প্রশ্ন বাক্স
▪ টেলিফোনে সাক্ষ্য দেওয়ার সময় আমাদের কি দান দেওয়ার ব্যবস্থা সম্বন্ধে ব্যাখ্যা করা উচিত?
আমরা যখন সামনাসামনি কারও কাছে সাক্ষ্য দিই, তখন হয়তো এটা ব্যাখ্যা করা সম্ভব যে, সারা পৃথিবীতে যিহোবার সাক্ষিদের বাইবেল-ভিত্তিক শিক্ষামূলক কাজ সম্পূর্ণভাবে স্বেচ্ছাকৃত দানের দ্বারা চলে আর আমরা এইরকম দান খুশিমনে গ্রহণ করে থাকি। কিন্তু, টেলিফোনে সাক্ষ্য দেওয়ার সময় দানের বিষয় বা দান দেওয়ার ব্যবস্থা সম্বন্ধে যেন কোনো উল্লেখ করা না হয় কারণ এটাকে টেলিফোনের মাধ্যমে কোনো আবেদন জানানো হচ্ছে বলে ভুল ব্যাখ্যা দেওয়া যেতে পারে। যিহোবার সাক্ষিদের পরিচর্যা কোনোভাবেই বাণিজ্যিক নয়।—২ করি. ২:১৭.
▪ টেলিফোনে সাক্ষ্য দেওয়ার সময় একজন ব্যক্তি যদি অনুরোধ করেন যে, যিহোবার সাক্ষিরা যেন তাকে আর ফোন না করে, তা হলে আমাদের কী করা উচিত?
ব্যক্তির ইচ্ছার প্রতি সম্মান দেখানো উচিত। ব্যক্তির নাম সহ তারিখ সম্বলিত একটা নোট সেই এলাকার খামের মধ্যে রাখা উচিত, যাতে প্রকাশকরা ভবিষ্যতে সেই নম্বরে ফোন করা এড়িয়ে চলে। যারা ফোন না করার জন্য আমাদের অনুরোধ করেছে, সেই লোকেদের তালিকাটি বছরে একবার পুনর্বিবেচনা করা উচিত। পরিচর্যা অধ্যক্ষের নির্দেশনাধীনে অভিজ্ঞ, কৌশলী প্রকাশকদের এই লোকেদের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দেওয়া যেতে পারে, এটা নির্ধারণ করতে যে, বর্তমানে তাদের কেমন অনুভূতি রয়েছে।—১৯৯৮ সালের মে মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্ন বাক্স দেখুন।