ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ১০/১ পৃষ্ঠা ৪-৬
  • সত্যে ঈশ্বরের উপাসনা করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সত্যে ঈশ্বরের উপাসনা করা
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সত্যের জ্ঞান ভয় দূর করে
  • কেন এত ভিন্ন?
  • যিহোবার সাক্ষিরা কি সত্য খ্রিস্টান?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • খ্রীষ্টানরা আত্মায় ও সত্যে উপাসনা করেন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ‘সত্যে চলতে’ থাকুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • কিভাবে আমি সত্যকে নিজের করে নিতে পারি?
    ১৯৯৮ সচেতন থাক!
আরও দেখুন
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ১০/১ পৃষ্ঠা ৪-৬

সত্যে ঈশ্বরের উপাসনা করা

ঈশ্বরের গ্রহণযোগ্য উপাসনা করতে চাইলে অবশ্যই তা সত্যের উপর ভিত্তি করে হতে হবে। (যোহন ৪:২৩) বাইবেল, সত্য উপাসকদের “জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি”-র অন্তর্ভুক্ত বলে চিহ্নিত করে। (১ তীমথিয় ৩:১৫) ঈশ্বরের মণ্ডলী গঠনকারী ব্যক্তিরা কেবল ঈশ্বরের বাক্যের সত্যকে বিশ্বাসই করেন না কিন্তু এর সঙ্গে মিল রেখে জীবনযাপন করেন, সত্যের পথে আসা বাধাগুলিকে দূর করেন আর সমগ্র পৃথিবীতে তা ঘোষণা করেন।—মথি ২৪:১৪; রোমীয় ১০:৯-১৫.

যিহোবার সাক্ষীরা তাদের বাইবেল-ভিত্তিক শিক্ষামূলক কাজের জন্য সুপরিচিত, যা বর্তমানে ২০০টিরও বেশি দেশে সম্পন্ন হচ্ছে। তারা বাইবেল অধ্যয়ন করেন আর এর সঙ্গে মানুষের দর্শনকে যুক্ত না করেই এটিকে সত্য বলে শিক্ষা দেন। আপনি কি তাদের প্রচারিত বাইবেল-ভিত্তিক শিক্ষা সম্বন্ধে জানেন? যিহোবার সাক্ষীদের বিরুদ্ধে নেতিবাচক তথ্য প্রচারিত হওয়ার কারণে অনেকে তাদের কথা শুনতে ইতস্তত করেন। কিন্তু সাক্ষীরা যা প্রচার করেন তা সত্য কি না, তা নিজেরা স্থির করার জন্য সৎহৃদয়বান ব্যক্তিরা আমন্ত্রিত। এইধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুজবের উপর ভিত্তি করে হওয়া উচিত নয়। অনেকে যারা যিহোবার সাক্ষীদের শিক্ষাগুলিকে ব্যক্তিগতভাবে পরীক্ষা করে দেখেছেন, তারা প্রচুররূপে উপকৃত হয়েছেন।

সত্যের জ্ঞান ভয় দূর করে

উদাহরণস্বরূপ, ইউজেনিয়ার কথা চিন্তা করুন। তিনি এক গোঁড়া ক্যাথলিক পরিবারে বড় হয়েছিলেন। ১৯৭৯ সালে মেক্সিকোতে পোপ যখন পরিদর্শনে আসেন তখন তার বাবা ছিলেন সংগঠকদের একজন। একদিন ইউজেনিয়া যখন বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেইসময় তিনি যিহোবার সাক্ষীদের দেখা পান। তাদের সাহায্যে তিনি আরও মনোযোগপূর্বক বাইবেল যা বলে তা বিশ্লেষণ করতে আরম্ভ করেন। তিনি স্মরণ করেন: “আমি সত্য খুঁজে পেয়েছিলাম! কিন্তু প্রথম প্রথম আমার খুব ভয় করতে লাগে। কারণ এর অর্থ ছিল যে আমার আগেকার প্রায় সমস্ত বিশ্বাসই ভুল। আমার পরিবার, বন্ধুবান্ধব, আমি যাদের ভালবাসি সেই লোকেরা—সকলেই ভুল ছিলেন। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি বারবার নিজেকে জিজ্ঞাসা করেছি যে, যে সত্য আমি খুঁজে পেয়েছি তা জেনে আমার ঘরের লোকেরা কেমন প্রতিক্রিয়া দেখাবে। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে এবং যিহোবার সাহায্যে আমি এই ভয়কে অতিক্রম করতে শুরু করেছিলাম। একদিন আমি ঈশ্বরতত্ত্ববিদ্যার এক অধ্যাপক যিনি আমাদের পারিবারিক বন্ধু ছিলেন তার সঙ্গে এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলব বলে ঠিক করেছিলাম। আমি তাকে বলেছিলাম যে আমি সত্যিই মনপ্রাণ থেকে সত্য খুঁজে পেতে চাই। তিনি বলেছিলেন ‘তুমি যদি সত্য জানতে চাও, তবে যিহোবার সাক্ষীদের খোঁজ কর।’”

ইউজেনিয়া যেমন ভয় পেয়েছিলেন ঠিক তাই-ই ঘটেছিল, তার বাবামা তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু, সাক্ষীরা তাকে ক্রমাগত আধ্যাত্মিক সাহায্য যুগিয়েছিলেন। তিনি মন্তব্য করেন: “সত্যের পক্ষে পদক্ষেপ নেওয়ার জন্য আমাকে শক্তি যোগানো হয়েছিল। আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে এটি এমন একটি বিষয় যার জন্য লড়াই করা উপযুক্ত। যিহোবার সাক্ষীদের কাছ থেকে যে অভ্যর্থনা আমি পেয়েছিলাম তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। খ্রীষ্টীয় মণ্ডলী যে আমাকে ভালবাসে তা আমি অনুভব করেছিলাম। ঈশ্বরের সংগঠনের নিকটবর্তী হওয়া আমাকে একাই সত্যের পক্ষে দাঁড়াতে সাহায্য করেছিল।”

আরেকটি উদাহরণ বিবেচনা করুন। সাবরিনা এমন এক ঘরে বড় হয়ে উঠেছিলেন যে পরিবারে নিয়মিত বাইবেল আলোচনা হত। আসলে, তারা এক ধরনের ‘পারিবারিক ধর্ম’ গড়ে তুলেছিলেন। তিনি বিভিন্ন ধর্মের ভুলগুলি প্রকাশ করে দেওয়ার জন্য, তাদের সদস্যদের সঙ্গে মেলামেশা করা তার অভ্যাসে দাঁড়িয়েছিল। একদিন এক যিহোবার সাক্ষী যখন তাকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিয়েছিলেন তিনি তখনই তা গ্রহণ করেছিলেন, কেননা তার উদ্দেশ্য ছিল তাদের বিশ্বাসকে ভুল প্রমাণিত করা। তিনি স্মরণ করেন: “এক বছরেরও বেশি সময় অধ্যয়ন করার পর, আমার আশঙ্কা হতে থাকে যে আমি না ‘আমার নিজের ধর্মীয় বিশ্বাস’ ছেড়ে দিই। আমি যে ধর্মগুলির সঙ্গে জড়িত ছিলাম সেগুলির প্রতারণাকে উন্মোচন করা আমার পক্ষে সহজ হয়েছিল কিন্তু এই ধর্মের ক্ষেত্রে তা সহজ হয়নি।”

বিশ্বাস হারিয়ে ফেলার আশঙ্কায় সাবরিনা যিহোবার সাক্ষীদের সঙ্গে বাইবেল অধ্যয়ন বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তারপর তিনি আধ্যাত্মিক শূন্যতা বোধ করেছিলেন। তিনি আবার অধ্যয়ন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পরিশেষে এই নবপ্রাপ্ত সত্যকে গ্রহণ করেছিলেন। সাবরিনা অগ্রগতি করেছিলেন এবং তিনি যা শিখছিলেন তা অন্যদেরও জানাতে চেয়েছিলেন। এমনকি তিনি সাক্ষীদেরকে তাদের গৃহে গৃহে পরিচর্যায় তাকে সঙ্গে নেওয়ার জন্যও অনুরোধ করেছিলেন। সাবরিনা বলেন: “যিহোবার সাক্ষীদের সঙ্গে প্রচার করার অনুমতি পাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করা হয়: ‘আপনি কি সত্যই একজন যিহোবার সাক্ষী হতে চান?’ ‘না!’ আমি উত্তর দিয়েছিলাম। ভয় আবার আমাকে গ্রাস করেছিল।” কিন্তু পরিশেষে সমস্ত সভায় নিয়মিত যোগদান করে, ঈশ্বরের লোকেদের পর্যবেক্ষণ করে আর তারা কিভাবে বাইবেলের নীতিগুলি প্রয়োগ করেন তা দেখে সাবরিনা এই উপসংহারে এসেছিলেন যে প্রকৃতপক্ষে এটিই ছিল সত্য। তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন এবং বর্তমানে একজন পূর্ণ-সময়ের সুসমাচার প্রচারিকা হিসাবে সেবা করছেন।

কেন এত ভিন্ন?

কেউ হয়ত প্রশ্ন করতে পারেন, ‘যিহোবার সাক্ষীদের শিক্ষা অন্যান্য ধর্ম থেকে এত ভিন্ন কেন?’ সাক্ষীদের বিশ্বাসের প্রতি এক সংক্ষিপ্ত দৃষ্টি আপনাকে বুঝতে সাহায্য করবে যে তারা হলেন প্রকৃত খ্রীষ্টান, বাইবেলের বিবেকবুদ্ধিপূর্ণ ছাত্র। আমরা আপনাকে উপরে প্রদর্শিত তাদের মৌলিক বিশ্বাসের মূল বিষয়গুলি আপনার নিজের বাইবেল থেকে পরীক্ষা করে দেখার জন্য উৎসাহিত করছি।

যিহোবার সাক্ষীরা যা বিশ্বাস করেন এবং তারা যেভাবে বাইবেলের শিক্ষা মেনে চলেন তার প্রতি মনোযোগ দিয়ে আপনি সেই স্বাধীনতা লাভ করে আশীর্বাদপ্রাপ্ত হবেন যা সত্য দিয়ে থাকে। (যোহন ১৭:১৭) সত্যের জন্য ভয় পাওয়ার কোন কারণ নেই। যীশুর প্রতিজ্ঞাটি স্মরণ করুন: “তোমরা সেই সত্য জানিবে, এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে।”—যোহন ৮:৩২.

[৬ পৃষ্ঠার বাক্স]

যিহোবার সাক্ষীদের কয়েকটি মৌলিক বিশ্বাস

◯ যিহোবা হলেন সর্বশক্তিমান ঈশ্বর। বাইবেলের সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপিতে তাঁর ব্যক্তিগত নাম ৭,০০০ বারেরও বেশি পাওয়া যায়।—যাত্রাপুস্তক ৩:১৫.

◯ যীশু খ্রীষ্ট হলেন ঈশ্বরের পুত্র, যিনি মানবজাতির জন্য তাঁর জীবন দিতে পৃথিবীতে এসেছিলেন। (যোহন ৩:১৬, ১৭) যিহোবার সাক্ষীরা সুসমাচারের বিবরণে প্রাপ্ত যীশু খ্রীষ্টের শিক্ষাগুলি পালন করেন।

◯ যিহোবার সাক্ষী নামটি যিশাইয় ৪৩:১০ পদের উপর ভিত্তি করে, যেখানে বলা আছে: “সদাপ্রভু কহেন, তোমরাই আমার সাক্ষী।”

◯ “আমাদের পিতা” নামক প্রার্থনায় লোকেরা যে রাজ্যের জন্য প্রার্থনা করেন, তা হল স্বর্গীয় সরকার যেটি শীঘ্রই বাইবেল যে পরমদেশের প্রতিজ্ঞা করে তা প্রস্তুত করার জন্য জগতের সমস্ত দুঃখকষ্ট ও ব্যথা দূর করবে।—যিশাইয় ৯:৬, ৭; দানিয়েল ২:৪৪; মথি ৬:৯, ১০; প্রকাশিত বাক্য ২১:৩, ৪.

◯ যে কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করেন, রাজ্যের আশীর্বাদগুলি অনন্তকালের জন্য উপভোগ করার সুযোগ তার রয়েছে।—যোহন ১৭:৩; ১ যোহন ২:১৭.

◯ খ্রীষ্টানদের অবশ্যই বাইবেল যা বলে সেই অনুযায়ী আচরণ করতে হবে। তাদের অবশ্যই সৎ হতে হবে, এক বিশুদ্ধ, ধার্মিক জীবনযাপন করতে হবে ও প্রতিবেশীদের প্রতি প্রেম দেখাতে হবে।—মথি ২২:৩৯; যোহন ১৩:৩৫; ১ করিন্থীয় ৬:৯, ১০.

[৫ পৃষ্ঠার চিত্র]

যিহোবার সাক্ষীরা ২০০টিরও বেশি দেশে লোকেদের কাছে বাইবেলের সত্য প্রচার করেন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার