ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/৯৮ পৃষ্ঠা ৭
  • উত্তম আচরণের দ্বারা সাক্ষ্যদান করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • উত্তম আচরণের দ্বারা সাক্ষ্যদান করা
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘শিশুদের মুখ হইতে’
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উত্তম কাজ যা যিহোবাকে গৌরবান্বিত করে
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যে-তরুণ-তরুণীরা জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাচ্ছে
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যে আচরণ আমাদের খ্রীষ্টীয় পরিচর্য্যাকে ভূষিত করে
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/৯৮ পৃষ্ঠা ৭

উত্তম আচরণের দ্বারা সাক্ষ্যদান করা

১ আজকের সহনশীল সমাজে, অনেক যুবক-যুবতীরা বেপরোয়াভাবে নেষাকর ওষুধ, অনৈতিকতা, বিদ্রোহ এবং দৌরাত্ম্যমূলক কাজের সাথে জড়িত হয়ে তাদের জীবন নষ্ট করে। বিপরীতে, খ্রীষ্টীয় মণ্ডলীতে চরিত্রবান যুবক-যুবতীদের আদর্শ আচরণ দেখা সতেজতাদায়ক এবং নিশ্চিতরূপে তা যিহোবার দৃষ্টিতে সুন্দর। এটি এক শক্তিশালী সাক্ষ্য হিসাবে কাজ করে যা অন্যদের সত্যের প্রতি আকৃষ্ট করতে পারে।​—⁠১ পিতর ২:⁠১২.

২ অনেক অভিজ্ঞতা দেখায় যে খ্রীষ্টীয় যুবক-যুবতীদের উত্তম আচরণ পর্যবেক্ষকদের উপর এক ইতিবাচক প্রভাব ফেলেছে। এক বিদ্যালয় শিক্ষিকা তার ছাত্রী, এক যুবতী সাক্ষী সম্বন্ধে বলতে গিয়ে সমগ্র শ্রেণীকে বলেছিলেন যে এই মেয়েটির ঈশ্বর, যিহোবা হলেন সত্য ঈশ্বর। তিনি এটি বলেছিলেন কারণ মেয়েটির আচরণ সবসময়ে সম্মানজনক। আরেকজন শিক্ষক এই বলে সোসাইটিকে লিখেছিলেন: “আপনাদের ধর্মে আপনাদের মধ্যে যে উত্তম যুবক-যুবতীরা রয়েছে তার জন্য আমি আপনাদের প্রশংসা করতে চাই। . . . আপনাদের যুবক-যুবতীরা বাস্তবিকই এক উদাহরণ। তারা বয়স্কদের সম্মান করে, তারা ভদ্র এবং মার্জিত পোশাক পরে। আর তারা তাদের বাইবেলকে কত গভীরভাবে জানে! এটিই প্রকৃত ধর্ম!”

৩ আরেকজন বিদ্যালয় শিক্ষিকা তার শ্রেণীর সাত বছর বয়সী একজন সাক্ষীর আচরণে মুগ্ধ হয়েছিলেন। ছেলেটির শান্ত ও মনোরম ব্যক্তিত্ব তার নজর কেড়েছিল, যেটি তাকে অন্যান্য ছেলেদের বৈসাদৃশ্যে বিশিষ্ট করে তুলেছিল। তার ধর্মীয় বিশ্বাসের প্রতি তার গম্ভীর মনোভাবের দ্বারা শিক্ষিকা প্রভাবিত হয়েছিলেন​—⁠সে যা বিশ্বাস করত সেই কারণে স্বতন্ত্র থাকতে লজ্জিত ছিল না। তিনি দেখতে পেয়েছিলেন যে তার বিবেক প্রশিক্ষণপ্রাপ্ত আর তাই সে “সদসৎ বিষয়ের বিচারণে” সক্ষম ছিল। (ইব্রীয় ৫:১৪) পরিশেষে, ছেলেটির মা সেই শিক্ষিকার সাথে সাক্ষাৎ করেছিলেন এবং একটি বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল। কালক্রমে, শিক্ষিকাটি বাপ্তিস্মিত এবং পরে একজন নিয়মিত অগ্রগামী হয়েছিলেন!

৪ একজন যুবক তার বিদ্যালয়ে একজন সাক্ষীর উত্তম আচরণের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সে সত্যসত্যই স্বতন্ত্র ছিল​—⁠খুবই ভদ্র, পড়ুয়া এবং পোশাক পরিচ্ছদে সর্বদা মার্জিত; এছাড়াও অন্যান্য মেয়েদের মত, সে কখনও ছেলেদের সাথে প্রেমের ভান করত না। তিনি দেখতে পেয়েছিলেন যে মেয়েটি বাইবেলের নীতিগুলি দ্বারা জীবনযাপন করছিল। এই যুবক মেয়েটির ধর্মীয় বিশ্বাস সম্বন্ধে তাকে প্রশ্ন করেছিলেন আর তার দ্বারা যা জেনেছিলেন তাতে মুগ্ধ হয়েছিলেন। তিনি অধ্যয়ন আরম্ভ করেছিলেন, শীঘ্রই বাপ্তিস্মিত হয়েছিলেন আর পরিশেষে অগ্রগামীর পরিচর্যা ও বেথেল সেবায় অংশ নিয়েছিলেন।

৫ যদি তুমি এমন একজন যুবক খ্রীষ্টান হও যে অন্যদের কাছে উত্তম সাক্ষ্য দিতে ইচ্ছুক, তাহলে প্রতিটি ক্ষেত্রে তোমার আচরণ সম্পর্কে সতর্ক হও। জগতের সহনশীল মনোভাব, দৃষ্টিভঙ্গি অথবা জীবনধারার প্রতি সম্মতি জানিয়ে নিজের মানকে নিচে নেমে যেতে দিও না। কেবল ক্ষেত্র পরিচর্যা ও মণ্ডলীর সভাগুলিতে অংশ নেওয়ার সময়ই নয় কিন্তু বিদ্যালয়ে ও আমোদপ্রমোদ করার সময়ও তোমার কথাবার্তা, পোশাক এবং বেশভূষার ক্ষেত্রে এক উচ্চ উদাহরণ স্থাপন কর। (১ তীম. ৪:১২) তাই সত্যের প্রতি কেউ আগ্রহী হলে তুমি প্রকৃত আনন্দ বোধ করবে কারণ তোমার উত্তম আচরণের মাধ্যমে তুমি ‘তোমার দীপ্তি উজ্জ্বল’ করেছো।​—⁠মথি ৫:⁠১৬.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার