ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/৯৯ পৃষ্ঠা ৮
  • একজন হিন্দুকে আপনি কী বলবেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একজন হিন্দুকে আপনি কী বলবেন?
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সমস্ত ভাষা ও ধর্মের লোকেদের কাছে সাক্ষ্যদান
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যাদের সঙ্গে এখনই বাইবেল শিক্ষা দেয় বই নিয়ে আলোচনা করা যাবে না, তাদের সাহায্য করা
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • মুক্তিতে পরিচালিত ঐশিক সত্যের পথটি
    মুক্তিতে পরিচালিত ঐশিক সত্যের পথটি
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য দেওয়া ভূমিকাগুলো
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/৯৯ পৃষ্ঠা ৮

একজন হিন্দুকে আপনি কী বলবেন?

১ আপনি জানেন যে ভারতে বেশিরভাগ লোকেরাই হিন্দু। তাই প্রচারে গিয়ে যখন আপনি কোন হিন্দু ব্যক্তিকে পান তখন আপনি তাকে কী বলবেন?

২ এই বিষয়গুলো মনে রাখুন: প্রচারে গিয়ে সহজভাবে ও একটু বুঝেশুনে কথা বললে প্রায়ই ভাল ফল পাওয়া যায়। প্রথমেই বলুন যে আপনি বাড়ির কর্তার সঙ্গে কথা বলতে চান। যদি তিনি আমাদের কথা শোনেন, তাহলে পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলা সহজ হবে। হিন্দু সংস্কৃতি সমস্ত জীবিত বস্তুকে সম্মান করে এবং সমাজ সম্পর্কেও ভাবে। তাই সেইরকম কোন বিষয় নিয়ে কথা বলুন যা সরাসরি সমাজের সঙ্গে সম্পর্কযুক্ত। তাতে তারা তাদের মতামত জানাবেন আর আমাদের কথা শুনতেও চাইবেন, ফলে খুব ভাল আলোচনা শুরু হয়ে যেতে পারে। হিন্দু ধর্ম আধ্যাত্মিকতাকে উৎসাহ দেয়। সেই কারণে, হিন্দুদের মধ্যে একজন ঈশ্বরের উপাসনা করা, তাঁর সঙ্গে নিজস্ব এক সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষা থাকে। তাই, তাদের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে কথা বলুন যে বিষয়ে তাদের চিন্তাধারা বাইবেলের সঙ্গে মেলে। তাদের বলুন যে বাইবেল ও আমাদের সাহিত্য সৃষ্টিকর্তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করে। হিন্দুরা প্রায় সকলেই ভদ্র ও বন্ধুত্বপরায়ণ। এর মানে আমাদেরকেও তাদের সঙ্গে কথা বলার সময় সেইরকম হতে হবে এবং তাদের সঙ্গে কোনরকম তর্ক করা ঠিক হবে না। তাদের কাছে সাক্ষ্য দেওয়ার সময় হিন্দু ধর্ম সম্বন্ধে গভীর অধ্যয়নের দরকার নেই কিন্তু তবুও তাদের ধর্ম সম্বন্ধে কিছুটা ধারণা রাখা ভাল।

৩ সঠিক হাতিয়ারগুলোকে ব্যবহার করুন: হিন্দুদের কথা মনে রেখে সোসাইটি বেশ কিছু বই-পত্রিকা প্রকাশ করেছে। আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে? ব্রোশারটা ইংরেজি ছাড়া ১৩টা ভারতীয় ভাষায় ছাপানো হয়েছে। এছাড়া “দেখ! আমি সকলই নূতন করিতেছি” এবং ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন? নামক ব্রোশার দুটোও হিন্দুদের কাছে প্রচার করার সময় বেশ কার্যকারী বলে প্রমাণিত হয়েছে। কুরুক্ষেত্র থেকে আরমাগিদোন—এবং আপনার সংরক্ষণ পুস্তিকাটা এখন ইংরেজি, কান্নাড়া, গুজরাটি, পাঞ্জাবি, বাংলা এবং মালায়ালাম ভাষায় পাওয়া যাচ্ছে। মৃত্যুর উপরে বিজয় লাভ—আপনার জন্য কি তা সম্ভব নামক পুস্তিকা এখন ইংরেজি, গুজরাটি, নেপালি ও পাঞ্জাবি ভাষায় এবং মুক্তিতে পরিচালিত ঐশিক সত্যের পথটি নামক পুস্তিকা ইংরেজি, উর্দু, তেলেগু, মালায়ালাম এবং মিজো ভাষায় পাওয়া যাচ্ছে। চান ব্রোশার এবং জ্ঞান বই থেকেও খুব ভালভাবে অধ্যয়ন করা যেতে পারে।

৪ সাধারণ বিষয়ে কথা বলুন: হিন্দুদের কাছে প্রচার করার সময় একটা সাধারণ বিষয় খুঁজে নেওয়া খুব একটা কঠিন নয়। তারা বিশ্বাস করে যে আমরা এমন এক সময়ে বাস করছি যখন দুষ্টতা চরম সীমায় পৌঁছেছে ও ঈশ্বর এক বিরাট প্রলয় নিয়ে এসে জগতের খারাপ পরিস্থিতিকে দূর করবেন আর তারপর সত্য যুগ আরম্ভ হবে। আপনি দেখুন যে কত সহজে এই বিশ্বাসকে বাইবেলের শেষকাল, মহাক্লেশ এবং আসন্ন নতুন জগৎ সম্বন্ধীয় শিক্ষাগুলোর সঙ্গে মেলানো যেতে পারে। যেহেতু অনেক হিন্দুরাই মনে করে যে জীবন মানেই দুঃখকষ্ট ছাড়া আর কিছুই নয় আর যার কোন সমাধান নেই, তাই আমরা যদি তাদের সঙ্গে পারিবারিক জীবন, অপরাধ, নিরাপত্তা এবং মৃত্যুতে কী হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলি তারা আগ্রহের সঙ্গে শুনবেন। তাদের সঙ্গে কীভাবে কথা বলা যায় তা দেখিয়ে দুটো নমুনা এখানে দেওয়া হল যা আপনি ব্যবহার করতে পারেন।

৫ পরিবার আছে এমন একজন ব্যক্তিকে এইরকম কিছু বলা ঠিক হবে:

▪ “আজ আমি সেই ব্যক্তিদের সঙ্গে দেখা করছি যারা আজকের দিনের পারিবারগুলোর অবস্থা নিয়ে চিন্তা করেন। পরিবারের মধ্যে একতা রাখতে গেলে কী করতে হবে বলে আপনি মনে করেন? [উত্তরের জন্য সুযোগ দিন।] কিছুজন জানেন যে পরিবার সম্বন্ধে হিন্দু শাস্ত্র কী বলে কিন্তু এই বিষয়ে বাইবেল কী বলে তা মিলিয়ে দেখার সুযোগ তাদের কখনও হয়নি। কলসীয় ৩:১২-১৪ পদের এই বিষয়টা আমি আপনাকে পড়ে শোনাতে চাই।” পদটা পড়ার পর, গৃহকর্তাকে জ্ঞান বইয়ের ১৫ অধ্যায়টা দেখিয়ে বলুন যে: “আমি এই অধ্যায়টা নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই।”

৬ একজন যুবক ব্যক্তির সঙ্গে এইভাবে কথা বললে তিনি মন দিয়ে শুনতে পারেন:

▪ “কোন সন্দেহ নেই যে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন। আপনি কী মনে করেন যে আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী হতে পারে? উত্তরের জন্য সুযোগ দিন। তারপর আদিপুস্তক ১:২৮ পদ পড়ুন এবং বলুন: “দিন দিন পৃথিবীর জনসংখ্যা ছাপিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সমস্যাগুলো দিন দিন বেড়ে চলেছে। আপনি কি মনে করেন যে আমাদের সমস্যাগুলোকে সমাধান করতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন?” উত্তর শোনার পর, তাকে উপযুক্ত একটা বই দেখান।

৭ ভাল ফলগুলো উপভোগ করুন: আমাদের এক বোন যখন একটা বাজারে প্রচার করছিলেন, তখন ২২ বছরের একজন হিন্দু ছেলে তার কাছে এসে বলে যে সে বাইবেল শিখতে চায়। সে বোনকে বলে যে আট বছর আগে যখন এই বোন তার মায়ের সঙ্গে বাইবেল থেকে কথা বলেছিলেন তখন সে আড়াল থেকে তা শুনেছিল। বাইবেলে মানুষের সমস্যাগুলোর সমাধান দেওয়া আছে দেখে তার খুব ভাল লেগেছিল কিন্তু তার মা কোন আগ্রহ দেখাননি আর সে মনে করেছিল যে এই বিষয়ে শেখার মতো বয়স তখনও তার হয়নি। কিন্তু এখন সে শিখতে চায়। এই যুবক একেবারেই সময় নষ্ট করতে চায়নি। তাই মাত্র ২৩ দিনের মধ্যেই, সে জ্ঞান বইটা পড়ে শেষ করে ফেলে এবং এই বোনের সঙ্গে বাজারে দেখা হওয়ার মাত্র চার মাসের মধ্যেই সে বাপ্তিস্ম নেওয়ার জন্য তৈরি হয়ে যায়!

৮ এক ভাই ট্রেনে একজন হিন্দু ব্যক্তিকে সাক্ষ্য দিয়েছিলেন আর পরে তার সঙ্গে অধ্যয়ন শুরু করেন। এই ব্যক্তির বিবাহিত জীবনে কিছু সমস্যা ছিল। এছাড়া তিনি মদ খেতেন। ভাই যখন বলেন যে তিনি তার ঘরে এসে তাকে পারিবারিক জীবন সম্বন্ধে বাইবেলের পরামর্শ শোনাবেন, তিনি রাজি হন। চালচলন সম্বন্ধে বাইবেলের শিক্ষা তার ভাল লাগে আর তাই তিনি বাইবেল অধ্যয়ন করতে রাজি হয়ে যান। তিনি ও তার পরিবার সভাগুলোতে যোগ দিতে শুরু করেন। পরে, তারা বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের কাছে বাইবেল থেকে কথা বলতে শুরু করেন। এপর্যন্ত, এই পরিবারের ছজন সত্যে এসেছেন!

৯ ঈশ্বরের ইচ্ছা এই “যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, ও সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।” (১ তীম. ২:৪) সমুদয় মনুষ্য বলতে সমস্ত পুরুষ ও স্ত্রীদের বোঝায় তা সে তারা যে কোন ধর্মেরই হোন না কেন। তাই আপনার এলাকার হিন্দুদের কাছে যখন আপনি যান তখন এই প্রবন্ধে দেওয়া পরামর্শগুলোর কয়েকটাকে ব্যবহার করুন না কেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার