সূচিপত্র
আগস্ট ১৫, ২০১০
অধ্যয়ন সংস্করণ
নীচে উল্লেখিত সপ্তাহগুলোর জন্য অধ্যয়ন প্রবন্ধ:
সেপ্টেম্বর ২৭, ২০১০–অক্টোবর ৩, ২০১০
যেভাবে যিশু ঈশ্বরের ধার্মিকতাকে মহিমান্বিত করেন
পৃষ্ঠা ৮
অক্টোবর ৪-১০, ২০১০
যেভাবে মুক্তির মূল্য আমাদের রক্ষা করে
পৃষ্ঠা ১২
অক্টোবর ১১-১৭, ২০১০
প্রেমপূর্ণ-দয়ার ব্যবস্থা আপনার জিহ্বাকে রক্ষা করুক
পৃষ্ঠা ২১
অক্টোবর ১৮-২৪, ২০১০
কে সাহায্যের জন্য আর্তনাদকারী ব্যক্তিদের উদ্ধার করতে পারেন?
পৃষ্ঠা ২৮
অধ্যয়ন প্রবন্ধগুলোর উদ্দেশ্য
অধ্যয়ন প্রবন্ধ ১, ২ পৃষ্ঠা ৮-১৬
শয়তান কীভাবে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বিতা করেছিল তা জানুন। যিশু কীভাবে যিহোবার সার্বভৌমত্ব সম্বন্ধীয় ধার্মিকতাকে সমর্থন এবং মহিমান্বিত করেছিলেন তা বিবেচনা করুন। যিশুর মুক্তির মূল্যরূপ বলিদানের জন্য যে-মূল্য দিতে হয়েছে, সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করুন আর কীভাবে এটা আপনাকে রক্ষা করতে পারে সেই সম্বন্ধেও চিন্তা করুন। এই প্রবন্ধগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
অধ্যয়ন প্রবন্ধ ৩ পৃষ্ঠা ২১-২৫
প্রেমপূর্ণ-দয়া কী এবং কীভাবে তা আপনার জিহ্বাকে প্রভাবিত করতে পারে সেই সম্বন্ধে শিখুন। এ ছাড়া, দৈনন্দিন কথাবার্তায় যে-উপায়গুলোর মাধ্যমে ঈশ্বরীয় এই গুণটাকে প্রদর্শন করা যেতে পারে সেই সম্বন্ধে গভীরভাবে চিন্তা করুন।
অধ্যয়ন প্রবন্ধ ৪ পৃষ্ঠা ২৮-৩২
গীতসংহিতার ৭২ গীতে, ঈশ্বরের পুত্র যিশু খ্রিস্টের সহস্র বছরের রাজত্বের পূর্বাভাস দেওয়া হয়েছে। আপনি যখন এই প্রবন্ধটি অধ্যয়ন করবেন এবং যারা সাহায্যের জন্য আর্তনাদ করে তাদেরকে উদ্ধার করার জন্য যিহোবা ঈশ্বর যেভাবে মহান শলোমনকে ব্যবহার করবেন সেটার ওপর ধ্যান করবেন, তখন আপনার হৃদয় আনন্দিত হবে।
এই সংখ্যায় আরও রয়েছে:
পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল ৬
কোন অর্থে আদমকে ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্টি করা হয়েছিল? ২০