অন্যদের সাথে কাজ করা থেকে যে আশীর্বাদগুলি আসে
১ আপনি কি মনে করেন পরিচর্যায় অন্যদের সাথে কাজ করায় উপকারগুলি উপভোগ করা যায়? যীশু করেছিলেন। যদিও শস্য প্রচুর ও কার্যকারী লোক অল্প ছিল, তবুও যীশু “দুই দুই জন” করে ৭০ জন শিষ্যকে ক্ষেত্রে পাঠিয়েছিলেন। “আপনি যেখানে যেখানে যাইতে উদ্যত ছিলেন, সেই সমস্ত নগরে ও স্থানে” প্রচার করা তাদের জন্য কী আনন্দেরই সময় ছিল!—লূক ১০:১, ১৭; মথি ৯:৩৭.
২ অন্যদের সাথে কাজ করা হল উদ্দীপক। আমাদের মধ্যে কেউ কেউ লাজুক এবং অপরিচিতদের কাছে এগিয়ে যাওয়াকে কঠিন মনে করে। আমাদের সাথে কেউ থাকা হয়ত সাহসের সাথে ঈশ্বরের বাক্য সম্বন্ধে কথা বলতে আমাদের নিশ্চয়তা দান করতে পারে। যখন আমাদের সাথে কেউ থাকে, তখন আমাদের পক্ষে সেই কাজ, যার জন্য আমরা শিক্ষাপ্রাপ্ত হয়েছি সম্পাদন করা হয়ত সহজ হতে পারে। (হিতো. ২৭:১৭) বিজ্ঞ ব্যক্তি বলেন: “এক জন অপেক্ষা দুই জন ভাল।”—উপ. ৪:৯.
৩ বিভিন্ন প্রকাশকদের ও অগ্রগামীদের সাথে কাজ করা ভালো। প্রেরিত পৌলের পরিচর্যা সাথী ছিলেন বার্ণবা, সীল, তীমথিয় এবং যোহন মার্ক আর তারা অনেক আশীর্বাদ উপভোগ করেছিলেন যখন একত্রে প্রচার করেছিলেন। আজকের দিনে তা সত্য হতে পারে। আপনি কি এমন কারও সাথে কাজ করেছেন যিনি দীর্ঘ দিন সত্যে আছেন? সাক্ষ্যদানে তার দক্ষতা লক্ষ্য করার পর, সম্ভবত আপনি কিছু উত্তম ধারণা পেয়েছেন যা আপনাকে উন্নতি করতে সাহায্য করেছে। আপনি কি সেইরূপ প্রকাশকদের সঙ্গী হয়েছেন যারা আপেক্ষিকভাবে নতুন? তাহলে যা আপনি শিখেছেন তার কিছু হয়ত দিতে সমর্থ হয়েছেন আর এইভাবে হয়ত তাদের আরও কার্যকারী হতে ও তাদের পরিচর্যায় প্রচুর আনন্দ খুঁজে পেতে সাহায্য করেছেন।
৪ আপনি কি বর্তমানে একটি বাইবেল অধ্যয়ন পরিচালনা করছেন? তাই যদি হয়, তাহলে একজন প্রাচীন অথবা সীমা অধ্যক্ষকে আপনার সঙ্গী হতে আমন্ত্রণ জানান না কেন? অধ্যক্ষদের সাথে পরিচিত হওয়া আমাদের বাইবেল ছাত্রদের জন্য উপকারী। যদি আপনি একজন প্রাচীনের উপস্থিতিতে অধ্যয়ন পরিচালনা করতে ইতস্তত করেন, তাহলে হয়ত তিনি সেটি পরিচালনা করতে এবং আপনাকে তা দেখতে দিতে ইচ্ছুক হবেন। তারপর, আপনি কিভাবে ছাত্রকে আরও দ্রুতভাবে উন্নতি করতে সাহায্য করতে পারেন, সেই সম্বন্ধে পরামর্শের জন্য নিঃসঙ্কোচে তাকে জিজ্ঞাসা করতে পারেন।
৫ যখন আপনি অন্যদের সাথে কাজ করেন তখন একজন উৎসাহজনক সঙ্গী হোন। এলাকা সম্বন্ধে আপনার মন্তব্যে আশাবাদী হোন। অন্যদের সম্বন্ধে গুজব রটানো অথবা মণ্ডলীর আয়োজন সম্বন্ধে কখনও অভিযোগ করবেন না। পরিচর্যার এবং যিহোবা থেকে আশীর্বাদগুলির উপরে আপনার মন স্থাপন করুন। আপনি যদি করেন, তাহলে আপনি এবং আপনার সঙ্গী উভয়েই আধ্যাত্মিকভাবে সতেজ হয়ে বাড়ি ফিরবেন।
৬ নিয়মিতভাবে অন্য ভাই ও বোনেদের সাথে কাজ করতে আপনার পরিস্থিতি হয়ত আপনার জন্য কঠিন করতে পারে। কিন্তু, যদি সম্ভব, তাহলে অন্য প্রকাশকের সাথে কাজ করার জন্য কিছু সময়ের ব্যবস্থা করুন না কেন? আপনারা উভয়েই আশীর্বাদপ্রাপ্ত হবেন!—রোমীয় ১:১১, ১২.