ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/৯৮ পৃষ্ঠা ১-৬
  • “আমার স্মরণার্থে ইহা করিও”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “আমার স্মরণার্থে ইহা করিও”
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেন আমরা স্মরণার্থ সভায় যোগ দিই?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • ‘ইহা করিও’
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “ইহা আমার স্মরণার্থে করিও”
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যে-কারণে আমরা প্রভুর সান্ধ্যভোজ উদ্‌যাপন করি
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/৯৮ পৃষ্ঠা ১-৬

“আমার স্মরণার্থে ইহা করিও”

১ সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলির তাৎপর্যকে ম্লান হতে দেওয়া হল মনুষ্য প্রবণতা। এটিই হল একটি কারণ যে জন্য “প্রভুর সান্ধ্যভোজ” প্রবর্তন করার সময়, যীশু তাঁর শিষ্যদের আদেশ দিয়েছিলেন: “আমার স্মরণার্থে ইহা করিও।” সেই সময় থেকে আজ পর্যন্ত, যীশুর মৃত্যু বার্ষিকীতে খ্রীষ্টানেরা বাধ্যতার সাথে ‘প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকেন, যে পর্য্যন্ত তিনি না আইসেন।’​—⁠১ করি. ১১:​২০, ২৩-২৬.

২ এখন খুব শীঘ্রই, যীশু হ্রাসপ্রাপ্ত “ক্ষুদ্র মেষ” এর অবশিষ্টাংশের শেষ ব্যক্তিদের স্বর্গীয় আবাসে গ্রহণ করবেন। (লূক ১২:৩২; যোহন ১৪:​২, ৩) এই বছর ১১ই এপ্রিল, অভিষিক্ত ব্যক্তিদের অবশিষ্টাংশেরা ও সেই সাথে ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত “অপর মেষ” এর বিরাট জনতা পুনরায় প্রভুর সান্ধ্যভোজ উদ্‌যাপন করার সুযোগ পাবেন। (যোহন ১০:১৬; প্রকা. ৭:​৯, ১০) মানবজাতির জন্য তাঁর একজাত পুত্রকে পাঠানোর ক্ষেত্রে যিহোবার মহান প্রেমের প্রতি উপলব্ধিবোধ শক্তিশালী হবে। যীশুর উদাহরণ, তাঁর প্রেম, মুক্তির মূল্য প্রদানে মৃত্যু পর্যন্ত তাঁর বিশ্বস্ততা আর ঈশ্বরের প্রতিষ্ঠিত রাজ্যের রাজা হিসাবে তাঁর বর্তমান শাসন ও সেই সাথে রাজ্য মানবজাতির জন্য যে আশীর্বাদগুলি নিয়ে আসবে এই সমস্ত বিষয়গুলির প্রতি আলোকপাত করা হবে। সত্যই স্মরণযোগ্য একটি উপলক্ষ!

৩ এখনই প্রস্তুত হোন: আসুন আমরা আমাদের ও যারা আমাদের সাথে মেলামেশা করবে তাদের সকলের জন্য এই স্মরণার্থক মরশুমকে এক মহান আনন্দ এবং ধন্যবাদ জ্ঞাপনের সময় হিসাবে গড়ে তোলার জন্য প্রাণপণ করি। যীশুর পরিচর্যার শেষ কয়েকদিন এবং যে ঘটনাগুলি তাঁকে মৃত্যুতে পরিচালিত করেছিল সেগুলি সম্বন্ধে বাইবেলের বিবরণগুলি পুনরায় পড়ার দ্বারা আমরা আমাদের হৃদয় প্রস্তুত করতে পারি। স্মরণার্থক সভার বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই আমাদের পারিবারিক অধ্যয়নে সর্বমহান পুরুষ বইয়ের ১১২-১৬ অধ্যায়গুলি পুনরালোচনা করা যেতে পারে।

৪ এমন কতজনকে আপনি জানেন যারা হয়ত স্মরণার্থক সভায় আসতে পারেন যদি আপনি এই উপলক্ষটির প্রতি তাদের উপলব্ধি গড়ে তুলতে, তাদের আমন্ত্রণ করতে এবং তাদের স্বাগত জানাতে নিজে থেকে প্রথমে পদক্ষেপ নেন? তাই এখনই একটি তালিকা তৈরি করুন আর তাদের আসতে সাহায্য করার জন্য আপনি যা করতে পারেন তা করুন। এরপর, তাদের নিয়মিতভাবে সভাগুলিতে উপস্থিত থাকার জন্য উৎসাহিত করে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেয়ে চলার জন্য সাহায্য করুন।

৫ স্মরণার্থক মরশুমব্যাপী, প্রত্যেকের প্রচারের সুযোগগুলি বৃদ্ধি করার জন্য বিশেষ ব্যবস্থাদি করা হবে। উত্তম তালিকা করার দ্বারা আপনি কি এপ্রিল কিংবা মে মাসে সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন? যীশুর বলিদান আমাদের জন্য কী অর্থ রাখে, আমরা যে তার সমস্ত কিছু উপলব্ধি সহকারে স্মরণে রাখি তা দেখানোর একটি সর্বোত্তম উপায় হল আমাদের ঈশ্বর, যিহোবা সম্বন্ধে এবং সেই আশীর্বাদগুলির বিষয়ে কথা বলা যা তাঁর পুত্রের রাজ্য শাসন নিয়ে আসবে।​—⁠গীত. ৭৯:১৩; ১৪৭:⁠১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার