ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/৯৯ পৃষ্ঠা ৭
  • প্রশ্নবাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্নবাক্স
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থার জন্য এখনই প্রস্তুত থাকুন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
  • রক্ত সম্বন্ধে ঈশ্বর কী বলেন?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • আপনি কি আপনার বাছাইগুলো জানেন?
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি এটা পূরণ করতে দেরি করছেন?
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/৯৯ পৃষ্ঠা ৭

প্রশ্নবাক্স

◼ আপনি কি জরুরি অবস্থার জন্য তৈরি?

আজকের জগতে “কাল ও দৈব” প্রায়ই আমাদের চিকিৎসাগত জরুরি অবস্থার মধ্যে ফেলে দেয় যখন রক্ত নেওয়ার মতো পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ায়। (উপ. ৯:১১) তাই যাতে এইরকম হঠাৎ এসে পড়া ঘটনার জন্য আমরা তৈরি থাকতে পারি তার জন্য যিহোবা তাঁর সংগঠনের মাধ্যমে আমাদেরকে নানাভাবে সাহায্য যুগিয়েছেন কিন্তু তিনি চান যে আমরা যেন আমাদের দায়িত্বটুকু পালন করি। আপনাকে সাহায্য করার জন্য নিচে একটা চেকলিস্ট দেওয়া হল।

• চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশনা/ঘোষণা কার্ডের নতুন কপিটা সব সময়ে সঙ্গে রাখুন।

• আপনার ছোট বাচ্চাদের কাছেও যেন আইডেন্টিটি কার্ডের নতুন কপিটা সবসময় থাকে।

• ১৯৯২ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টটা আরেকবার আলোচনা করে আপনার বাচ্চার চিকিৎসার ব্যাপারে কীভাবে ডাক্তার ও বিচারকদের কাছে যুক্তি দেখানো যায় সে বিষয়ে আলোচনা করুন।

• রক্তের উপাদান এবং রক্তের বিকল্প সম্বন্ধে যে প্রবন্ধগুলোতে বলা হয়েছে সেগুলো আরেকবার আলোচনা করুন। (নিচের প্রকাশনাগুলো দেখুন: প্রহরীদুর্গ, অক্টোবর ১, ১৯৯৪, পৃষ্ঠা ৩১; জুন ১, ১৯৯০, পৃষ্ঠা ৩০-১ (ইংরেজি); মার্চ ১, ১৯৮৯, পৃষ্ঠা ৩০-১ (ইংরেজি); সচেতন থাক! (ইংরেজি), ডিসেম্বর ৮, ১৯৯৪, পৃষ্ঠা ২৩-৭; আগস্ট ৮, ১৯৯৩, পৃষ্ঠা ২২-৫; নভেম্বর ২২, ১৯৯১, পৃষ্ঠা ১০ এবং আমাদের রাজ্যের পরিচর্যা-র ১৯৯২ সালের অক্টোবর ও ১৯৯০ সালের ডিসেম্বর মাসের ইনসার্ট। এগুলো একটা ফোল্ডারের মধ্যে ভাল করে গুছিয়ে রাখুন যাতে দরকারের সময় সহজে পাওয়া যায়।)

• যন্ত্রের মাধ্যমে শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় রক্ত চলাচল করানো অথবা রক্তের উপাদান দিয়ে তৈরি দ্রব্যগুলোকে গ্রহণ করা আপনার বিবেকের প্রশ্ন।

• হাসপাতালে যাওয়ার আগে, যদি কোনরকমে সম্ভব হয়, প্রাচীনদের জানান যাতে করে তারা আপনাকে সাহায্য করতে ও যদি দরকার পড়ে, তাহলে হসপিটাল লাইসন্‌ কমিটির (এইচএলসি) সঙ্গে যোগাযোগ করতে পারেন। ছোট বাচ্চার বেলায় প্রাচীনদেরকে এইচএলসি-কে আগে থেকে জানাতে বলুন।

আপনি রক্ত নেবেন না সে কথা প্রথমেই স্পষ্ট করে জানিয়ে দিন: রিপোর্ট দেখায় যে কিছু ভাইবোনেরা তারা যে রক্ত নেবেন না সে কথা শেষ মুহূর্তে গিয়ে ডাক্তারকে বলেন। এটা চিকিৎসা কর্মীদের জন্য অসুবিধাজনক এবং আপনাকে তা রক্ত নেওয়ার ঝুঁকিতে ফেলে। যদি ডাক্তাররা জানেন যে আপনার বিশ্বাস ও ইচ্ছা সাক্ষরিত একটা প্রমাণপত্রে লেখা আছে, তাহলে তারা দেরি না করে ঠিক মতো চিকিৎসা চালিয়ে যেতে পারেন এবং তারা রক্ত ছাড়া চিকিৎসার জন্য বিকল্প উপায়গুলো বেছে নেওয়ার সুযোগ পান।

যেহেতু যে কোন সময়ে জরুরি অবস্থা আসতে পারে আর যেহেতু বেশিরভাগ সময়ই তা আসে যখন আপনি তা একেবারেই আশা করেন না, তাই নিজেকে ও আপনার বাচ্চাকে নিরাপদ জায়গায় রাখার জন্য এখনই পদক্ষেপ নিন যাতে আপনাদের রক্ত নিতে না হয়।—হিতো. ১৬:২০; ২২:৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার