ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০৪ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০৪ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ এপ্রিল ও মে মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি তুলে ধরুন। আগ্রহী লোকেদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময়, সেই লোকেদের অন্তর্ভুক্ত করুন, যারা স্মরণার্থ সভা এবং/বা ঈশতান্ত্রিক অন্য অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়েছিল কিন্তু সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না। ঈশ্বরের উপাসনা করুন বইটি অর্পণ করার ব্যাপারে মনোযোগ দিন। একটি গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আন্তরিক প্রচেষ্টা করা উচিত, বিশেষ করে যদি কিছু ব্যক্তি ইতিমধ্যেই জ্ঞান বই ও চান ব্রোশার দিয়ে অধ্যয়ন করে থাকে। জুন: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন, আমার বাইবেলের গল্পের বই এবং আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন। জুলাই ও আগস্ট: আমাদের রাজ্যের পরিচর্যা-য় তালিকা অনুযায়ী যে-ব্রোশারগুলো পাওয়া যাচ্ছে।

▪ সমস্ত পরিচালক অধ্যক্ষ এবং সচিবের বাড়ির নতুন ঠিকানা এবং টেলিফোন নম্বর শাখা অফিসের কাছে থাকা আবশ্যক। যেকোনো সময়ে কোনো পরিবর্তন হলে মণ্ডলীর পরিচর্যা কমিটি দেরি না করে পরিচালক অধ্যক্ষ/সচিবের পরিবর্তিত ঠিকানা ফর্মে (S-29) পূরণ করে শাখা অফিসের কাছে পাঠিয়ে দেবে। এলাকাভিত্তিক টেলিফোনের কোড নম্বরের যেকোনো পরিবর্তনও এর অন্তর্ভুক্ত।

▪ মণ্ডলীর সচিবের কাছে নিয়মিত অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205) ও সহায়ক অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205b) যথেষ্ট পরিমাণে থাকা উচিত। এগুলো সাহিত্য অর্ডার ফর্ম (S-14)-এ চেয়ে পাঠানো যেতে পারে। অন্তত এক বছরের জন্য চলবে এমনভাবে অর্ডার করুন। নিয়মিত অগ্রগামীর সবকটা আবেদন ফর্ম ঠিকমতো পূরণ করা হয়েছে কি না, তা ভাল করে দেখুন, যার মধ্যে আবেদনকারীদের বাপ্তিস্মের তারিখও অন্তর্ভুক্ত।

▪ দয়া করে সাহিত্য অর্ডার ফর্ম-এ (S-14) তালিকাবদ্ধ সমস্ত ফর্মের জন্য আপনাদের বাৎসরিক চাহিদার আবেদন পাঠান। এর জন্য দয়া করে আলাদা কোনো চিঠি অথবা সাহিত্য অর্ডার ফর্ম পাঠাবেন না; বরং এটা আপনাদের এপ্রিল মাসের জন্য সাহিত্য অর্ডার ফর্মে সংযুক্ত করে দেওয়া উচিত। বিস্তারিত জানার জন্য দয়া করে ওয়াচটাওয়ার লিটারেচার রিকোয়েস্ট গাইড এর “ইয়ারলি ক্যালেন্ডার অব লিটারেচার আইটেমস,” সেকশন ৪, পৃষ্ঠা ১ থেকে সাহায্য নিন।

▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও (ছোট গান বই) ​—⁠তামিল

দানিয়েলের ভবিষ্যদ্বাণীতে মনোযোগ দিন! ​—⁠উর্দু

যিহোবার সাক্ষিরা​—⁠তারা কারা? তারা কী বিশ্বাস করে? (ব্রোশার) ​—⁠উর্দু

দুঃখকষ্ট কি কখনও শেষ হবে? (ট্র্যাক্ট নং. ৭৫) ​—⁠অসমিয়া, কান্নাড়া, তামিল, তেলুগু, মারাঠি, মালায়ালাম, মিজো, এবং হিন্দি

▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:

শাস্ত্র থেকে যুক্তি করা ​—⁠তামিল

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার