ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp19 নং ২ পৃষ্ঠা ৪-৫
  • যখন আপনি প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যখন আপনি প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৯
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের সত্য জানার মাধ্যমে আপনি বেঁচে থাকার কারণ খুঁজে পেতে পারেন
  • আপনি কি প্রস্তুত?
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
  • আপনার সমস্ত উদ্‌বিগ্নতার ভার যিহোবার উপর ফেলে দিন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • কীভাবে উদ্‌বিগ্নতার সঙ্গে সফলভাবে মোকাবিলা করা যায়?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • আপনার সমস্ত ভাবনার ভার যিহোবার উপর ছেড়ে দিন
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৯
wp19 নং ২ পৃষ্ঠা ৪-৫
একটা বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর দুই জন ব্যক্তি সেই ধ্বংসস্তূপের মধ্যে বসে রয়েছেন

যখন আপনি প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হন

“প্রথমে আমরা খুবই হতাশ হয়ে পড়েছিলাম। আমাদের যা-কিছু ছিল সব বন্যায় ও কাদামাটির ধসে ভেসে চলে গিয়েছিল।”—আ্যন্ড্রু, সিয়েরা লিওন।

“ঘূর্ণিঝড়ের পর আমরা বাড়ি ফিরে যাই আর দেখি, ঝড়ে সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে। আমরা কথা বলার শক্তি হারিয়ে ফেলি। আমার মেয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে আর কাঁদতে শুরু করে।”—ডেভিড, ভার্জিন দ্বীপপুঞ্জ।

যখন আপনি প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হন তখন সাধারণত প্রচণ্ড আঘাত পান, বিভ্রান্ত বোধ করেন, অত্যন্ত উদ্‌বিগ্ন হয়ে পড়েন, দুঃস্বপ্ন দেখতে থাকেন আর সেইসঙ্গে অন্যেরা আপনাকে অবহেলা করে। অনেকে আবার এতটাই হতাশ ও ক্লান্ত হয়ে পড়ে যে, তারা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ইচ্ছেটুকু হারিয়ে ফেলে।

আপনি যদি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সমস্ত কিছু হারিয়ে ফেলেন, তাহলে হয়তো মনে করতে পারেন যে, হতাশা ও উদ্‌বিগ্নতার সঙ্গে লড়াই করার ক্ষমতা আপনি হারিয়ে ফেলেছেন। সেইসঙ্গে এমনটাও মনে করতে পারেন যে, আপনার বেঁচে থাকার কোনো কারণ নেই। কিন্তু বাইবেল দেখায় যে, আপনার বেঁচে থাকার কারণ রয়েছে আর আপনি এক উত্তম ভবিষ্যৎ আশা করতে পারেন।

বাইবেলের সত্য জানার মাধ্যমে আপনি বেঁচে থাকার কারণ খুঁজে পেতে পারেন

উপদেশক ৭:৮ পদ বলে: “কার্য্যের আরম্ভ হইতে তাহার অন্ত ভাল।” আপনি যখন একটা প্রাকৃতিক বিপর্যয়ের পর স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করতে শুরু করেন, তখন কোনো আশা নেই বলে আপনার মনে হতে পারে। কিন্তু আপনি যখন ধৈর্য ধরে আপনার জীবনকে আবার গড়ে তোলার জন্য কঠোর প্রচেষ্টা করতে থাকেন, তখন আপনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।

বাইবেল এমন এক সময়ের কথা উল্লেখ করে যখন “রোদনের শব্দ কি ক্রন্দনের শব্দ আর শুনা যাইবে না।” (যিশাইয় ৬৫:১৯) এটা তখন সত্য বলে প্রমাণিত হবে যখন ঈশ্বরের রাজ্যের অধীনে পৃথিবী এক পরমদেশে পরিণত হবে। (গীতসংহিতা ৩৭:১১, ২৯) সেই সময়, আর কেউ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হবে না এবং কোনো দীর্ঘস্থায়ী শারীরিক বা মানসিক কষ্ট থাকবে না; কারণ সর্বশক্তিমান ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন: “পূর্ব্বে যাহা ছিল, তাহা স্মরণে থাকিবে না, আর মনে পড়িবে না।”—যিশাইয় ৬৫:১৭.

একটু কল্পনা করুন: সৃষ্টিকর্তা আপনাকে এক “আশা এবং সু-ভবিষ্যৎ” অর্থাৎ তাঁর নিখুঁত শাসন ব্যবস্থায় এক শান্তিপূর্ণ জীবন দিতে চান। (যিরমিয় ২৯:১১, ইজি-টু-রিড ভারশন) এই বিষয়টা জানা কি আপনাকে বেঁচে থাকার কারণ খুঁজে পেতে সাহায্য করে না? শুরুর প্রবন্ধে উল্লেখিত স্যালি বলেন: “ভবিষ্যতে ঈশ্বরের রাজ্য আমাদের জন্য যে চমৎকার বিষয়গুলো সম্পাদন করবে সেই বিষয়ে আমরা যখন চিন্তা করি তখন আমরা অতীতে ঘটে যাওয়া বিষয়গুলো ভুলে গিয়ে বর্তমানের ওপর মনোযোগ দিতে পারি।”

শীঘ্রই ঈশ্বরের রাজ্য মানবজাতির জন্য যা করতে চলেছে তা আপনি জানুন না কেন? আপনি যদি তা করেন, তবে এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন যে, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হলেও আপনার বর্তমানে বেঁচে থাকার কারণ রয়েছে আর সেইসঙ্গে আপনি এমন এক ভবিষ্যতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারেন যখন প্রাকৃতিক বিপর্যয় আর হবে না। বাইবেল এখনই এমন কিছু ব্যাবহারিক নির্দেশনা জোগায় যেগুলো আপনাকে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ঘটা দুঃখজনক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করতে পারে। কয়েকটা উদাহরণ বিবেচনা করুন।

বাইবেলের যে-পদগুলো সাহায্য করতে পারে

পর্যাপ্ত পরিমাণে ঘুমান।

“বাতাসকে ধরবার জন্য দুই মুঠো পরিশ্রমের চেয়ে এক মুঠো বিশ্রাম শ্রেয়।”— উপদেশক ৪:৬, জুবিলী বাইবেল।

গবেষকরা বলেন: “কোনো ব্যক্তি যখন কষ্ট পান আর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না নেন অথবা না ঘুমান, তখন তার আবেগগত সমস্যাগুলো আরও বেড়ে যায় এবং তার অবস্থা আরও খারাপ হয়ে যায়।” তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমানো খুবই জরুরি।

আপনার অনুভূতি নিয়ে কথা বলুন।

“দুশ্চিন্তা মানুষের হৃদয় ভারী করে; কিন্তু উত্তম বাণী তা উৎফুল্ল করে তোলে।”—হিতোপদেশ ১২:২৫, জুবিলী বাইবেল।

পরিবারের কোনো সদস্য বা বিশ্বস্ত কোনো বন্ধুর সঙ্গে কথা বলুন। পরিবারের সদস্যরা বা ঘনিষ্ঠ বন্ধুরা আপনার অনুভূতিগুলো শোনার সময় আপনাকে উৎসাহ দিতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সাহায্য করতে পারেন।a

এক উত্তম ভবিষ্যতের বিষয়ে চিন্তা করুন।

“আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে নতুন আকাশ ও নতুন পৃথিবীর জন্য অপেক্ষা করছি। সেখানে সব কিছু ঈশ্বরের ইচ্ছামত হবে।”—২ পিতর ৩:১৩, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

a একজন ব্যক্তি যদি অনেক দিন ধরে কষ্ট পান বা চরম উদ্‌বিগ্নতায় ভোগেন, তাহলে তার চিকিৎসার প্রয়োজন হতে পারে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার