতৃপ্তি নিয়ে আসে। আমরা যখন ঈশ্বরের রাজ্যের সুসমাচার ঘোষণা করি আমরা যিহোবাকেও সন্তুষ্ট করছি। আমরা জানি যে তিনি ‘অন্যায়কারী নহেন; আমাদের কার্য্য, . . . এবং তদ্দ্বারা তাঁহার নামের প্রতি প্রদর্শিত আমাদের প্রেম . . . তিনি ভুলিয়া যাইবেন না,’ যেমন পিতরের একজন সহযোগী প্রেরিত পৌল ঘোষণা করেন।—ইব্রীয় ৬:১০; রোমীয় ১০:৯, ১০.

বর্তমান দুষ্ট বিধিব্যবস্থার এই মৃতপ্রায় দিনগুলিতে রাজ্যের সুসমাচার প্রসারিত করার জন্য উপচে পড়ার ফলাফল কী? শত সহস্র সৎহৃদয়বান ব্যক্তি শিখছেন যে কিভাবে যিহোবার সাথে এক ঘনিষ্ঠ সম্পর্কে আসা যায়, তাঁর অযাচিত করুণা থেকে উপকার লাভ করা যায় এবং এক পরমদেশ পৃথিবীতে অনন্ত জীবনের প্রত্যাশায় প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া যায়।

পূর্ব জ্ঞান

যদিও আমরা বাইবেল থেকে জানি যে যিহোবা ঈশ্বর তাঁর নিরূপিত সময়ে হস্তক্ষেপ করবেন, তবুও পিতর পরবর্তী যে সতর্কবাণীটি দেন তার প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। “তোমরা এ সকল অগ্রে জানিয়া সাবধান থাক, পাছে ধর্ম্মহীনদের ভ্রান্তিতে আকর্ষিত হইয়া নিজ স্থিরতা হইতে ভ্রষ্ট হও।”—২ পিতর ৩:১৭.

নিশ্চিতরূপে যিহোবা জানতেন যে যাদের দৃঢ়বিশ্বাসের অভাব রয়েছে, তারা ঐশিক হস্তক্ষেপের আপাত বিলম্ব দেখে নিরুৎসাহী হয়ে পড়তে পারেন। এছাড়াও তিনি জানতেন যে ভক্তিহীন লোকেরা তাঁর সত্য দাসেদের কলুষিত করতে পারে অথবা অন্তত তাদের এই বিশ্বাসকে ধ্বংস করতে পারে যে ঈশ্বরের নাম মহিমান্বিত করার সময় নিকটবর্তী। এই চূড়ান্ত দিনগুলিতে স্থিরতা থেকে ভ্রষ্ট হওয়া কতই না দুঃখজনক!

যিহোবার ইচ্ছা যে সম্পাদিত হবে সেই সম্বন্ধে সন্দেহ অথবা অনিশ্চয়তা পোষণ করার সময় এখন আর নেই। (ইব্রীয় ১২:১) পরিবর্তে, যিহোবার ধৈর্য যে ফল এনেছে এখন তার প্রতি উপলব্ধি বৃদ্ধি করার সময়, যার ফলে লক্ষ লক্ষ ব্যক্তি আন্তর্জাতিক বিরাট জনতার অংশী হয়েছেন এবং তাদের পরিত্রাণের প্রত্যাশা ও আসন্ন মহাক্লেশ থেকে রক্ষা পাওয়ার জন্য সানন্দে প্রতীক্ষা করছেন। (প্রকাশিত বাক্য ৭:৯, ১৪) পিতর উপদেশ দেন: “আমাদের প্রভু ও ত্রাণকর্ত্তা যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও জ্ঞানে বর্দ্ধিষ্ণু হও। এখন ও অনন্তকাল পর্য্যন্ত তাঁহার গৌরব হউক।”—২ পিতর ৩:১৮.

“ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”

রাজ্যের বিষয়ে প্রচার করা ও উপাসনার জন্য খ্রীষ্টীয় সভাগুলিতে নিয়মিত উপস্থিত থাকা এবং ঈশ্বরের বাক্যের অধ্যয়ন করা আমাদের সুরক্ষা প্রদান করে। ফলে আমরা আজকের দুষ্ট বিধিব্যবস্থার অবক্ষয়মূলক অবস্থা দেখে অত্যন্ত উদ্বিগ্ন হওয়ার সময় পাব না। সত্য খ্রীষ্টানদের জীবনে ভয় ও উদ্বেগকে অতিরিক্ত প্রশ্রয় দেওয়ার প্রয়োজন নেই। (১ করিন্থীয় ১৫:৫৮) যিহোবার সেবায় আমরা যত ব্যস্ত থাকব, সময়ও তত দ্রুত কেটে যাবে।

যিহূদা, যিনি পিতরের সমসাময়িক ব্যক্তি এবং যীশুর অর্ধভ্রাতা ছিলেন, আমাদের উপদেশ দেন: “প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে, পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে, ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর, এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দয়ার অপেক্ষায় থাক।” (যিহূদা ২০, ২১) এক ইতিবাচক মনোভাব রাখার গুরুত্ব লক্ষ্য করুন যা প্রার্থনায় রত থাকার মাধ্যমে গড়ে ওঠে। (১ থিষলনীকীয় ৫:১৭) তারপর যিহূদা আরও বলেন: “কতক লোকের প্রতি, যাহারা সন্দিহান, তাহাদের প্রতি দয়া কর, অগ্নি হইতে টানিয়া লইয়া রক্ষা কর; আর কতক লোকের প্রতি সভয়ে দয়া কর; মাংসের দ্বারা কলঙ্কিত বস্ত্রও ঘৃণা কর।” (যিহূদা ২২, ২৩) এই কঠিন সময়ে একে অপরকে শক্তিশালী করা কতই না গুরুত্বপূর্ণ! আর এই “পরিত্রাণের দিবস”-কে ‘লম্পটতার’ অজুহাত হিসাবে ব্যবহার করে প্রলোভনে না পড়া কতই না গুরুত্বপূর্ণ, যা আজকের নৈতিক দিক থেকে কলুষিত জগতে লক্ষণীয়ভাবে বিদ্যমান।—যিহূদা ৪; ২ করিন্থীয় ৬:১, ২.

পিতর, পৌল ও যিহূদার প্রেমপূর্ণ পরামর্শে মনোযোগ দিয়ে এবং ঈশ্বরের পরিচর্যায় ব্যস্ত ও সক্রিয় থাকার মাধ্যমে আপনি যিহোবার হস্তক্ষেপের জন্য ধৈর্যপূর্বক অপেক্ষা করতে পারেন। কিন্তু আপনি কি এটি করবেন?

অনন্ত জীবন সম্বন্ধীয় সৃষ্টিকর্তার প্রতিজ্ঞার উপর আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য, আপনার এলাকার কোন সাক্ষীর সাথে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবেন না। বিশ্বব্যাপী সাক্ষ্যদানের কাজ যেটি আর কখনও পুনরাবৃত্ত হবে না ও যেটি আসন্ন মহাক্লেশে শেষ হবে, তার অংশী হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা রপ্ত করুন। (মার্ক ১৩:১০) তাহলেই যিহোবার প্রতিজ্ঞাকৃত ধার্মিকতার নতুন জগতে বাস করার জন্য আপনার প্রত্যাশা থাকবে। (২ পিতর ৩:১৩) তার অনুস্মারকগুলিতে মনোযোগ দিন! ধৈর্যপূর্বক অপেক্ষা করুন! ব্যস্ত থাকুন!

[পাদটীকাগুলো]

a দয়া করে, ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত বাইবেল—ঈশ্বরের বাক্য অথবা মানুষের? (ইংরাজি) বইয়ের ১১৬ পৃষ্ঠা দেখুন।

[৭ পৃষ্ঠার চিত্র]

পরমদেশ সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়ে এখনই শিখুন

[৫ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

নেকড়ে: Animals/Jim Harter/Dover Publications, Inc.; রাখাল বালক: Children: A Pictorial Archive from Nineteenth-Century Sources/Grafton/Dover Publications, Inc.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার