ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০২ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১১ই মার্চ থেকে যে সপ্তা শুরু
  • ১৮ই মার্চ থেকে যে সপ্তা শুরু
  • ২৫শে মার্চ থেকে যে সপ্তা শুরু
  • ১লা এপ্রিল থেকে যে সপ্তা শুরু
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০২ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১১ই মার্চ থেকে যে সপ্তা শুরু

গান ২

১৩ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জানুয়ারি-মার্চ সচেতন থাক! পত্রিকা এবং ১৫ই মার্চ প্রহরীদুর্গ অর্পণ করতে হয় তার দুটো আলাদা আলাদা নমুনা দেখান। প্রত্যেকটা নমুনায় “আমি আগ্রহী নই” বলে যারা আলোচনা থামিয়ে দেয় তাদের সঙ্গে ভিন্ন উপায়ে কীভাবে কথা বলা যায়, তার নমুনা দেখান।​—⁠যুক্তি (ইংরেজি) বইয়ের ১৬ পৃষ্ঠা দেখুন।

১২ মি: গ্রীষ্মের জন্য আপনি কী কী পরিকল্পনা করেছেন? একজন প্রাচীন অথবা একজন পরিচারক দাস তার পরিবারের সঙ্গে গ্রীষ্মের মাসগুলোর জন্য তাদের পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করবেন। পরিবারগতভাবে সহায়ক অগ্রগামীর কাজ করা আর হয়তো ছুটি কাটানো ও চিত্তবিনোদন উপভোগ করার বিষয় নিয়ে তারা আলোচনা করেন। তারা সকলেই একমত হন যে ঈশতান্ত্রিক কাজকর্মগুলোকে তারা অবহেলা করতে চান না যেমন, মণ্ডলীর সভাগুলোতে উপস্থিত থাকা, ক্ষেত্রের পরিচর্যায় অংশ নেওয়া এবং তাদের পারিবারিক বাইবেল অধ্যয়ন করা, এমনকি সেই সময়েও যখন তারা অন্য কোথাও ভ্রমণ করেন। তারা ঠিক করেন যে, বাড়িতে থাকুন বা ভ্রমণের জন্য বাইরে যান, দেরি না করে তারা সচিবকে তাদের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেবেন।

২০ মি: “সৎক্রিয়ারূপ ধনে ধনবান্‌ হোন।”a পরিচর্যা অধ্যক্ষ বিষয়টা আলোচনা করবেন। ২৮শে মার্চ স্মরণার্থক সভা উদ্‌যাপনের জন্য প্রস্তুতি নিতে সকলকে পূর্ণরূপে পরিচর্যায় অংশ নিতে উৎসাহ দিন। ছাপানো আমন্ত্রণপত্রগুলো সবচেয়ে উত্তমরূপে কীভাবে ব্যবহার করা যেতে পারে তা আলোচনা করুন। গত বছর প্রকাশকরা কীভাবে তাদের আত্মীয়স্বজন, প্রতিবেশী, বাইবেল ছাত্র এবং অন্যান্য আগ্রহী ব্যক্তিদেরকে স্মরণার্থক সভায় আনতে পেরেছিলেন আর তারা যে আনন্দ পেয়েছেন, সে বিষয়ে তাদেরকে কিছু বলতে বলুন। এপ্রিল মাসে যারা সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন তাদেরকে তা করতে উৎসাহ দিন এবং সভার পর আবেদনপত্র নিতে বলুন।

গান ৮২ এবং শেষ প্রার্থনা।

১৮ই মার্চ থেকে যে সপ্তা শুরু

গান ৭

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। “স্মরণার্থক সভার জন্য মনে রাখার বিষয়গুলো” আলোচনা করুন। ২৩-২৮শে মার্চ পর্যন্ত স্মরণার্থক বাইবেল পাঠের তালিকা অনুযায়ী পড়ার জন্য সবাইকে উৎসাহ দিন। এই তালিকা প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা​—⁠২০০২-এ রয়েছে।

১৫ মি: “আনন্দ সহকারে যিহোবা ও তাঁর পুত্রের সঙ্গে একতাবদ্ধ।” শাস্ত্রপদ ব্যবহার করে একজন প্রাচীন উৎসাহজনক বক্তৃতা দেবেন। এখন থেকে ২৮শে মার্চের মধ্যে যতজনকে সম্ভব স্মরণার্থক সভায় আমাদের সঙ্গে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানোর জন্য আরেকটু বেশি চেষ্টা করতে সকলকে উৎসাহ দিন।

২০ মি: বর্ষপুস্তক (ইংরেজি) আপনাকে কীভাবে উপকৃত করছে? বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। প্রথমে, এই সংখ্যার ৬ পৃষ্ঠায় দেওয়া “পরিচালক গোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি” থেকে প্রধান বিষয়গুলো আলোচনা করুন। এরপর, শ্রোতাদেরকে বর্ষপুস্তক থেকে এমন রিপোর্ট অথবা অভিজ্ঞতাগুলোর কথা বলতে বলুন, যেগুলোকে বিশেষভাবে তারা উৎসাহজনক এবং তাদের বিশ্বাসকে আরও মজবুত করেছে বলে মনে করেন। প্রত্যেককে বর্ষপুস্তক পড়ে শেষ করতে এবং বাইবেল ছাত্রদেরকে যিহোবার সংগঠনের সঙ্গে পরিচিত করাতে এটাকে ব্যবহার করতে উৎসাহ দিন।

গান ৪৫ এবং শেষ প্রার্থনা।

২৫শে মার্চ থেকে যে সপ্তা শুরু

গান ১২

১৪ মি: স্থানীয় ঘোষণাবলি। বলুন যে এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময় এখনও আছে। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জানুয়ারি-মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, একজন যুবককে এবং কীভাবে ১লা এপ্রিল প্রহরীদুর্গ অর্পণ করতে হয়, একজন প্রাচীনকে তার নমুনা দেখাতে বলুন। প্রত্যেকটা নমুনা দেখানোর পর, উপস্থাপনার কিছু ভাল দিক তুলে ধরুন।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

১৬ মি: উৎসাহ দিতে যুক্তি (ইংরেজি) বই ব্যবহার করুন। শ্রোতাদের সঙ্গে আলোচনা। সকলেরই সময়ে সময়ে, প্রেমময় উৎসাহের দরকার। তাই আমাদের সকলের, পরিচর্যায় যে-দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে দেখা হয় তারা সহ অন্যান্যদেরকে “সান্ত্বনা” দেওয়ার প্রয়োজন অনুভব করা উচিত। (১ থিষল. ৫:১৪) যুক্তি বই ব্যবহার করে, এর ১১৭-২১ পৃষ্ঠায় উল্লেখিত পরীক্ষাগুলোর যে-কোন একটার মুখোমুখি হয়েছেন, এমন কাউকে শ্রোতারা শাস্ত্র থেকে কোন্‌ উৎসাহ দিতে পারেন, তা বলতে বলুন। পরামর্শ দিন যে যখনই প্রয়োজন হয়, প্রত্যেকে যেন অন্যকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন।​—⁠গালা. ৬:⁠১০.

গান ১৩১ এবং শেষ প্রার্থনা।

১লা এপ্রিল থেকে যে সপ্তা শুরু

গান ২৭

৭ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের মার্চ মাসের প্রচার কাজের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।

১৮ মি: “‘দানরূপ মানুষেরা’ উৎসুকভাবে ঈশ্বরের পালের দেখাশোনা করেন।” একজন প্রাচীন বক্তৃতা দেবেন। উল্লেখিত শাস্ত্রপদগুলো আলোচনা করুন। নিষ্ক্রিয় ব্যক্তিদের দেখাশোনা করে এবং দুর্বল ব্যক্তিরা যতখানি করতে পারে তা করতে তাদেরকে সাহায্য করে কীভাবে উৎসাহজনক অভিজ্ঞতা লাভ করা যায় ও ভাল ফল পাওয়া গেছে তা দেখান। যিহোবার সেবায় সক্রিয় থাকতে পালের সকলের আন্তরিক প্রচেষ্টার জন্য প্রেমময় পালকরা উপলব্ধি দেখান।

২০ মি: “প্রচারে আপনার আনন্দকে বাড়ান।”b ৫ অনুচ্ছেদ আলোচনা করার সময়, স্থানীয় এলাকায় কীভাবে সবচেয়ে কার্যকারী ফল পাওয়া যেতে পারে সে বিষয়ে কিছু বাস্তবধর্মী পরামর্শের কথা বলতে বলুন। সংক্ষেপে কারও কাছে সাক্ষ্য দিতে কীভাবে আমরা নিজে থেকে এগিয়ে যেতে পারি সে বিষয়ে একটা অথবা দুটো উদাহরণের নমুনা দেখান। এই সপ্তায় সাক্ষ্য দেওয়ার জন্য সুযোগগুলো বের করে নিতে সকলকে উৎসাহ দিন।

গান ১৫ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার