“সদাপ্রভুর সমস্ত অনুগত ব্যক্তিরা, তোমরা তাঁহাকে প্রেম কর”
এপ্রিল মাসের ৪ তারিখে যিশুর মৃত্যু স্মরণ করা হবে
১ বেশ কিছু বছর আগে, ইউক্রেন যখন সাম্যবাদী শাসনের অধীনে ছিল, সেখানকার কর্তৃপক্ষরা বিশেষ করে প্রভুর সান্ধ্যভোজের সময় যখন এগিয়ে আসত, তখন ভাইদের ওপর কড়া নজর রাখত—কারণ তারা তাদের সভাস্থল খুঁজে পাবে বলে আশা করত। এটা সবসময়ই একটা সমস্যা ছিল কারণ কর্তৃপক্ষরা স্মরণার্থের প্রায় সঠিক তারিখ জানত। ভাইয়েরা তা হলে কী করত? একজন বোনের ঘরের ভূগর্ভস্থ স্থানটা জলে ডুবে গিয়েছিল। যেহেতু কর্তৃপক্ষরা আশা করবে না যে সেখানে লোকেরা একত্রিত হবে, তাই ভাইয়েরা হাঁটুজলের ওপর একটা মঞ্চ তৈরি করেছিল। যদিও তাদেরকে নিচু ছাদের নীচে মঞ্চের ওপরে জড়সড় হয়ে বসতে হয়েছিল কিন্তু তবুও কর্তৃপক্ষের কেউই তাদের বিঘ্ন সৃষ্টি করেনি, যখন মণ্ডলী আনন্দের সঙ্গে স্মরণার্থ সভা উদ্যাপন করেছিল।
২ যিশুর মৃত্যু স্মরণ করার আদেশটি পালন করার জন্য আমাদের ইউক্রেনের ভাইদের দৃঢ়সংকল্প ছিল ঈশ্বরের প্রতি তাদের প্রেমের এক চমৎকার প্রদর্শন। (লূক ২২:১৯; ১ যোহন ৫:৩) যখনই আমরা আমাদের জীবনে বিভিন্ন সমস্যার মুখোমুখি হই, তখন আমরা যেন এই ধরনের উদাহরণগুলো থেকে উৎসাহ লাভ করি এবং ৪ঠা এপ্রিল প্রভুর সান্ধ্যভোজ উদ্যাপনে উপস্থিত থাকতে দৃঢ়সংকল্পবদ্ধ হই। আর তা করে আমরা দেখাই যে, গীতরচকের মতো আমাদেরও একই অনুভূতি রয়েছে যিনি গেয়েছিলেন: “হে সদাপ্রভুর সমস্ত সাধু [“অনুগত ব্যক্তিরা,” NW], তোমরা তাঁহাকে প্রেম কর।”—গীত. ৩১:২৩.
৩ ঈশ্বরের প্রতি প্রেমে বৃদ্ধি পেতে অন্যদের সাহায্য করুন: এ ছাড়া, ঈশ্বরের প্রতি প্রেম আমাদেরকে অন্য ব্যক্তিদের আমাদের সঙ্গে স্মরণার্থ উদ্যাপন করতে আমন্ত্রণ জানাতে প্রেরণা দেয়। ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট আমাদের সবাইকে সেই ব্যক্তিদের একটা তালিকা বানাতে উৎসাহিত করেছিল, যাদের আমরা স্মরণার্থ সভায় আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছি। আপনি কি আপনার তালিকার প্রত্যেক ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর দায়িত্ব পালন করতে অধ্যবসায়ের সঙ্গে চেষ্টা করছেন? তাদের কাছে এই অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করার জন্য সময় করে নিন। সদয়ভাবে স্মরণার্থের দিন ও সময় মনে করিয়ে দেওয়া হলে এবং যদি উপযুক্ত হয়, তা হলে তাদেরকে সঙ্গে করে সভাস্থলে নিয়ে আসার প্রস্তাব দেওয়া হলে তারা হয়তো উপস্থিত থাকতে উৎসাহ পাবে।
৪ যারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছে তাদের স্মরণার্থ উদ্যাপনের জায়গায় স্বাগত জানানোর জন্য বিশেষ প্রচেষ্টা করুন এবং তাদের স্বাচ্ছন্দ্যবোধ করতে সাহায্য করুন। কীভাবে আপনি তাদের যিহোবার প্রতি প্রেমে বৃদ্ধি পেতে সাহায্য করতে পারেন? তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। যদি উপযুক্ত হয়, তা হলে বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আমাদের মণ্ডলীর সাপ্তাহিক সভাগুলোতে উপস্থিত হতে তাদের আমন্ত্রণ জানান। বিশেষ করে প্রাচীনরা উপস্থিত নিষ্ক্রিয় খ্রিস্টানদের প্রতি মনোযোগ দিতে চাইবে। তারা এই ধরনের ব্যক্তিদের সাক্ষাৎ করার ব্যবস্থা করতে পারে এবং মণ্ডলীতে তাদের কার্যক্রম পুনরায় শুরু করতে উৎসাহিত করতে পারে আর তা স্মরণার্থ বক্তৃতার কিছু চিন্তামূলক বিষয়ের ওপর ভিত্তি করে হতে পারে।—রোমীয় ৫:৬-৮.
৫ যিহোবার প্রতি আমাদের নিজেদের প্রেম আরও গভীর করা: মুক্তির মূল্যের দানের বিষয়ে গভীরভাবে চিন্তা করা যিহোবা ও তাঁর পুত্রের প্রতি আমাদের প্রেমকে আরও গভীর করতে পারে। (২ করি. ৫:১৪, ১৫) স্মরণার্থ সভায় অনেক বছর ধরে উপস্থিত হয়েছেন এমন একজন বোন বলেছিলেন: “আমরা স্মরণার্থ সভার জন্য সানন্দে প্রতীক্ষায় থাকি। এটা প্রত্যেক বছর আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। আমার মনে আছে যে ২০ বছর আগে, সমাধিগৃহে দাঁড়িয়ে আমার প্রিয় বাবার মৃতদেহের দিকে তাকিয়ে মুক্তির মূল্যের প্রতি প্রকৃত আন্তরিক উপলব্ধিবোধ জেগে উঠেছিল। তার আগে এটা শুধুমাত্র একটি বইতে পড়া বিষয় ছিল। আমি সবকটা শাস্ত্রপদ এবং কীভাবে সেগুলো ব্যাখ্যা করতে হয় তা জানতাম! কিন্তু যখন আমি মৃত্যুর কঠোর বাস্তবতা উপলব্ধি করি, একমাত্র তখনই সেই মূল্যবান মুক্তির মূল্যের মাধ্যমে আমাদের জন্য যা সম্ভব হবে তার জন্য আমার হৃদয় আনন্দিত হয়ে উঠেছিল।”—যোহন ৫:২৮, ২৯.
৬ এই বছরের স্মরণার্থ উদ্যাপন যতই এগিয়ে আসছে, আপনার হৃদয়কে সেই অনুষ্ঠানের জন্য তৈরি করতে সময় করে নিন। (২ বংশা. ১৯:৩) স্মরণার্থের জন্য বিশেষ বাইবেল পাঠের ওপর ধ্যান করুন, যা প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০০৪ এবং ২০০৪ সালের ক্যালেন্ডার-এ উল্লেখ করা হয়েছে। কেউ কেউ তাদের পারিবারিক অধ্যয়নে সর্বমহান পুরুষ বইয়ের ১১২-১৬ অধ্যায় পুনরালোচনা করে থাকে। অন্যেরা আবার বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণীর জোগানো অন্য কোনো অধ্যয়ন সহায়ক ব্যবহার করে অতিরিক্ত গবেষণা করে থাকে। (মথি ২৪:৪৫-৪৭) আমরা সকলেই মুক্তির মূল্যের দানকে এক আন্তরিক প্রার্থনার বিষয় করতে পারি। (গীত. ৫০:১৪, ২৩) হ্যাঁ, এই স্মরণার্থ মরশুমে আমরা যেন অবিরতভাবে আমাদের জন্য যিহোবার প্রেমকে প্রতিফলিত করি এবং তাঁর প্রতি আমাদের প্রেম দেখানোর উপায়গুলো খুঁজি।—মার্ক ১২:৩০; ১ যোহন ৪:১০.