বাইবেল কী বলে?
আমরা মারা গেলে আমাদের কী হয়?
কেউ কেউ বিশ্বাস করে, আমরা অন্য কোনোভাবে বেঁচে থাকি। আবার অন্যেরা মনে করে, মৃত্যুতে সমস্তকিছু শেষ হয়ে যায়। আপনি কী বিশ্বাস করেন?
বাইবেল যা বলে
“মৃতেরা কিছুই জানে না।” (উপদেশক ৯:৫) আমরা যখন মারা যাই, তখন আমরা অস্তিত্বহীন হয়ে যাই।
বাইবেল থেকে আমরা আরও কী জানতে পারি?
প্রথম মানুষ আদম মারা যাওয়ার পর ধুলোতে অর্থাৎ মাটিতে ফিরে গিয়েছিলেন। (আদিপুস্তক ২:৭; ৩:১৯) একইভাবে, যে-সমস্ত মানুষ মারা যায়, তারাও মাটিতে ফিরে যায়।—উপদেশক ৩:১৯, ২০.
যে-ব্যক্তিরা মারা যায়, তারা তাদের পাপ থেকে মুক্ত হয় বা পাপের ক্ষমা লাভ করে। (রোমীয় ৬:৭) একজন ব্যক্তি মারা যাওয়ার পর আর কোনো শাস্তি পায় না।
মৃত ব্যক্তিরা কি আবার জীবিত হতে পারে?
আপনি কী বলবেন?
হ্যাঁ
না
হয়তো
বাইবেল যা বলে
“পুনরুত্থান হইবে।”—প্রেরিত ২৪:১৫.
বাইবেল থেকে আমরা আরও কী জানতে পারি?
বাইবেলে প্রায়ই মৃত্যুকে ঘুমের সঙ্গে তুলনা করা হয়েছে। (যোহন ১১:১১-১৪) ঠিক যেমন আমরা একজন ব্যক্তিকে ঘুম থেকে জাগিয়ে তুলতে পারি, তেমনই ঈশ্বর মৃত ব্যক্তিদের জাগিয়ে তুলতে পারেন।—ইয়োব ১৪:১৩-১৫.
বাইবেলে বেশ কিছু পুনরুত্থানের বিবরণ দেওয়া রয়েছে। এই বিবরণগুলো আমাদের এটা বিশ্বাস করার জন্য দৃঢ় ভিত্তি প্রদান করে যে, মৃত ব্যক্তিরা জীবিত হবে।—১ রাজাবলি ১৭:১৭-২৪; লূক ৭:১১-১৭; যোহন ১১:৩৯-৪৪. (w16-E No.1)