পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! এপ্রিল-জুন
“সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা আমাদের সময়ের এক দুঃখজনক বাস্তবতা—শিশু পতিতাবৃত্তি—সম্বন্ধে জানায়। শিশুদের প্রতি নিপীড়নের এই দুঃখজনক ঘটনা শীঘ্রই শেষ হবে বলে বাইবেল প্রতিজ্ঞা করে। [হিতোপদেশ ২:২১, ২২ পদ পড়ুন।] এই পত্রিকা দেখায় যে, শিশুদের প্রতি এইধরনের শোষণের পিছনে কী রয়েছে আর কীভাবে এটা বন্ধ হবে।”
The Watchtower এপ্রিল ১৫
“সাম্প্রতিক বছরগুলোতে অনেক লোকই লক্ষ করেছে যে, আধ্যাত্মিক মূল্যবোধগুলোর অবক্ষয় ঘটছে। আপনিও কি তা লক্ষ করেছেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর গীতসংহিতা ১১৯:১০৫ পদ পড়ুন।] আধ্যাত্মিক মূল্যবোধগুলো লোকেদেরকে জীবনের অনেক ফাঁদ এড়াতে সাহায্য করতে পারে। এই পত্রিকা দেখায় যে, কোথায় প্রকৃত আধ্যাত্মিক মূল্যবোধগুলো পাওয়া যেতে পারে।”
Awake! এপ্রিল- জুন
“ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনার সময় শিখে থাকে যে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। কিন্তু কেন আপনি মনে করেন যে, অনেক ছেলেমেয়ে পরীক্ষার সময়ে নকল করে? এটা কি সত্যিই ঠিক? [উত্তর দেওয়ার সুযোগ দিন আর এরপর ইব্রীয় ১৩:১৮ পদ পড়ুন।] সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা [১৭ পৃষ্ঠা দেখান] এই প্রশ্নের উত্তর দেয় যে, নকল করার মধ্যে অন্যায়টা কী?”
The Watchtower মে ১
কিছু কিছু প্রশ্নের উত্তর মানুষের ক্ষমতার বাইরে। এই উদাহরণটা লক্ষ করুন। [ইয়োব ২১:৭ পদ পড়ুন।] আপনার মনে কি কখনও কোনো প্রশ্ন এসেছে, যা আপনি ঈশ্বরের কাছে জানতে চেয়েছিলেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন] এই পত্রিকা ব্যাখ্যা করে যে, কীভাবে পৃথিবীর বিভিন্ন জায়গার লোকেরা জীবনের তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর পেয়েছে।”