সূচিপত্র
নভেম্বর ১৫, ২০১৫
© 2015 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
অধ্যয়ন সংস্করণ
ডিসেম্বর ২৮, ২০১৫–জানুয়ারি ৩, ২০১৬
যিহোবাকে সেবা করার জন্য আপনাদের সন্তানকে প্রশিক্ষণ দিন—প্রথম ভাগ
পৃষ্ঠা ৩
জানুয়ারি ৪-১০, ২০১৬
যিহোবাকে সেবা করার জন্য আপনাদের সন্তানকে প্রশিক্ষণ দিন—দ্বিতীয় ভাগ
পৃষ্ঠা ৮
জানুয়ারি ১১-১৭, ২০১৬
পৃষ্ঠা ১৬
জানুয়ারি ১৮-২৪, ২০১৬
আপনি কি ‘আপনার প্রতিবাসীকে আপনার মত প্রেম করেন’?
পৃষ্ঠা ২১
জানুয়ারি ২৫-৩১, ২০১৬
পৃষ্ঠা ২৬
অধ্যয়ন প্রবন্ধগুলো
▪ যিহোবাকে সেবা করার জন্য আপনাদের সন্তানকে প্রশিক্ষণ দিন—প্রথম ভাগ
▪ যিহোবাকে সেবা করার জন্য আপনাদের সন্তানকে প্রশিক্ষণ দিন—দ্বিতীয় ভাগ
যিহোবা বাবা-মায়েদের এক মূল্যবান অথচ গুরু দায়িত্ব প্রদান করেছেন। আর তা হল তাদের সন্তানদের প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা যিহোবাকে সেবা করে। এই দুটো প্রবন্ধ দেখায় কীভাবে বাবা-মায়েরা যিশুকে এবং তাঁর তিনটে গুণ—প্রেম, নম্রতা ও অন্তর্দৃষ্টি—অনুকরণ করে তাদের দায়িত্ব পালন করতে পারেন।
▪ যিহোবা হলেন প্রেমময় ঈশ্বর
▪ আপনি কি ‘আপনার প্রতিবাসীকে আপনার মত প্রেম করেন’?
এই দুটো প্রবন্ধের মধ্যে প্রথমটা স্পষ্টভাবে তুলে ধরে, যিহোবা হলেন একজন প্রেমময় ঈশ্বর। এ ছাড়া, এটা ব্যাখ্যা করে কীভাবে ঈশ্বর মানবজাতির প্রতি তাঁর প্রেম প্রদর্শন করেছেন। দ্বিতীয় প্রবন্ধ আলোচনা করে, কীভাবে যিহোবার দাসেরা প্রতিবেশীদের প্রতি প্রেম দেখিয়ে থাকে।
▪ রাজ্য শাসনের অধীনে এক-শো বছর!
এই প্রবন্ধ বিগত ১০০ বছরের রাজ্য শাসনের অধীনে সুসমাচার ঘোষণা করার জন্য কী সম্পন্ন করা হয়েছে, সেই বিষয়ের উপর মনোযোগ আকর্ষণ করে। কিছু হাতিয়ার ও নতুন পদ্ধতি সম্বন্ধে জানুন, যেগুলো আমাদের শিষ্য তৈরির কাজে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া, এত বছর ধরে রাজ্যের প্রকাশকদের যে-কার্যকরী প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেই সম্বন্ধেও বিবেচনা করুন।
প্রচ্ছদ: একজন সীমা অধ্যক্ষ এবং কয়েক জন বিশেষ অগ্রগামী একটা বোটে করে আমাজনের বৃষ্টিবহুল বনাঞ্চলে যাচ্ছেন। তারা আনন্দ সহকারে আমাজন নদী ও এর বিভিন্ন শাখা নদীর আশেপাশের বিচ্ছিন্ন গ্রামগুলোতে সুসমাচার ঘোষণা করছেন
ব্রাজিল
জনসংখ্যা
২০,৩০,৬৭,৮৩৫
প্রকাশক
৭,৯৪,৭৬৬
অগ্রগামী
৮৪,৫৫০
স্মরণার্থ সভার উপস্থিতি (২০১৪)