আপনি কি একটা উদ্দেশ্য নিয়ে আপনার পরিচর্যা করছেন?
১ যিহোবা হলেন একজন উদ্দেশ্যময় ঈশ্বর। (যিশা. ৫৫:১০, ১১) আর তাঁকে অনুকরণ করার জন্য আমাদের উৎসাহ দেওয়া হয়েছে। (ইফি. ৫:১) তাই বিশেষকরে আমাদের পরিচর্যায় আমাদের অবশ্যই উদ্দেশ্য নিয়ে কাজ করা দরকার। সেই কারণে এই প্রশ্নটা সত্যিই যথার্থ: “আপনি কি একটা উদ্দেশ্য নিয়ে আপনার পরিচর্যা করছেন?”
২ ঘরে ঘরে আপনার প্রচার, যে কোন সুযোগে লোকেদের কাছে সাক্ষ্য দেওয়া এবং বই-পত্রিকা বিরতণ করা এই সবকিছুই দেখায় যে আপনি একটা উদ্দেশ্য নিয়ে আপনার পরিচর্যা করছেন। কিন্তু মনে রাখবেন যে আমাদের কাজ কেবল প্রচার করাই নয় কিন্তু সেইসঙ্গে শিষ্য তৈরি করাও আমাদের কাজ। (মথি ২৮:১৯, ২০) সত্যের বীজ বোনায় পর, আমাদের ফিরে গিয়ে সেগুলোতে জল দেওয়া এবং ঠিক মতো যত্ন নেওয়া দরকার আর তখনই আমরা আশা করতে পারি যে যিহোবা অবশ্যই বৃদ্ধি দেবেন। (১ করি. ৩:৬) লোকেদের কাছে আবার ফিরে যাওয়া ও বাইবেল অধ্যয়ন শুরু করার দায়িত্বকে আমাদের বোঝা উচিত।
৩ আরও বেশি করে প্রচার করুন: পরিচর্যায় আপনি কী করেছেন পিছন ফিরে দেখে আপনি যখন সে সম্বন্ধে চিন্তা করেন তখন তা সবসময়েই আপনাকে কতই না আনন্দ দেয় আর আপনি মনে মনে বলেন: “আমি তাহলে আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি।” ২ তীমথিয় ৪:৫ পদে পৌল পরামর্শ দিয়েছিলেন: “তোমার পরিচর্য্যা সম্পন্ন কর।” এর মানে হল যারা আগ্রহ দেখিয়েছেন তাদের সবার কাছে ফিরে যাওয়ার জন্য আরও বেশি করে চেষ্টা করা। পুরো সপ্তাহের প্রচারের তালিকা বানানোর সময় পুনর্সাক্ষাৎগুলো করার জন্যও সময় আলাদা করে রাখুন। পুনর্সাক্ষাৎ করতে গিয়ে যদি আপনি এমন ব্যক্তিদের পান যারা জানতে ইচ্ছুক তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করুন। প্রচারে বের হওয়ার সময় এটাই আপনার উদ্দেশ্য হওয়া উচিত।
৪ ভাইবোনদের জিজ্ঞাসা করুন যে তারা যখন তাদের বাইবেল ছাত্রদের কোন অধিবেশনে বাপ্তাইজিত হতে দেখেছিলেন তখন তাদের কেমন লেগেছিল। তাদের আনন্দের কথা হয়তো আমরা কল্পনা করতে পারব না, হয়তো বা যারা বাপ্তিস্ম নিয়েছিলেন তারা যতখানি আনন্দ পেয়েছিলেন ঠিক ততখানিই। তারা এক মহান উদ্দেশ্য সাধন করেছিলেন! শিষ্য তৈরি করায় সফল হয়েছেন এমন একজন ভাই বলেন: “শিষ্য তৈরি করার মানে হল যিহোবার প্রশংসা করার জন্য আমাদের মাঝে আরও একজন নতুন ব্যক্তিকে নিয়ে আসা। এর মানে যারা সত্যে আসেন সেই লোকেদের জীবন বাঁচানো। অন্যদের সত্য শেখাতে আমার খুব ভাল লাগে—এটা এত আনন্দের! . . . আমি যাদেরকে সত্য শিখিয়েছি তাদের অনেকেই আমার খুব ভাল বন্ধু হয়ে গিয়েছেন।”
৫ একজন ব্যক্তিকে যিহোবার উৎসর্গীকৃত দাস হতে সাহায্য করতে পারার কথাটা একবার চিন্তা করুন! কতই না আনন্দের বিষয় তা! কিন্তু এই আনন্দ আমরা তখনই পাব যদি আমরা একটা উদ্দেশ্য নিয়ে আমাদের পরিচর্যা করি।—কল. ৪:১৭.