পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! এপ্রিল-জুন
“আমরা সবাই দেখার আকাঙ্ক্ষা করি যে, আমাদের সন্তানেরা যেন সুখী, সফল জীবন উপভোগ করে। সন্তানদের আজকের চাপপূর্ণ জগতের সঙ্গে মোকাবিলা করার জন্য কী দরকার বলে আপনার মনে হয়? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর হিতোপদেশ ২২:৬ পদ পড়ুন।] সন্তানদের যা দরকার এবং বাবামায়েরা যেভাবে সেই চাহিদাগুলো পূরণ করতে পারে, সেই বিষয়ে সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা আলোচনা করে।”
The Watchtower এপ্রিল ১৫
“কিছু লোকেরা মনে করে যে, দুঃখজনক ঘটনাসহ জীবনে যা কিছুই ঘটে সেগুলো ঈশ্বরের ইচ্ছা। আপনি কি এই বিষয়ে কখনও চিন্তা করেছেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] অনেক লোকই এই প্রার্থনা জানে। [মথি ৬:১০খ পদ পড়ুন।] পৃথিবীর জন্য ঈশ্বরের ইচ্ছা কী আর কখন তা পুরোপুরিভাবে পূর্ণ হবে? এই পত্রিকা বাইবেলের উত্তর জোগায়।”
Awake! এপ্রিল-জুন
“অনেক লোকই বিশ্বাস করে যে, কূটনৈতিক চুক্তির মাধ্যমে প্রকৃত বিশ্বশান্তি অর্জিত হবে। তা হলে, কেন শান্তির বিষয়ে কথা বলা প্রায়ই সামান্য সাফল্য নিয়ে আসে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] কূটনৈতিক চুক্তিগুলো প্রায়ই কেন ব্যর্থ হয়, সেই বিষয়ে এই পত্রিকা মূল কারণগুলো যাচাই করে। এ ছাড়া, এটা এক পৃথিবী সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞা আলোচনা করে যেখানে আমরা প্রকৃত শান্তির জন্য আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে দেখব, যে-শান্তি আমরা চিরকাল উপভোগ করতে পারি! গীতসংহিতা ৩৭:১১, ২৯ পদ পড়ুন।”
The Watchtower মে ১
“মানবসমাজের উন্নয়নের চেষ্টায় কিছু ধর্মীয় নেতা রাজনীতিতে জড়িত হয়েছে। কিন্তু, লোকেরা যিশুকে রাজা বানাতে চাইলে তিনি যা করেছিলেন, তা লক্ষ করুন। [যোহন ৬:১৫ পদ পড়ুন।] যিশু এমন কিছুর প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করেছিলেন, যা অন্যদের জন্য চিরস্থায়ী মঙ্গল নিয়ে আসবে। সেটা কী, তা এই পত্রিকা আলোচনা করে।”