পুনর্পরীক্ষাপূর্বক সংশোধিত জনসাধারণে বক্তৃতা থেকে উপকার লাভ
১ যিহোবার সাক্ষীদের আধুনিক ইতিহাসের কথা নির্ভুলভাবে বর্ণনা করা হয়েছে হিতোপদেশ ৪:১৮ পদে: “ধার্ম্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্য্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়।”
২ এই কথাগুলির সঙ্গে সমতা রেখে খ্রীষ্টীয় মণ্ডলী নিয়মিতভাবে বাইবেল শিক্ষা-বিষয়ক সময়োপযোগী, সংশোধিত ও আধুনিক তথ্যাদি পেয়ে থাকে। (মথি ২৪:৪৫-৪৭) হয়তো এই বিষয়ে কিছু দৃষ্টান্ত আপনি বলতে পারেন, যা আপনি যিহোবার সাক্ষীদের সঙ্গে মেলামেশা শুরু করার সময় থেকে লক্ষ্য করেছেন। মণ্ডলীর সভাগুলি, যার অন্তর্ভুক্ত জনসাধারণে বক্তৃতা, আমাদের ক্রমবর্ধমান সত্যের জ্যোতির সঙ্গে সমতা রেখে চলতে সহায়তা করে।
৩ সংশোধিত সংক্ষিপ্ত বর্ণনাগুলি: সম্প্রতি, সমিতি বেশ কিছু জনসাধারণে বক্তৃতার সংক্ষিপ্ত বর্ণনাগুলিকে সংশোধনের মাধ্যমে আধুনিক করেছে। পরিবর্ধিত আধুনিক কিছু তথ্য সেখানে যোগ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সংশোধন করা হয়েছে। এই পরিবর্ধিত আধুনিক তথ্যাদি থেকে যদি মণ্ডলী পূর্ণরূপে উপকৃত হতে চায়, তাহলে যে সব ভাইয়েরা জনসাধারণে বক্তৃতা দেন, তাদের উচিত কেবলমাত্র সর্বাধুনিক সংক্ষিপ্ত বর্ণনাগুলিকে ব্যবহার করা।
৪ জনসাধারণে বক্তৃতা থেকে সম্পূর্ণরূপে উপকার লাভ করার জন্য যে বিষয়ে বক্তৃতাটি দেওয়া হবে, তার শিরোনামের উপর কিছুক্ষণ ধ্যান করুন। সেই বক্তৃতার সভাতে যাওয়ার পূর্বে সেই বিষয়ের উপর সর্বাধুনিক ঐশিক তথ্যগুলি স্মরণ করার চেষ্টা করুন। তারপর বক্তৃতা শোনার সময়ে, সেই তথ্যগুলি কিভাবে গুছিয়ে পেশ করা হচ্ছে, তা অনুমান করার চেষ্টা করুন। ভবিষ্যতের জন্য সত্যগুলিকে নতুন পদ্ধতিতে ব্যবহার করার জন্য টীকা নিন। এইগুলি নিশ্চিত করে যে সংশোধিত জনসাধারণে বক্তৃতা থেকে আপনি সর্বোৎকৃষ্ট উপকার লাভ করবেন।
৫ জনসাধারণে বক্তৃতা যেন তথ্যপূর্ণ ও সেইসঙ্গে শ্রোতাদের প্রেরণাদায়ক হয়: যখন যীশু কথা বলতেন, তিনি তাঁর শ্রোতাদের হৃদয় স্পর্শ করতেন। যীশুর পর্বতে দত্ত উপদেশ শেষ হওয়ার পর, যা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনসাধারণে বক্তৃতা, যেমন মথি ৭:২৮ পদ জানায়: “লোকসমূহ তাঁহার উপদেশে চমৎকার জ্ঞান করিল।”
৬ যীশুর দৃষ্টান্তকে স্মরণে রেখে প্রাচীনগোষ্ঠীর উচিত বিচক্ষণতার সঙ্গে সেইসব নতুন বক্তাদের অনুমোদন করা, যে ভাইরা হল উত্তম শিক্ষক, যারা সুক্ষ্মভাবে সমিতির সংক্ষিপ্ত বর্ণনা অনুসারে চলবে এবং যারা শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে পারে। জনসাধারণে বক্তৃতা দেওয়ার বিশেষ সুযোগ যে সব ভাইরা পেয়েছেন, তাদের উচিত ক্রমাগতভাবে তাদের বক্তৃতার মানকে উন্নত করা ও প্রাচীনদের কাছ থেকে আগত যে কোন পরামর্শ এবং উপদেশ গ্রহণ করা।
৭ যেমন যিশাইয় ৬৫:১৩, ১৪ পদে ভাববাণী করা হয়েছিল, সেইভাবেই ঈশ্বরের লোকেদের আধ্যাত্মিক শ্রীবৃদ্ধির ব্যাপক প্রকাশ ঘটছে। যিহোবার দ্বারা শিক্ষিত হওয়ার বিবিধ পদ্ধতির মধ্যে জনসাধারণে বক্তৃতার আয়োজন হল একটি।—যিশা. ৫৪:১৩.