যখন আপনি প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হন
যখন আপনি প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হন তখন সাধারণত প্রচণ্ড আঘাত পান, বিভ্রান্ত বোধ করেন, অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন, দুঃস্বপ্ন দেখতে থাকেন আর সেইসঙ্গে অন্যেরা আপনাকে অবহেলা করে। অনেকে আবার এতটাই হতাশ ও ক্লান্ত হয়ে পড়ে যে, তারা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ইচ্ছেটুকু হারিয়ে ফেলে।
আপনি যদি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সমস্ত কিছু হারিয়ে ফেলেন, তাহলে হয়তো মনে করতে পারেন যে, হতাশা ও উদ্বিগ্নতার সঙ্গে লড়াই করার ক্ষমতা আপনি হারিয়ে ফেলেছেন। সেইসঙ্গে এমনটাও মনে করতে পারেন যে, আপনার বেঁচে থাকার কোনো কারণ নেই। কিন্তু বাইবেল দেখায় যে, আপনার বেঁচে থাকার কারণ রয়েছে আর আপনি এক উত্তম ভবিষ্যৎ আশা করতে পারেন।
বাইবেলের সত্য জানার মাধ্যমে আপনি বেঁচে থাকার কারণ খুঁজে পেতে পারেন
উপদেশক ৭:৮ পদ বলে: “কার্য্যের আরম্ভ হইতে তাহার অন্ত ভাল।” আপনি যখন একটা প্রাকৃতিক বিপর্যয়ের পর স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করতে শুরু করেন, তখন কোনো আশা নেই বলে আপনার মনে হতে পারে। কিন্তু আপনি যখন ধৈর্য ধরে আপনার জীবনকে আবার গড়ে তোলার জন্য কঠোর প্রচেষ্টা করতে থাকেন, তখন আপনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।
বাইবেল এমন এক সময়ের কথা উল্লেখ করে যখন “রোদনের শব্দ কি ক্রন্দনের শব্দ আর শুনা যাইবে না।” (যিশাইয় ৬৫:১৯) এটা তখন সত্য বলে প্রমাণিত হবে যখন ঈশ্বরের রাজ্যের অধীনে পৃথিবী এক পরমদেশে পরিণত হবে। (গীতসংহিতা ৩৭:১১, ২৯) সেই সময়, আর কেউ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হবে না এবং কোনো দীর্ঘস্থায়ী শারীরিক বা মানসিক কষ্ট থাকবে না; কারণ সর্বশক্তিমান ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন: “পূর্ব্বে যাহা ছিল, তাহা স্মরণে থাকিবে না, আর মনে পড়িবে না।”—যিশাইয় ৬৫:১৭.
একটু কল্পনা করুন: সৃষ্টিকর্তা আপনাকে এক “আশা এবং সু-ভবিষ্যৎ” অর্থাৎ তাঁর নিখুঁত শাসন ব্যবস্থায় এক শান্তিপূর্ণ জীবন দিতে চান। (যিরমিয় ২৯:১১, ইজি-টু-রিড ভারশন) এই বিষয়টা জানা কি আপনাকে বেঁচে থাকার কারণ খুঁজে পেতে সাহায্য করে না? শুরুর প্রবন্ধে উল্লেখিত স্যালি বলেন: “ভবিষ্যতে ঈশ্বরের রাজ্য আমাদের জন্য যে চমৎকার বিষয়গুলো সম্পাদন করবে সেই বিষয়ে আমরা যখন চিন্তা করি তখন আমরা অতীতে ঘটে যাওয়া বিষয়গুলো ভুলে গিয়ে বর্তমানের ওপর মনোযোগ দিতে পারি।”
শীঘ্রই ঈশ্বরের রাজ্য মানবজাতির জন্য যা করতে চলেছে তা আপনি জানুন না কেন? আপনি যদি তা করেন, তবে এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন যে, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হলেও আপনার বর্তমানে বেঁচে থাকার কারণ রয়েছে আর সেইসঙ্গে আপনি এমন এক ভবিষ্যতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারেন যখন প্রাকৃতিক বিপর্যয় আর হবে না। বাইবেল এখনই এমন কিছু ব্যাবহারিক নির্দেশনা জোগায় যেগুলো আপনাকে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ঘটা দুঃখজনক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করতে পারে। কয়েকটা উদাহরণ বিবেচনা করুন।