ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w10 ৭/১৫ পৃষ্ঠা ৩২
  • তৎপরতার মনোভাব উত্তম ফল নিয়ে আসে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তৎপরতার মনোভাব উত্তম ফল নিয়ে আসে
  • ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যেভাবে অন্যদের সঙ্গে মিলে কাজ করা যায়
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • আনন্দিত শস্যচ্ছেদনকারী হোন!
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সর্বত্র সুসমাচার প্রচার করুন
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • রাজ্য সংবাদ নং. ৩৫ ব্যাপকভাবে বিতরণ করুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w10 ৭/১৫ পৃষ্ঠা ৩২

তৎপরতার মনোভাব উত্তম ফল নিয়ে আসে

আপনি কি প্রচার করার সেই সুযোগগুলোর ব্যাপারে তৎপর, যেগুলো হয়তো আপনার মণ্ডলীর এলাকায় অপ্রত্যাশিতভাবে এসে থাকে? ফিনল্যান্ডের ঐতিহাসিক বন্দরনগরী টার্কুতে বসবাসকারী আমাদের খ্রিস্টান ভাইবোনেরা তৎপর ছিল আর তাদের এই মনোভাব উত্তম ফল নিয়ে এসেছিল।

বেশ কিছু সময় আগে, টার্কুর ভাইয়েরা লক্ষ করেছিল যে, এশিয়া থেকে একদল কর্মী একটা বড়ো জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করার জন্য সেই শহরে এসেছে, যা এক স্থানীয় জাহাজ নির্মাণের কারখানায় নির্মাণ করা হচ্ছিল। সেই বিদেশি কর্মীরা কোথায় থাকে, তা পরবর্তী সময়ে একজন ভাই জানতে পারেন। তিনি এও জানতে পারেন যে, খুব সকালে কর্মীরা শহরতলিতে অবস্থিত তাদের হোটেল থেকে বাসে করে পোতাশ্রয়ে যায়। সঙ্গেসঙ্গে তিনি টার্কুর ইংরেজিভাষী মণ্ডলীর ভাইদের বিষয়টা জানান।

সেই মণ্ডলীর প্রাচীনরা বুঝতে পারে যে, এত এত বিদেশির উপস্থিতি তাদের কাছে রাজ্যের বার্তা জানানোর এক অপ্রত্যাশিত সুযোগ খুলে দিয়েছে আর তাই তারা দ্রুত এক বিশেষ অভিযানের ব্যবস্থা করে। সেই সপ্তাহের রবিবারে, দশ জন প্রকাশক সকাল সাতটায় বাসস্টপের কাছে মিলিত হয়। শুরুতে, কোনো কর্মীকে দেখা যাচ্ছিল না। ‘আমরা কি খুব বেশি দেরি করে ফেলেছি?’ ভাইয়েরা চিন্তা করে। ‘তারা কি টার্কু ছেড়ে চলে গিয়েছে?’ কিন্তু, ঠিক সেই সময় কাজের পোশাক পরিহিত একজন কর্মী রাস্তার মোড়ে এসে দাঁড়ান। এরপর আরেকজন, তারপর আরও কয়েক জন সেখানে আসে। অল্পসময়ের মধ্যে বাসস্টপের কাছে এক বিরাট দল এসে উপস্থিত হয়। প্রকাশকরা ইংরেজি ভাষার প্রকাশনা নিয়ে কর্মীদের কাছে প্রচার করতে শুরু করে দেয়। আনন্দের বিষয় হল, সমস্ত কর্মীর বিভিন্ন বাসে সিট পেতে প্রায় এক ঘন্টা লেগে যায় আর এর ফলে ভাইবোনেরা অধিকাংশ লোকের সঙ্গে কথা বলার জন্য যথেষ্ট সময় পায়। বাসগুলো যখন চলে যায়, তখন কর্মীরা তাদের সঙ্গে করে ১২৬টি পুস্তিকা ও ৩২৯টি পত্রিকা নিয়ে যায়!

এই উত্তম ফল ভাইবোনদেরকে পরের সপ্তাহে, সীমা অধ্যক্ষের পরিদর্শনের সময় পুনরায় সেই অভিযান করার জন্য উৎসাহিত করে। বৃষ্টির এক দিনে, ভোর সাড়ে ছ-টায়, সীমা অধ্যক্ষ ক্ষেত্রের পরিচর্যা সভা পরিচালনা করেন এবং ২৪ জন প্রকাশক বাসস্টপের দিকে রওনা দেয়। এই বার, তারা তাদের সঙ্গে টাগালগ ভাষার সাহিত্যও নিয়ে যায় কারণ তারা দেখেছিল যে, বিদেশিদের মধ্যে অনেকে ফিলিপিনস থেকে এসেছে। সেই সকালে, বাসগুলো যখন পোতাশ্রয়ের দিকে যায়, তখন কর্মীরা তাদের সঙ্গে করে ৭টি বই, ৬৯টি পুস্তিকা এবং ৪৭৯টি পত্রিকা নিয়ে যায়। যে-ভাইবোনেরা এই অভিযানে যোগ দিয়েছিল, তারা কতটা আনন্দিত ও উচ্ছসিত হয়েছিল, তা একটু কল্পনা করুন!

কর্মীরা নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আগে ভাইবোনেরা তাদের বেশ কয়েক জনের সঙ্গে হোটেলে সাক্ষাৎ করতে এবং রাজ্যের বার্তা সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানাতে সমর্থ হয়। কিছু কর্মী বলে যে, পৃথিবীর অন্যান্য জায়গায় এর আগেও যিহোবার সাক্ষিদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে। ফিনল্যান্ডে থাকাকালীন তাদের সঙ্গে যোগাযোগ করার প্রচেষ্টা করেছিল বলে কর্মীরা ভাইদের প্রতি তাদের উপলব্ধি প্রকাশ করে।

আপনিও কি সেই সুযোগগুলোর ব্যাপারে তৎপর, যেগুলো হয়তো আপনার মণ্ডলীর এলাকায় অপ্রত্যাশিতভাবে এসে থাকে? আপনিও কি বিভিন্ন পটভূমির লোকেদের কাছে যাওয়ার প্রচেষ্টা করেন? যদি তা-ই হয়, তাহলে আপনিও হয়তো টার্কুর ভাইবোনদের মতো একইরকম অভিজ্ঞতা অর্জন করেছেন।

[৩২ পৃষ্ঠার মানচিত্র/চিত্র]

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

ফিনল্যান্ড

হেলসিংকি

টার্কু

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার