জানুয়ারি মাসের পরিচর্যা সভাগুলি
জানুয়ারি ১ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৩৩ (৬৮)
৭ মি: স্থানীয় ঘোষণাবলী। আমাদের রাজ্যের পরিচর্য্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী।
১৩ মি: “অন্তর্দৃষ্টির সাথে প্রচার করুন।” মুখ্য বিষয়গুলি আলোচনা করুন এবং প্রদর্শিত একটি বা দুটি উপস্থাপনা রাখুন। মণ্ডলীকে জানান বর্তমানে কোন্ পুরনো বইগুলি স্টকে আছে।
১০ মি: “কম্পিউটার প্রযুক্তিবিদ্যার প্রতি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখা।” ইনসার্ট প্রবন্ধ। প্রশ্নোত্তর। স্থানীয়ভাবে প্রয়োগ করুন। কম্পিউটারে বা অন্য কোনভাবে নিজেদের কোন বক্তৃতা বা সভার অংশ অন্যকে দিয়ে তৈরি না করাবার জন্য সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে মনোযোগ আকর্ষণ করান। মণ্ডলীর রেকর্ড গোপন রাখবার প্রয়োজনীয়তার উপর জোর দিন, এমনকি যদিও আপনার মণ্ডলীতে এগুলি কাগজে সংরক্ষিত থাকে। মণ্ডলীর কাজের জন্য সংগঠনের ফর্ম ব্যবহার করার নির্দেশের উপর জোর দিন এবং উল্লেখ করুন যে ব্যক্তিগতভাবে তৈরি করা ফর্ম ব্যবহার করা ঠিক নয় যেখানে সংগঠন ছাপানো ফর্ম সরবরাহ করেছে।
১৫ মি: স্থানীয় প্রয়োজন। (অথবা “আপনার তৎপর মনোভাবকে রক্ষা করুন,” অক্টোবর ১, ১৯৯৫, প্রহরীদুর্গ এর পৃষ্ঠা ২৫-৮ এর উপর ভিত্তি করে একটি বক্তৃতা।)
গান ২৮ (৫) এবং সমাপ্তির প্রার্থনা।
জানুয়ারি ৮ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৩৮ (৭১)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট। সুসমাচার প্রচারের জন্য স্থানীয় ও পৃথিবীব্যাপী আর্থিক সাহায্যের প্রতি উপযুক্ত প্রশংসা করুন।
১৫ মি: চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা কার্ডের নিরাপত্তামূলক মূল্যটি। এই চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা কার্ডটি সঠিকভাবে ভর্তি করা ও সবসময় এটি সাথে রাখার গুরুত্বকে এবং ছোটদের সাথেও সবসময় অইডেন্টিটি কার্ড রাখার প্রয়োজনীয়তা সম্বন্ধে প্রাচীন মণ্ডলীর সাথে আলোচনা করবেন। যেমন কার্ডের শিরোনামটি প্রস্তাব করে, এটি আগে থাকতে জানিয়ে দেয় চিকিৎসা ক্ষেত্রে কী চাওয়া হচ্ছে (অথবা হচ্ছে না)। কেন এটি প্রত্যেক বছর করা হয়? সাম্প্রতিক কার্ড অনেক বেশি কার্যকারী পুরনোটির চেয়ে যা একজনের প্রত্যয়কে সঠিকভাবে প্রতিফলিত করে না। এর তথ্য আপনার হয়ে কথা বলবে যদি আপনি বলতে অসমর্থ হন। আজকে কার্ডগুলি দেওয়া হবে। সতর্কতার সাথে সেগুলি ঘরে ভর্তি করবেন কিন্তু সই করবেন না। যেমন গত দুবছর ধরে করা হয়ে আসছে সই ও সাক্ষী দেওয়া মণ্ডলীর বুকস্টাডি সভার সময় করা হবে বুকস্টাডি পরিচালকের তত্ত্বাবধানে। যারা সাক্ষী হিসাবে সই করবেন তারা যার কার্ড তাকে সই করতে দেখবেন। এটি করা হবে ১৫ই জানুয়ারি যে সপ্তাহ শুরু হবে সেই সপ্তাহব্যাপী বুকস্টাডি সভার পর। (পদ্ধতিটির বিস্তারিত বিবরণের জন্য ১৯৯৪ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় ২ পৃষ্ঠা দেখুন। এছাড়া ১৯৯১ সালের ১৫ই অক্টোবরের চিঠিটিও দেখুন।) সকল বাপ্তিস্মিত প্রকাশকেরা চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা কার্ডটি ভর্তি করতে পারেন। অবাপ্তাইজিত প্রকাশকেরা এই কার্ড থেকে বিষয়বস্তুটি নিয়ে তাদের পরিস্থিতি ও বিশ্বাস অনুযায়ী তাদের নিজেদের মত করে নির্দেশপত্র লিখে নিতে পারেন। পিতামাতারা তাদের ছেলেমেয়েদের আইডেন্টিটি কার্ডটি ভর্তি করতে সাহায্য করতে পারেন।
২০ মি: “কার্যকারী হোন—শ্রোতামাত্র নয়।” প্রশ্নোত্তর। সময় থাকলে অন্তর্দৃষ্টি (ইংরাজি) বইটির খণ্ড ২, পৃষ্ঠা ৫২১, অনুচ্ছেদ ১ ও ২ এর উপর ভিত্তি করে বাধ্যতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন।
গান ৭০ (৩৯) এবং সমাপ্তির প্রার্থনা।
জানুয়ারি ১৫ থেকে যে সপ্তাহ শুরু
গান ৭৭ (৪১)
১২ মি: স্থানীয় ঘোষণাবলী। ঘরে না থাকার ক্রমবর্ধমান সমস্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। পথযাত্রীদের, পাশে দাঁড়িয়ে থাকা অথবা গাড়িতে বসে থাকা ব্যক্তিদের কাছে নিজে থেকে এগিয়ে গিয়ে কথা বলার দ্বারা সময় কিনে নিতে প্রকাশকদের উৎসাহিত করুন।
১৮ মি: “কিছুজনকে রক্ষা করার জন্য পুনর্সাক্ষাৎ করুন।” প্রস্তাবিত উপস্থাপনাগুলি পুনরালোচনা করুন। আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি থেকে অধ্যয়ন শুরু করার লক্ষ্য স্থাপন করতে সুপারিশ করুন।
১৫ মি: “আমাদের পত্রিকাগুলি সর্বোত্তমভাবে ব্যবহার করুন।” পরিচর্যা অধ্যক্ষের দ্বারা ইনসার্টের ১ থেকে ১৩ অনুচ্ছেদের উপর ভিত্তি করে প্রাণবন্ত বক্তৃতা।
গান ১৫৬ (১১৮) এবং সমাপ্তির প্রার্থনা।
জানুয়ারি ২২ থেকে যে সপ্তাহ শুরু
গান ২০০ (১০৮)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী।
১৮ মি: “১৯৯৬ সালের ঐশিক পরিচর্যা বিদ্যালয় থেকে উপকৃত হোন—১ম অংশ।” বিদ্যালয় অধ্যক্ষের দ্বারা বক্তৃতা। ছাত্র বক্তৃতার জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের যে নির্দেশাবলী দেওয়া হয়েছে তা পুনরালোচনা করুন যেটি ১৯৯৫ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় আছে।
১৭ মি: “আমাদের পত্রিকাগুলি সর্বোত্তমভাবে ব্যবহার করুন।” ইনসার্টের ১৪ থেকে ১৭ অনুচ্ছেদগুলি শ্রোতাদের সাথে আলোচনা করুন। প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকাগুলি সবসময় বিতরণ করার জন্য বিশেষ প্রচেষ্টা করার উপর জোর দিন। যেহেতু পত্রিকাগুলি বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়, আমরা তা আমাদের কাছে অনেক ভাষায় রাখতে পারি—অন্তত আমাদের এলাকায় নিয়মিতভাবে আমরা যে ভাষাগুলির সম্মুখীন হই। পত্রিকাগুলির বিতরণ আগ্রহ গড়ে তোলার এক কার্যকারী মাধ্যম হতে পারে যেহেতু সেগুলি সংক্ষিপ্ত ও নতুন তথ্যে ভরা। যেখানে আগ্রহ দেখা যায় সেটি লিখে রাখুন ও ফিরে যেতে নিশ্চিত হোন। পত্রিকা রুটগুলি গড়ে তোলার চেষ্টা করুন। ১৪ অনুচ্ছেদে যেমন বর্ণনা করা হয়েছে, পরিবারগতভাবে একটি অভ্যাস পর্ব প্রদর্শন করুন। এছাড়া অর্পণ বাড়াবার জন্য কিছু বাস্তবধর্মী পরামর্শও উল্লেখ করুন।
গান ৯২ (৫১) এবং সমাপ্তির প্রার্থনা।
জানুয়ারি ২৯ থেকে যে সপ্তাহ শুরু
গান ৩১ (৬৬)
৭ মি: স্থানীয় ঘোষণাবলী।
১৮ মি: “সাহসের সাথে কথা বলুন।” বক্তৃতা ও আলোচনা একজন প্রাচীনের দ্বারা পরিচালিত হবে। রবিবারের স্থানীয় পরিচর্যার ব্যবস্থা পুনরালোচনা করুন। উত্তমভাবে সমর্থন দেওয়ার জন্য প্রশংসা করুন এবং যেখানে উন্নতির প্রয়োজন সেক্ষেত্রে পরামর্শ দিন।
২০ মি: ফেব্রুয়ারি মাসে অনন্তকাল বইটি অর্পণ করুন। শ্রোতাদের স্মরণ করান যে এই বইটি সহৃদয় ব্যক্তিদের বাইবেলের মূল সত্যগুলি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে শক্তিশালী হাতিয়ার। বইটি অর্পণের জন্য ১৯৯৫ সালের ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-র ৪ পৃষ্ঠার পরামর্শগুলি পুনরালোচনা করুন। এছাড়াও প্রকাশকদের উৎসাহিত করুন পারিবারিক বইটির কপিগুলি সবসময় তাদের সাথে রাখতে যেহেতু এটি একটি ব্যবহারিক বই ও অর্পণ করা সহজ। অনন্তকাল ও পারিবারিক বই থেকে একটি করে নমুনা প্রদর্শন করুন। এই সপ্তাহের শেষে অনন্তকাল ও পারিবারিক বই নিয়ে কাজ করার জন্য কপিগুলি সংগ্রহ করতে সকলকে মনে করিয়ে দিন।
গান ১৪৩ (৭৬) এবং সমাপ্তির প্রার্থনা।