ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/৯৬ পৃষ্ঠা ২
  • নভেম্বর মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নভেম্বর মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • নভেম্বর ৪ থেকে যে সপ্তাহ শুরু
  • নভেম্বর ১১ থেকে যে সপ্তাহ শুরু
  • নভেম্বর ১৮ থেকে যে সপ্তাহ শুরু
  • নভেম্বর ২৫ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/৯৬ পৃষ্ঠা ২

নভেম্বর মাসের পরিচর্যা সভাগুলি

টীকা: সম্মেলন চলাকালীন সময়ে প্রত্যেক সপ্তাহের জন্য আমাদের রাজ্যের পরিচর্য্যা একটি পরিচর্যা সভার তালিকা করবে। “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” জেলা সম্মেলনে যোগদানের জন্য এবং তারপর, পরের সপ্তাহে পরিচর্যা সভায় ৩০ মিনিটের কার্যক্রমের মুখ্য বিষয়গুলি পুনরালোচনা করার জন্য উপস্থিত হতে মণ্ডলীগুলিকে হয়ত প্রয়োজনীয় রদবদল করতে হতে পারে। প্রত্যেক দিনের জেলা সম্মেলন কার্যক্রমের পুনরালোচনা করার জন্য আগে থেকে দুই অথবা তিনজন যোগ্য ভাইকে নিযুক্ত করা উচিত যারা উল্লেখযোগ্য বিষয়গুলির প্রতি আলোকপাত করতে সমর্থ হবেন। উত্তমভাবে-প্রস্তুত করা এই পুনরালোচনাটি মণ্ডলীর সদস্যদের ব্যক্তিগত প্রয়োগ এবং ক্ষেত্রে ব্যবহারের জন্য মুখ্য বিষয়গুলিকে মনে রাখতে সাহায্য করবে। শ্রোতাদের কাছ থেকে মন্তব্যগুলি এবং বর্ণিত অভিজ্ঞতাগুলি সংক্ষিপ্ত এবং যথোচিৎ হওয়া উচিত।

নভেম্বর ৪ থেকে যে সপ্তাহ শুরু

গান ২৯ (১১)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। আমাদের রাজ্যের পরিচর্য্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী। দেশের ও স্থানীয় মণ্ডলীর জুলাই মাসের ক্ষেত্র পরিচর্যা রিপোর্ট সম্বন্ধে মন্তব্য করুন।

১৫ মি: “আপনি কি ঈশ্বরের বাক্য যথার্থরূপে ব্যবহার করছেন?” প্রশ্নোত্তর। যুক্তি (ইংরাজি) বইয়ের ৫৮-৬০ পৃষ্ঠায় উল্লেখিত “বাইবেল বিবেচনার জন্য যুক্তিগুলি” এর উপর মন্তব্যগুলি অন্তর্ভুক্ত করুন।

২০ মি: “আর ইহাই অনন্ত জীবন।” (অনুচ্ছেদ ১-৫) অনুচ্ছেদ ১ এর উপর সংক্ষিপ্ত ভূমিকামূলক মন্তব্যের পর, অনুচ্ছেদ ২-৫-এ উপস্থাপনাগুলি প্রদর্শন করতে দুই জন যোগ্য প্রকাশক রাখুন। বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্যের উপর জোর দিন।

গান ১২৮ (৮৯) এবং সমাপ্তির প্রার্থনা।

নভেম্বর ১১ থেকে যে সপ্তাহ শুরু

গান ৪০ (১৮)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট।

২০ মি: কেন যিহোবাকে দেবেন? ১৯৯৬ সালের ১লা নভেম্বরের প্রহরীদুর্গ এর পৃষ্ঠা ২৮-৩১ এর প্রবন্ধটির মূল বিষয়গুলিকে আলোকপাত করে দুইজন প্রাচীনের মধ্যে আলোচনা। অথবা একজন প্রাচীনের দ্বারা একটি বক্তৃতার মাধ্যমে তথ্যটি তুলে ধরা যেতে পারে।

১৫ মি: “আর ইহাই অনন্ত জীবন।” (অনুচ্ছেদ ৬-৮) অধ্যয়ন আরম্ভ করার জন্য সরাসরি উপস্থাপনা ব্যবহার করার সুবিধাগুলি আলোচনা করুন। অনুচ্ছেদ ৬-৭ এর উপস্থাপনাগুলি প্রদর্শন করতে অভিজ্ঞ প্রকাশকদের রাখুন। প্রাথমিক সাক্ষাতেই অধ্যয়ন শুরু হয়েছিল এমন ঘটনাগুলির বিষয়ে বর্ণনা করতে শ্রোতাদের আমন্ত্রণ জানান। যখন সরাসরিভাবে অধ্যয়নের প্রস্তাব করা হয়েছিল, একজন ব্যক্তি উত্তর দিয়েছিলেন: “হ্যাঁ। ভিতরে আসুন। আমি অধ্যয়ন করতে খুব খুশি হব।” তার সাথে অধ্যয়ন শুরু করা হয়, পরের সপ্তাহে তার সমগ্র পরিবারটি বসে এবং শীঘ্রই সকলে সভাগুলিতে যোগদান করে ও সাক্ষ্যদানের কাজে অংশ নেয়। পরের সপ্তাহের পরিচর্যা সভায় তাদের ১৯৯৬ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা ইনসার্টটি আনতে সকলকে উৎসাহিত করুন।

গান ১২৯ (৬৬) এবং সমাপ্তির প্রার্থনা।

নভেম্বর ১৮ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৪০ (৭৭)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। “নতুন সীমা অধিবেশন কার্যক্রম” পুনরালোচনা করুন।

১৫ মি: “আমাদের এক কার্যভার রয়েছে।” প্রশ্নোত্তর। জানুয়ারি ১, ১৯৮৮, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ২৮-৯, অনুচ্ছেদ ১৩-১৬ এর উপর সংক্ষিপ্তভাবে মন্তব্য করুন।

২০ মি: প্রগতিমূলক বাইবেল অধ্যয়ন পরিচালনা করা। পরিচর্যা অধ্যক্ষের দ্বারা বক্তৃতা। বাইবেল অধ্যয়নের কাজে প্রায় এক বছর ধরে আমরা জ্ঞান বইটি ব্যবহার করছি। সম্ভবত ইতিমধ্যেই কিছু ছাত্র এটি শেষ করে ফেলেছে, যখন অন্যেরা বইটি নিয়ে উত্তম অগ্রগতি করেছে। এমনভাবে অধ্যয়ন পরিচালনা করার উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে আমাদের উৎসাহিত করা হয়েছে যাতে করে নতুন ব্যক্তিদের তাড়াতাড়ি সত্য শিখতে, তাদের জীবনে এটি প্রয়োগ করতে এবং মণ্ডলীর অংশ হতে সাহায্য করা যায়। ১৯৯৬ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা ইনসার্টটি শিক্ষক হিসাবে কার্যকারী হতে আমাদের সাহায্য করার জন্য উত্তম পরামর্শ প্রদান করেছে। সেই ইনসার্টের ৩-১৩ অনুচ্ছেদে যেমন আলোচনা করা হয়েছে, যা আমরা ছাত্রদের দক্ষতার সাথে শিক্ষা দেওয়ার জন্য করতে পারি সেবিষয়ে সংক্ষেপে পুনরালোচনা করুন। তারপর যেমন অনুদুচ্ছদ ১৪-২২-এ উল্লেখিত হয়েছে, ইতিবাচক পদক্ষেপ নিতে তাদের সাহায্য করার জন্য কী করা প্রয়োজন তার উপর মনোযোগ দিন। অনুচ্ছেদ ১৫, ১৭, ২০-১ পড়ুন। স্থানীয় প্রকাশকদের দ্বারা কিভাবে উত্তম ফল অর্জন করা গিয়েছে তা দেখিয়ে ইতিবাচক কিছু রিপোর্ট পুনরালোচনা করুন। বাইবেল অধ্যয়নের কাজে আরও বেশি অংশ নিতে উৎসাহিত করুন।

গান ৮৫ (৪৪) এবং সমাপ্তির প্রার্থনা।

নভেম্বর ২৫ থেকে যে সপ্তাহ শুরু

গান ৪৬ (২০)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। প্রশ্ন বাক্স আলোচনা করুন। ঘরে নেই এইরূপ ব্যক্তিদের সঠিক বিবরণ রাখার প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ করুন।

২৫ মি: “সর্বত্র সুসমাচার প্রচার করুন।” প্রশ্নোত্তর। উল্লেখ করুন কিভাবে ইনসার্টে আলোচিত কিছু পরামর্শ স্থানীয় এলাকার জন্য পরিকল্পনা এবং সংগঠিত করা যেতে পারে। গৃহ থেকে গৃহের কাজ উপেক্ষা না করে প্রতিটি সুযোগে সাক্ষ্যদান করতে সতর্ক হতে সকলকে উৎসাহ দিন। অনুচ্ছেদ ২৩-২৫ প্রদর্শন করুন। অনুচ্ছেদ ৩৪-৩৫ পড়ুন।

১০ মি: ডিসেম্বরের জন্য সাহিত্য অর্পণ পুনরালোচনা করুন। পৃষ্ঠা ১১-১৩-এ চিত্রগুলি ব্যবহার করে আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি অর্পণ করুন। ১১ অধ্যায়ের প্রতি মনোযোগ আনুন। কোন পরিবারে যেখানে যীশুর জীবন সম্বন্ধীয় কোন বই গ্রহণযোগ্য হবে, সেখানে সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটির অর্পণ প্রদর্শন করুন এবং সেই সাথে অনুরূপ পরিবারের কাছে, কিন্তু যেখানে ছোট সন্তান আছে সেখানে আমার বাইবেলের গল্পের বই নামক বইটি অর্পণ করুন। যেখানেই উৎসাহ দেখা গেছে, সেখানে পুনর্সাক্ষাতের জন্য নির্দিষ্ট ব্যবস্থা করা উচিত।

গান ১৮০ (১০০) এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার