ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/৯৪ পৃষ্ঠা ৮
  • সর্বমহান পুরুষকে অনুসরণ করতে অন্যদের আমন্ত্রণ জানান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সর্বমহান পুরুষকে অনুসরণ করতে অন্যদের আমন্ত্রণ জানান
  • ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য প্রস্তাবিত উপস্থাপনাগুলো
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • তাঁর অনুগামী হতে তাদের উৎসাহ দিন
    ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘সমুদয় মনুষ্যের’ কাছে সাক্ষ্য দেওয়া
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের কাছ থেকে আগত জ্ঞান অনেক প্রশ্নের উত্তর দেয়
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/৯৪ পৃষ্ঠা ৮

সর্বমহান পুরুষকে অনুসরণ করতে অন্যদের আমন্ত্রণ জানান

১ যেমন মথি ৫:১৪ পদে লিপিবদ্ধ আছে, যীশু তাঁর শিষ্যদের বলেছিলেন: “তোমরা জগতের দীপ্তি।” যীশুর অনুগামীদের সর্বত্র লোকেদের যিহোবার রাজ্য ও যীশুর মাধ্যমে পরিত্রাণের জন্য তাঁর প্রেমময় ব্যবস্থা সম্বন্ধে জানাতে হত। সেই কর্মভার মনে রেখে, ডিসেম্বর মাসে আমরা সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটি অর্পণ করতে আশা রাখব। এখানে কিছু প্রস্তাব দেওয়া আছে যা আপনি হয়ত ব্যবহার করতে পারেন।

২ নিজের পরিচয় দেওয়ার পর, আপনি হয়ত নিজের ভাষায় নিম্নোক্ত বিষয়টি তুলে ধরতে পারেন:

◼“অনেকে ভাবে মানুষ হিসাবে যখন তিনি পৃথিবীতে ছিলেন, যীশু কী ধরনের ব্যক্তি ছিলেন। কোন্‌ কোন্‌ দিক দিয়ে আপনি মনে করেন তিনি অন্যদের থেকে পৃথক ছিলেন? [উত্তরের অপেক্ষা করুন।] সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন এই আকর্ষণীয় বইটি, তাঁর জীবনের ও পরিচর্যার মুখ্যবিষয়গুলিকে বর্ণনা করে এবং তিনি কী ধরনের মানুষ ছিলেন এটি সেই বিষয়ে অন্তর্দৃষ্টি দেয়। এটি পড়ার পর, কেউ কেউ অনুভব করেন যেন ব্যক্তিগতভাবে তাঁর সাথে মেলামেশার, তাঁর যাতনার অংশী হওয়ার এবং তাঁর পরিচর্যাকে প্রত্যক্ষ করার সুযোগ তাদের হয়েছিল।” বইয়ের প্রথম চিত্রটি তুলে ধরুন, যেটি নামকরণে পরিলক্ষিত হয়। তারপর “তাঁর সম্বন্ধে শেখার উপকার” উপশিরোনামটির নিচে প্রথম ভূমিকাটি খুলুন এবং দ্বিতীয় অনুচ্ছেদটি পড়ুন। তারপর ৪৫·০০ টাকা মূল্যে বইটি অর্পণ করুন।

৩ অথবা আপনি হয়ত এইরকম কিছু বলতে পারেন:

◼“বড়দিনের সময়ে আমরা প্রায়ই, যীশুর সম্বন্ধে অনেক কিছু শুনে থাকি। কিন্তু, সারা জগতে খারাপ জিনিসগুলি এত বেশি ঘটার ফলে কেউ কেউ হয়ত অবাক হন যীশু সত্যিই আমাদের জন্য চিন্তা করেন অথবা আমাদের জন্য কিছু করতে পারেন কি না। এই সম্বন্ধে আপনি কী মনে করেন?” উত্তরের অপেক্ষা করুন। সর্বমহান পুরুষ বইটির ২৪ অধ্যায় খুলুন এবং যীশু কেন পৃথিবীতে এসেছিলেন সংক্ষেপে আলোচনা করুন। তারপর অন্যদের প্রতি যীশুর আন্তরিক ভালোবাসাকে জোর দিয়ে যোহন ১৫:১৩ পদ পড়ুন। মনে রাখবেন যদি বইটি গৃহীত না হয়, তাহলে অর্পণ করতে সাম্প্রতিক পত্রিকাগুলি, একটি ব্রোশার অথবা উপযুক্ত একটি ট্র্যাক্ট যেন থাকে।

৪ এখানে আর একটি প্রস্তাব হল:

◼“বেশির ভাগ যুবক-যুবতীরা অনুকরণ করতে আদর্শ মডেল খুঁজছে, কিন্তু উদাহরণযোগ্য আদর্শ মডেল খুঁজে পাওয়া কঠিন। যীশু খ্রীষ্ট সকলের জন্য নিখুঁত উদাহরণ স্থাপন করেন। [১ পিতর ২:২১ পদ পড়ুন।] তাঁর সমগ্র জীবন তাঁর স্বর্গীয় পিতার উপাসনার উপর কেন্দ্রীভূত ছিল। যদি আরও বেশি লোক তাঁকে অনুকরণ করতে চেষ্টা করত, তাহলে কী হত বলে আপনি মনে করেন?” উত্তরের অপেক্ষা করুন। বইটির শেষের দ্বিতীয় পৃষ্ঠায় তৃতীয় অনুচ্ছেদটিতে মনোযোগ আকর্ষণ করুন, যেটি তাঁর বিশেষ গুণাবলিকে বর্ণনা করে। উত্তম ব্যক্তি হতে কিভাবে সর্বমহান পুরুষ বইটি আমাদের সকলকে সাহায্য করতে পারে ব্যাখ্যা করুন।

৫ আপনি হয়ত এইরকম কিছু ব্যবহার করতে চান:

◼“যখন কেউ যীশু খ্রীষ্ট সম্বন্ধে উল্লেখ করে, অনেক লোকেরা তাঁকে হয় শিশু অথবা মৃত্যু কষ্টভোগরত একজন ব্যক্তি হিসাবে মনে করে থাকে। যীশু সম্বন্ধে তাদের ধারণা কেবলমাত্র তাঁর জন্ম এবং মৃত্যুতেই সীমাবদ্ধ। যে অপূর্ব বিষয়গুলি সম্বন্ধে তিনি বলেছিলেন এবং তাঁর জীবনকালে করেছিলেন তা প্রায়ই অজ্ঞাত থেকে যায়। তিনি যা সম্পাদন করেছিলেন তা প্রত্যেক ব্যক্তি যারা একসময় পৃথিবীতে জীবিত ছিলেন, তাদের প্রভাবিত করে। সেই কারণে এটি জরুরি যে তিনি আমাদের জন্য যে অপূর্ব জিনিসগুলি করেছিলেন সেই বিষয়ে যতটা পারি যেন শিখি।” যোহন ১৭:৩ পদ পড়ুন। সর্বমহান পুরুষ বইটির ভূমিকার প্রথম পৃষ্ঠাটি খুলুন এবং চতুর্থ অনুচ্ছেদটি পড়ুন। বইটি অর্পণ করুন এবং কিভাবে ব্যক্তিগত অধ্যয়নের জন্য এটি ব্যবহার করা যেতে পারে ব্যাখ্যা করুন।

৬ আগ্রহী ব্যক্তির এবং বই বিতরণের সংখ্যার একটি তালিকা রাখতে ভুলবেন না যাতে করে পুনর্সাক্ষাৎ করার দ্বারা আপনি আলোচনা চালিয়ে যেতে পারেন। এখনও যখন সময় আছে, আসুন উদ্যোগের সাথে সহৃদয় ব্যক্তিদের অন্বেষণ করি ও আমাদের পরিত্রাতা, যীশু খ্রীষ্টের অনুগামী হতে তাদের সাহায্য করি।—মথি ১৬:২৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার