ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/৯৪ পৃষ্ঠা ৮
  • তাঁর অনুগামী হতে তাদের উৎসাহ দিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তাঁর অনুগামী হতে তাদের উৎসাহ দিন
  • ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সর্বমহান পুরুষকে অনুসরণ করতে অন্যদের আমন্ত্রণ জানান
    ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের কাছ থেকে আগত জ্ঞান অনেক প্রশ্নের উত্তর দেয়
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য প্রস্তাবিত উপস্থাপনাগুলো
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “আর ইহাই অনন্ত জীবন”
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/৯৪ পৃষ্ঠা ৮

তাঁর অনুগামী হতে তাদের উৎসাহ দিন

১ প্রথম করিস্থীয় ৩:৬, পদে পৌল লিখেছিলেন: “আমি রোপণ করিলাম, আপল্লো জল সেচন করিলেন, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন।” খ্রীষ্টের মস্তক ব্যবস্থার অধীনে একত্রিতভাবে কাজ করার প্রয়োজনীয়তাকে তার ভাইদের দেখতে সাহায্য করতে পৌল এই যুক্তি ব্যবহার করেন। রোপণ ও জল সেচনের গুরুত্বপূর্ণ কাজে তারা যে অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করেছিলেন তা উপলব্ধি করতেও তিনি তাদের সাহায্য করেছিলেন।

২ সেই জীবনরক্ষাকারী কাজ আমাদের সময়ে সমাপ্তি আনবে। উৎসর্গীকৃত খ্রীষ্টান হিসাবে, অন্যদের যীশুর অনুগামী হতে সাহায্য করতে আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে থাকি। (প্রেরিত ১৩:৪৮) সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটি ব্যবহার করে যেখানে আপনারা আগ্রহ জাগাতে সক্ষম হয়েছিলেন, সেই আগ্রহের উপর কিভাবে আলোচনা চালিয়ে যেতে পারেন?

৩ বইটি গ্রহণ করেছিলেন এমন ব্যক্তির সাথে যদি আপনি সাক্ষাৎ করতে যাচ্ছেন, তাহলে আপনি বলতে পারেন:

◼“গতবার যখন আমরা কথা বলেছিলাম, আমরা আলোচনা করেছিলাম মানুষ হিসাবে যীশু খ্রীষ্ট কী রকম ব্যক্তি ছিলেন। সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটি আপনার কাছে ছেড়ে যেতে আমি খুশি হয়েছিলাম। যীশুর শিক্ষা ও তাঁর ব্যক্তিত্ব সম্বন্ধে কোন্‌ বিষয়টি সবচেয়ে বেশি করে আপনাকে প্রভাবিত করেছে?” উত্তরের অপেক্ষা করুন। ১১৩ অধ্যায় খুলুন এবং যীশুর নম্রতার চমৎকার উদাহরণটি আলোচনা করুন। যীশুর নম্র মনোভাবকে প্রেরিত পৌল কী দৃষ্টিতে দেখেছিলেন তা দেখাতে ফিলিপীয় ২:৮ পদ পড়ুন। নিয়মিত বাইবেল অধ্যয়নের মাধ্যমে কিভাবে আরও শেখা যেতে পারে তারপর তা ব্যাখ্যা করতে পারেন।

৪ আপনি হয়ত এই ভূমিকা বেছে নিতে পারেন:

◼“আমরা আলোচনা করেছিলাম যীশু যখন পৃথিবীতে ছিলেন তিনি কী কী করেছিলেন যা দেখায় তিনি সত্যই আমাদের জন্য চিন্তা করেন। যারা অত্যন্ত কষ্টভোগ করেছে তাদের মুক্ত করতে তিনি অবশেষে কী করবেন বলে আপনি মনে করেন?” উত্তরের অপেক্ষা করুন। ১৩৩ অধ্যায় খুলুন এবং পঞ্চম অনুচ্ছেদের মন্তব্যগুলি পুনরালোচনা করুন। পরের পৃষ্ঠায় চিত্রটি খুলুন এবং ঈশ্বরের ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও যখন পূর্ণ হবে, তখন কী রকম হবে তা ব্যাখ্যা করুন। আরও বেশি করে শেখার দ্বারা কোন্‌ উপকারগুলি লাভ করা যায় তা উল্লেখ করুন।

৫ যদি গৃহকর্ত প্রথম সাক্ষাতে বইটি না নিয়ে থাকেন, তাহলে সম্ভবত আপনি আপনার আলোচনা এইভাবে আরম্ভ করতে পারেন:

◼“আমার মনে হয় আমরা উভয়েই এই বিষয়ে একমত যে অনেক লোকেরা আজকে তাদের জীবন গড়ে তোলে কাউকে তাদের আদর্শ মডেল হিসাবে দেখার পর। সবার জন্য যীশু খ্রীষ্ট হলেন সবচেয়ে আদর্শ মডেল যাকে অনুকরণ করা যেতে পারে। যীশুর দ্বারা স্থাপিত উদাহরণটি অধ্যয়ন করে আমি যা শিখেছি তা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমি আপনাকে দেখাতে চাই। [সর্বমহান পুরুষ বইটির ৪০ অধ্যায় খুলুন এবং করুণা সম্বন্ধে সদয়ভাবে যীশুর শিক্ষাদানের প্রতি মনোযোগ আকর্ষণ করুন।] অন্যদের প্রতি এই গুণটি প্রদর্শন করতে আমার কতখানি প্রয়োজন আছে এটি তা প্রবলভাবে আমাকে মনে করিয়ে দেয়।” মথি ৫:৭ পদ পড়ুন। পুনরায় বইটি অথবা ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন? ব্রোশারটি অর্পণের জন্য এটি হয়ত একটি উপযুক্ত সময় হতে পারে।

৬ অথবা আপনি হয়ত এই সরাসরি উপস্থাপনা ব্যবহার করতে পারেন:

◼“গতবার যখন আমি এখানে এসেছিলাম, আমরা যীশু সম্বন্ধে জ্ঞান লাভের গুরুত্বের বিষয়ে আলোচনা করেছিলাম। যোহন ১৭:৩ পদ বলে যে সেই বিষয়ে জ্ঞান নেওয়া হল “অনন্ত জীবন।” কিভাবে আমরা তা করতে পারি?” উত্তরের অপেক্ষা করুন। আমাদের বাইবেল অধ্যয়নের ব্যবস্থা এবং কিভাবে এর থেকে উপকার লাভ করা যেতে পারে বলুন।

৭ পৌল বলেন যে শস্য কাটার সময় একজন কর্মী “যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাইবে।” (১ করি. ৩:৮) যদি আমরা নিজেরা অন্যদের যীশুর অনুগামী হতে সাহায্য করতে প্রাণপণভাবে চেষ্টা করি, তাহলে আমাদের পুরস্কার নিশ্চিত মহান হবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার