ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/৯৬ পৃষ্ঠা ৭
  • আপনি কি অত্যন্ত ব্যস্ত?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি অত্যন্ত ব্যস্ত?
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কিভাবে সুযোগ কিনে নেবেন
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রচার করার জন্য এটা কি কোন বাধা?
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার সেবাকে ভিত্তি করে আপনার জীবন গড়ে তুলুন
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • কেন একত্রে মিলিত হবেন?
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/৯৬ পৃষ্ঠা ৭

আপনি কি অত্যন্ত ব্যস্ত?

১ পৌল উদ্বুদ্ধ করেছিলেন যে আমদের ‘প্রভুর কার্য্যে সর্ব্বদা উপচিয়া পড়ার’ আছে। (১ করি. ১৫:৫৮) আমাদের উৎসাহিত করা হয় ব্যক্তিগত অধ্যয়নের জন্য একটি দৈনিক তালিকা বজায় রাখতে, নিয়মিতভাবে পরিচর্যায় অংশ গ্রহণ করতে, বিশ্বস্তভাবে সভাগুলিতে উপস্থিত থাকতে এবং অধ্যবসায়ের সাথে মণ্ডলীর কার্যভারগুলির প্রতি যত্ন নিতে। এর সাথে অতিরিক্তভাবে, আমরা অবশ্যই যাদের আমাদের সাহায্যের প্রয়োজন তাদের সহায়তা করব। এত কিছু করার ফলে, কখনও কখনও হয়ত আমরা তা অত্যধিক বলে মনে করতে পারি, এই বিষয় চিন্তা করে যে আমাদের কাজের ভার কমানোর জন্য কিছু উপায় খোঁজা দরকার।

২ কখনও এমন পরিস্থিতি আসে যখন হয়ত কিছু নির্দিষ্ট কার্যাবলি পরিহার করা অথবা তার পরিমাণ কমানো বুদ্ধির ও যুক্তিপূর্ণ হতে পারে। কিছু ব্যক্তি মনে করে অন্যদের দ্বারা অনুরোধের সমস্ত কিছু করতে, তাদের কাছ থেকে প্রত্যাশা করা হয়। এই ক্ষেত্রে ভারসাম্যের অভাব, চাপ ও পীড়ন উৎপন্ন করতে পারে যা চূড়ান্তভাবে ধ্বংসাত্মক হতে পারে।

৩ ভারসাম্য-পূর্ণ হোন: ভারসাম্যের চাবিকাঠিটি সুপ্ত আছে “বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলির বিষয়ে নিশ্চিত হওয়া,” পৌলের এই উপদেশ প্রয়োগের মধ্যে। (ফিলি. ১:১০, NW) এটি সাধারণভাবে বোঝায় যে আমরা প্রকৃত বিষয়গুলির প্রতি মনোনিবেশ করব আর যদি সময় ও পরিস্থিতি অনুমোদন করে তখন আমরা কম গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি যত্ন নেব। এই বিষয়গুলির মধ্যে পারিবারিক দায়িত্বাদি নিশ্চিতভাবে উচ্চস্থানে আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট কিছু জাগতিক দায়িত্বাদিও পালন করতে হয়। কিন্তু যীশু শিখিয়েছিলেন আমাদের প্রাধান্য এই নীতির উপর ভিত্তি করে হওয়া উচিত যে আমরা রাজ্যকে প্রথম স্থান দেব। আমরা প্রথমে অবশ্যই সেই বিষয়গুলি করব যা যিহোবার প্রতি আমাদের উৎসর্গীকরণকে পূর্ণ করতে অনুমতি দেয়।—মথি ৫:৩; ৬:৩৩.

৪ এই বিষয়টি মনে রেখে, আমরা নিশ্চিত হব যে আমরা আমাদের ব্যস্ত তালিকা থেকে অপ্রয়োজনীয় ব্যক্তিগত অভীষ্ট বস্তুগুলি, অতিরিক্ত বিনোদনমূলক কার্যাবলি এবং অপ্রয়োজনীয়ভাবে অন্যদের কাছে প্রতিশ্রুতি করা পরিহার করব। প্রত্যেক সপ্তাহের জন্য কাজের পরিকল্পনা করার মাধ্যমে আমরা পর্যাপ্ত ব্যক্তিগত অধ্যয়ন করা, পরিচর্যায় যুক্তিযুক্ত অংশ নেওয়া, সভাগুলিতে উপস্থিত হওয়া ও আমাদের উপাসনার সাথে জড়িত যে কোন বিষয় করার জন্য সময় পৃথক করে রাখতে পারব। অবশিষ্ট সময় হয়ত আমাদের সেই অন্যান্য অভীষ্ট বস্তুগুলির মধ্যে ভাগ করে নেওয়া যেতে পারে যা নির্ভর করে, রাজ্যকে প্রথম স্থান দেয় এমন ভারসাম্যপূর্ণ খ্রীষ্টান হওয়ার ক্ষেত্রে, আমাদের প্রাথমিক লক্ষ্য অর্জনে সেগুলির অবদান কতখানি তার উপর।

৫ এমনকি যদিও আমরা পূর্বোল্লিখিত বিষয়গুলি সম্পাদন করছি, তবুও আমরা হয়ত মনে করতে পারি আমাদের ভার পীড়নকর। যদি তাই হয়, আমাদের যীশুর আমন্ত্রণে সাড়া দেওয়া প্রয়োজন: “হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব।” (মথি ১১:২৮) এছাড়াও যিহোবার প্রতি দৃষ্টি দিন, “যিনি দিন দিন আমাদের ভার বহন করেন” আর ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন। তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি কখনও ধার্মিক ব্যক্তিকে বিচলিত হতে দেবেন না। (গীত. ৫৫:২২; ৬৮:১৯; যিশা. ৪০:২৯) আমরা নিশ্চিত হতে পারি যে, ঐশিক কার্যাবলির এক সক্রিয় জীবনে অধ্যবসায়ী থাকার বিষয়টি সম্ভব করে আমাদের প্রার্থনার উত্তর দেওয়া হবে।

৬ যখন আমরা প্রয়োজনীয় রাজ্য আগ্রহ অনুসরণ করার জন্য নিজেদের ব্যস্ত রাখতে নিশ্চিত হই, আমরা এই বিষয়টি জেনে আনন্দ করতে পারি যে প্রভুতে আমাদের পরিশ্রম বিফল হবে না।—১ করি. ১৫:৫৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার